ETV Bharat / state

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কোচবিহারের কৃষককে ফেরাল BSF - bangladeshi miscreants

গতকাল সকালে জগবন্ধু রায় নিজের জমিতে কাজ করছিলেন । সেসময় তাঁকে অপহরণ করে দুষ্কৃতীরা । তাঁকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ শুরু করে গ্রামবাসী । ঘটনাস্থানে পৌঁছায় BSF ও পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা । অপহরণের প্রায় 13 ঘণ্টা পর, গতকাল রাত 10টা নাগাদ BGB জগবন্ধুকে উদ্ধার করে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 1, 2019, 12:34 PM IST

কোচবিহার, 1 অগাস্ট : বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষককে ফেরাল BSF । ওই কৃষকের নাম জগবন্ধু রায় । বাড়ি মেখলিগঞ্জ থানার কুচলিবাড়িতে ।

গতকাল সকালে জগবন্ধু নিজের জমিতে কাজ করছিলেন । সেসময় তাঁকে অপহরণ করে দুষ্কৃতীরা । তাঁকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ শুরু করে গ্রামবাসী । ঘটনাস্থানে পৌঁছায় BSF ও পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা । দফায় দফায় বর্ডার গার্ড অফ বাংলাদেশ (BGB)-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয় BSF-এর । বেশ কয়েকঘণ্টা কেটে যাওয়ার পরও জগবন্ধু উদ্ধার না হওয়ায় ক্ষিপ্ত গ্রামবাসীরা BSF-র সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন । আত্মরক্ষার তাগিদে লাঠিচার্জ করে BSF । কয়েকজন জখম হন । তাঁদের ভরতি করা হয় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ।

অপহরণের প্রায় 13 ঘণ্টা পর, গতকাল রাত 10টা নাগাদ BGB জগবন্ধুকে উদ্ধার করে । তুলে দেওয়া হয় BSF-এর হাতে । BSF অধিকর্তারা তাঁকে মেডিকেল টেস্টের জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান ।

জগবন্ধু ফিরে আসার পরও আতঙ্কে ভুগছেন তাঁর প্রতিবেশীরা । সুমন রায় নামে একজন বলেন, "আমরা অসহায় । এভাবে কাঁটাতারের বেড়া টপকে যদি দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যায় তাহলে চাষ করব কীভাবে ? চাই, পুলিশ, প্রশাসন কঠোর ব্যবস্থা নিক ।"

BSF-এর উত্তরবঙ্গের DIG মৃদুল সোনওয়াল বলেন, "পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ।"

কোচবিহার, 1 অগাস্ট : বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষককে ফেরাল BSF । ওই কৃষকের নাম জগবন্ধু রায় । বাড়ি মেখলিগঞ্জ থানার কুচলিবাড়িতে ।

গতকাল সকালে জগবন্ধু নিজের জমিতে কাজ করছিলেন । সেসময় তাঁকে অপহরণ করে দুষ্কৃতীরা । তাঁকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ শুরু করে গ্রামবাসী । ঘটনাস্থানে পৌঁছায় BSF ও পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা । দফায় দফায় বর্ডার গার্ড অফ বাংলাদেশ (BGB)-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয় BSF-এর । বেশ কয়েকঘণ্টা কেটে যাওয়ার পরও জগবন্ধু উদ্ধার না হওয়ায় ক্ষিপ্ত গ্রামবাসীরা BSF-র সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন । আত্মরক্ষার তাগিদে লাঠিচার্জ করে BSF । কয়েকজন জখম হন । তাঁদের ভরতি করা হয় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ।

অপহরণের প্রায় 13 ঘণ্টা পর, গতকাল রাত 10টা নাগাদ BGB জগবন্ধুকে উদ্ধার করে । তুলে দেওয়া হয় BSF-এর হাতে । BSF অধিকর্তারা তাঁকে মেডিকেল টেস্টের জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান ।

জগবন্ধু ফিরে আসার পরও আতঙ্কে ভুগছেন তাঁর প্রতিবেশীরা । সুমন রায় নামে একজন বলেন, "আমরা অসহায় । এভাবে কাঁটাতারের বেড়া টপকে যদি দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যায় তাহলে চাষ করব কীভাবে ? চাই, পুলিশ, প্রশাসন কঠোর ব্যবস্থা নিক ।"

BSF-এর উত্তরবঙ্গের DIG মৃদুল সোনওয়াল বলেন, "পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ।"

Intro:বাংলাদেশি দুষ্কৃতিদের কাছে অপহৃত কোচবিহারের কৃষককে দেশে ফেরালেন BSF ৷


কোচবিহার :০১ আগস্ট :


ভারতের সীমান্ত রক্ষী BSF এর প্রচেষ্টায় গতকাল রাতেই ভারতে ফেরলেন বাংলাদেশী দূস্কৃতিদের দ্বারা অপহৃত কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ীর কৃষক জগবন্ধু রায় (৫৩)। গতকাল সকাল প্রায় 9 টা নাগাদ কাটাতারের বেড়ার ওপারে তার জমিতে কাজ করতে গেলে জগবন্ধুকে অপহরণ করে বাংলাদেশের দূস্কৃতিরা। সেই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়ায় কোচবিহারের কুচলিবাড়ী এলাকার জাবুরাবাড়িতে। জগবন্ধুকে উদ্ধারের দাবিতে ক্ষোভে ফেটে পরেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌছয় বিএসএফ ও পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা। দফায় দফায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীর সঙ্গে ফ্লাগ মিটিংয়ে বসে বিএসএফ। এভাবে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়। ধৈর্যের বাধ ভেঙে যায় সীমান্তবাসীদের। বিএসএফের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। বিএসএফের লাঠির আঘাতে আহত হন কয়েকজন গ্রামবাসী। তারমধ্যে কয়েকজনকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এভাবেই সকাল গড়িয়ে সন্ধ্যা হয় ৷ বিএসএফ ও বিজিবির মধ্যে দফায় দফায় বৈঠক চলতে থাকে।আবশেষে ,অপহরণের প্রায় ১৩ ঘন্টাপর , গতকাল রাত প্রায় ১০ টা নাগাত বাংলাদেশ বিজিবি জগবন্ধুকে উদ্ধার করে বিএসএফের হাতে তুলে দেয়।BSF কর্তারা তাকে মেডিকেল টেস্টের জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান ।


জগবন্ধু ফিরে আসায় স্বস্তি ফিরে পেয়েছেন পরিবারের সদস্যরা ।

স্থানীয় বাসিন্দা সুমন রায়,জ্যোতিবিকাশ রায় জানান " আমরা সীমান্তের বাসিন্দারা অসহায়! এভাবে কাটাতারের ওপারের নিজের চাষের জমি থেকে বাংলাদেশের দূস্কৃতিরা কৃষকদের তুলে নিয়ে গেলে আমরা কিভাবে চাষ করব? গোটা ঘটনায় আমরা আতঙ্কিত৷




এই প্রসঙ্গে বিএসএফের উত্তরবঙ্গের ডিআইজি(জি) মৃদুল সনওয়াল জানিয়েছেন, "বিষয়টি নিয়ে বর্ডার গার্ডের ৬১ নং ব্যাটেলিয়ানের কর্তাদের সাথে আলোচনা চলছে। দ্রুত ভারতীয় কৃষককে ফেরানো হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।"
এরপর, গতকাল রাতেই উদ্দার করা হয় ওই কৃষককে ৷BSF সূত্রে জানা গেছে "অপহৃত জগবন্ধু রায় কে মেডিকেল টেস্ট করে আজই তাকে পরিবারের হাতে তুলে দেবেন BSF কর্তারা ৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.