কোচবিহার, 6 সেপ্টেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) খাসতালুকে শক্তি বাড়াল তৃণমূল । নিশীথের গড় হিসেবে পরিচিত ভেটাগুড়ির শাসকদল গ্রামে 50 জনেরও বেশি বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন(BJP Workers Joined TMC in Cooch Behar)৷ ভেটাগুড়িতে সোমবার রাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ভেটাগুড়ি 2 অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার ।
আরও পড়ুন: দুর্গাপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন বহু নেতা-কর্মী
পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদানের ঘটনায় ভেটাগুড়িতে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল বলে রাজনৈতিক মহলের ধারণা ৷ তৃণমূলের দিনহাটা গুরুদী গ্রাম পঞ্চায়েত সভাপতি সুনীল রায় সরকার জানান, যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে । তাছাড়া সাংসদ হওয়ার পরে নিশীথ প্রামাণিক এলাকার উন্নয়ন করেননি । তাই মানুষ বিজেপির ওপর বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে যোগ দিচ্ছে ।
যদিও এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস জানান, তৃণমূলের অত্যাচারে মানুষ ভয় পেয়ে তৃণমূলে যোগ দিচ্ছে ।