ETV Bharat / state

নিজের এলাকাতেই ফের বিক্ষোভের মুখে রবীন্দ্রনাথ - rabindranath ghosh

নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন রবীন্দ্রনাথ ঘোষ । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । রবীন্দ্রনাথকে উদ্ধার করতে এলে পুলিশকেও বিক্ষোভের মুখে পড়তে হয় ।

পুলিশের গাড়িতে ভাঙচুর
author img

By

Published : May 28, 2019, 9:15 PM IST

কোচবিহার, 28 মে : নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা চরমে ওঠে । পুলিশকে ঘিরে পালটা বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা । ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও । ঘটনায় জখম হন পাঁচজন পুলিশকর্মী । BJP কর্মীদের অভিযোগ, আজ BJP-র তরফে একটা সভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল । সেইসময় পুলিশকে লাঠিচার্জ করার নির্দেশ দেন মন্ত্রী । যদিও অভিযোগ অস্বীকার করেছেন রবীন্দ্রনাথ ঘোষ । তিনি বলেন, "BJP আশ্রিত দুষ্কৃতীরা ঝামেলা করতে এসেছিল । পরে পুলিশের উপর হামলা করে তারা ।"

আজ মারুগঞ্জ এলাকায় BJP-র একটি বৈঠককে কেন্দ্র করে স্থানীয় BJP কর্মীরা জমায়েত করেছিল । সেইসময় ওই এলাকা দিয়েই যাচ্ছিলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । অভিযোগ, সেখানে গাড়ি দাঁড় করাতেই তাঁকে কালো পতাকা ঘিরে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । ঘটনাস্থানে থেকে মন্ত্রীকে উদ্ধার করার চেষ্টা করলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের । লাঠিচার্জ করে পুলিশ । পালটা পুলিশের উপর হামলা করে বিক্ষোভকারীরা । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । জখম হন পাঁচ পুলিশকর্মী ।

কোচবিহার জেলার BJP সভানেত্রী মালতি রাভা বলেন, "উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নির্দেশে পুলিশ BJP কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে । এই ঘটনার নিন্দা জানাচ্ছি ।"

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত কোচবিহারের বিভিন্ন এলাকা । গত সাত দিনে অন্তত 50 টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে । জখম হয় কিছু তৃণমূল ও BJP কর্মী । দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন রবীন্দ্রনাথ ঘোষ ও বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ । আজ মারুগঞ্জ এলাকায় ফের BJP কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রবীন্দ্রনাথ ঘোষ ।

কোচবিহার, 28 মে : নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা চরমে ওঠে । পুলিশকে ঘিরে পালটা বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা । ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও । ঘটনায় জখম হন পাঁচজন পুলিশকর্মী । BJP কর্মীদের অভিযোগ, আজ BJP-র তরফে একটা সভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল । সেইসময় পুলিশকে লাঠিচার্জ করার নির্দেশ দেন মন্ত্রী । যদিও অভিযোগ অস্বীকার করেছেন রবীন্দ্রনাথ ঘোষ । তিনি বলেন, "BJP আশ্রিত দুষ্কৃতীরা ঝামেলা করতে এসেছিল । পরে পুলিশের উপর হামলা করে তারা ।"

আজ মারুগঞ্জ এলাকায় BJP-র একটি বৈঠককে কেন্দ্র করে স্থানীয় BJP কর্মীরা জমায়েত করেছিল । সেইসময় ওই এলাকা দিয়েই যাচ্ছিলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । অভিযোগ, সেখানে গাড়ি দাঁড় করাতেই তাঁকে কালো পতাকা ঘিরে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । ঘটনাস্থানে থেকে মন্ত্রীকে উদ্ধার করার চেষ্টা করলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের । লাঠিচার্জ করে পুলিশ । পালটা পুলিশের উপর হামলা করে বিক্ষোভকারীরা । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । জখম হন পাঁচ পুলিশকর্মী ।

কোচবিহার জেলার BJP সভানেত্রী মালতি রাভা বলেন, "উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নির্দেশে পুলিশ BJP কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে । এই ঘটনার নিন্দা জানাচ্ছি ।"

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত কোচবিহারের বিভিন্ন এলাকা । গত সাত দিনে অন্তত 50 টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে । জখম হয় কিছু তৃণমূল ও BJP কর্মী । দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন রবীন্দ্রনাথ ঘোষ ও বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ । আজ মারুগঞ্জ এলাকায় ফের BJP কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রবীন্দ্রনাথ ঘোষ ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.