ETV Bharat / state

BSF Obstructs Jute Cultivation in Border : দিনহাটার সীমান্ত গ্রামে বিএসএফের বিরুদ্ধে পাট চাষে বাধাদেওয়ার অভিযোগ - BSF obstructs jute cultivation in Dinhata border

সীমান্ত এলাকায় পাট চাষে বাধা দিচ্ছে বিএসএফ (BSF obstructs jute cultivation in Dinhata border)। এই অভিযোগে মহকুমা শাসকের দ্বারস্থ সীমান্ত এলাকার বাসিন্দারা ।

Jute Cultivation
Jute Cultivation
author img

By

Published : Mar 29, 2022, 6:35 PM IST

কোচবিহার, 29 মার্চ : সীমান্ত এলাকায় পাট চাষে বাধা দিচ্ছে বিএসএফ (BSF obstructs jute cultivation in Dinhata border) । এই অভিযোগ তুলে মঙ্গলবার দিনহাটা মহকুমা শাসকের দ্বারস্থ হন সীমান্ত এলাকার বাসিন্দারা ।

তাঁদের অভিযোগ, কাঁটাতারের বেড়ার এপারে-ওপারে পাট চাষে বাধা দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। ফলে তাঁরা পাট চাষ করতে পারছেন না । সীমান্ত এলাকার এরকম বহু গ্রাম রয়েছে, যে গ্রামের বাসিন্দারা কাঁটাতারে এপারে থাকেন ৷ কিন্তু তাঁদের জমি রয়েছে কাঁটাতারের ওপারে ।

আরও পড়ুন : Tree Falls into Market : ভরা বাজারে ভেঙে পড়ল গাছ, প্রাণ গেল নাবালকের

বর্তমানে পাট চাষের মরশুম চলছে । পাটের ওপর জীবিকা নির্বাহ করেন কয়েকশো গ্রামবাসী ৷ গ্রামবাসীদের অনুরোধ, বিএসএফ যেন তাদের হেনস্থা না করে এবং পাট চাষ করতে দেয় ৷

প্রসঙ্গত, দিনকয়েক আগে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এনিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন । এরপর মঙ্গলবার দিনহাটা মহকুমা শাসকের দ্বারস্থ হন দিনহাটার সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা । গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক হিমাদ্রি সরকার ।

কোচবিহার, 29 মার্চ : সীমান্ত এলাকায় পাট চাষে বাধা দিচ্ছে বিএসএফ (BSF obstructs jute cultivation in Dinhata border) । এই অভিযোগ তুলে মঙ্গলবার দিনহাটা মহকুমা শাসকের দ্বারস্থ হন সীমান্ত এলাকার বাসিন্দারা ।

তাঁদের অভিযোগ, কাঁটাতারের বেড়ার এপারে-ওপারে পাট চাষে বাধা দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। ফলে তাঁরা পাট চাষ করতে পারছেন না । সীমান্ত এলাকার এরকম বহু গ্রাম রয়েছে, যে গ্রামের বাসিন্দারা কাঁটাতারে এপারে থাকেন ৷ কিন্তু তাঁদের জমি রয়েছে কাঁটাতারের ওপারে ।

আরও পড়ুন : Tree Falls into Market : ভরা বাজারে ভেঙে পড়ল গাছ, প্রাণ গেল নাবালকের

বর্তমানে পাট চাষের মরশুম চলছে । পাটের ওপর জীবিকা নির্বাহ করেন কয়েকশো গ্রামবাসী ৷ গ্রামবাসীদের অনুরোধ, বিএসএফ যেন তাদের হেনস্থা না করে এবং পাট চাষ করতে দেয় ৷

প্রসঙ্গত, দিনকয়েক আগে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এনিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন । এরপর মঙ্গলবার দিনহাটা মহকুমা শাসকের দ্বারস্থ হন দিনহাটার সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা । গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক হিমাদ্রি সরকার ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.