ETV Bharat / state

বাইসনের তাণ্ডব মাথাভাঙায়, জখম 1 - জখম 1

কোচবিহারের মাথাভাঙা 2 নং ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মাগুরডাঙা গ্রামে গতকাল তাণ্ডব চালায় একটি বাইসন ।

Byson attack at Mathabhanga 1 injured
Byson attack at Mathabhanga 1 injured
author img

By

Published : May 20, 2021, 7:18 PM IST

কোচবিহার, 20 মে: ফের কোচবিহারের মাথাভাঙায় বাইসনের তাণ্ডব । বাইসন দেখতে গিয়ে গুরুতর জখম হলেন একজন ৷ বাইসন নষ্ট করল ক্ষেতের ফসল ৷

কোচবিহারের মাথাভাঙা 2 নং ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মাগুরডাঙা গ্রামে গতকাল তাণ্ডব চালায় একটি বাইসন । বেশ কিছু ক্ষেতের ফসল নষ্ট করে । এরপর বাইসন দেখতে গিয়ে গুরুতর জখম হন একজন । জখম ব্যক্তির নাম বীরেন বর্মন । এছাড়া আরও দু‘জন বাইসনের হামলায় জখম হন ৷ স্থানীয়রাই পুলিশ ও বন দফতরকে খবর দেয় । পরে মাথাভাঙা রেঞ্জের বন আধিকারিক ও কর্মীরা এসে বাইসনটিকে গভীর অরণ্যে পাঠানোর ব্যবস্থা করে ।

সাম্প্রতিক কালে একাধিকবার লোকালয়ে বাইসন বেরিয়েছে । তাণ্ডব চালিয়েছে । স্থানীয়দের দাবি, জঙ্গলে খাবার কমে গিয়েছে, মূলত খাবারের খোঁজেই লোকালয়ে ঢুকছে বাইসন ৷

কোচবিহার, 20 মে: ফের কোচবিহারের মাথাভাঙায় বাইসনের তাণ্ডব । বাইসন দেখতে গিয়ে গুরুতর জখম হলেন একজন ৷ বাইসন নষ্ট করল ক্ষেতের ফসল ৷

কোচবিহারের মাথাভাঙা 2 নং ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মাগুরডাঙা গ্রামে গতকাল তাণ্ডব চালায় একটি বাইসন । বেশ কিছু ক্ষেতের ফসল নষ্ট করে । এরপর বাইসন দেখতে গিয়ে গুরুতর জখম হন একজন । জখম ব্যক্তির নাম বীরেন বর্মন । এছাড়া আরও দু‘জন বাইসনের হামলায় জখম হন ৷ স্থানীয়রাই পুলিশ ও বন দফতরকে খবর দেয় । পরে মাথাভাঙা রেঞ্জের বন আধিকারিক ও কর্মীরা এসে বাইসনটিকে গভীর অরণ্যে পাঠানোর ব্যবস্থা করে ।

সাম্প্রতিক কালে একাধিকবার লোকালয়ে বাইসন বেরিয়েছে । তাণ্ডব চালিয়েছে । স্থানীয়দের দাবি, জঙ্গলে খাবার কমে গিয়েছে, মূলত খাবারের খোঁজেই লোকালয়ে ঢুকছে বাইসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.