ETV Bharat / state

মিহির গোস্বামীর সঙ্গে "সৌজন্য সাক্ষাৎ" BJP সাংসদ নিশীথ প্রামাণিকের - কোচবিহারের খবর

দু'জনের মধ্যে ঘণ্টাখানেক ধরে আলোচনা হয় । যদিও দুই নেতাই বলছেন, বিজয়ার পর এটি সৌজন্য সাক্ষাৎ । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।

Nisith Pramanik meets Mihir Goswami
মিহির গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ নিশীথ প্রামাণিকের
author img

By

Published : Oct 29, 2020, 5:19 PM IST

Updated : Oct 29, 2020, 5:43 PM IST

কোচবিহার, 29 অক্টোবর : কোচবিহারের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে দেখা করলেন BJP সাংসদ নিশীথ প্রামানিক । আজ দুপুরে তাঁর তেতুলতলা এলাকার বাড়ি গিয়ে দেখা করেন তিনি । দু'জনের মধ্যে ঘণ্টাখানেক ধরে আলোচনা হয় । যদিও দুই নেতাই বলছেন, বিজয়ার পর এটি সৌজন্য সাক্ষাৎ । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।

সাক্ষাতের পর BJP সাংসদ বলেন, "বিধায়কের থেকেও বড় বিষয় আমি ওনাকে আমার নিজের দাদার মতো দেখি । আমার অভিভাবকের মতো দেখি । বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি আমাকে সহযোগিতা করেছেন । রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে । বিজয়া দশমীর শুভেচ্ছা আমরা প্রত্যেকেই জানাই । সেই একইভাবে আজ মিহির গোস্বামীকে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছি ।"

আরও পড়ুন : সাংগঠনিক কমিটি ঘোষণার পরই পদত্যাগ বিধায়ক মিহির গোস্বামীর

একই কথা বলছেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীও । বলেন, "নিশীথ প্রামাণিকের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক । সেও একসময় আমাদের সঙ্গে একই রাজনীতি করত । অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করত । আগেও আমার কাছে আসত । আজও এসেছে । শুধুমাত্র বাঙালির ঐতিহ্য বিজয়ার শুভেচ্ছা বিনিময় করার জন্য । এর মধ্যে অন্যকিছু খোঁজার কোনও কারণ নেই ।"

তৃণমূলের কোচবিহার জেলা ও ব্লক কমিটি ঘোষণার পর জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিধায়ক মিহির গোস্বামী । এই পরিস্থিতিতে আজ BJP সাংসদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ।

কোচবিহার, 29 অক্টোবর : কোচবিহারের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে দেখা করলেন BJP সাংসদ নিশীথ প্রামানিক । আজ দুপুরে তাঁর তেতুলতলা এলাকার বাড়ি গিয়ে দেখা করেন তিনি । দু'জনের মধ্যে ঘণ্টাখানেক ধরে আলোচনা হয় । যদিও দুই নেতাই বলছেন, বিজয়ার পর এটি সৌজন্য সাক্ষাৎ । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।

সাক্ষাতের পর BJP সাংসদ বলেন, "বিধায়কের থেকেও বড় বিষয় আমি ওনাকে আমার নিজের দাদার মতো দেখি । আমার অভিভাবকের মতো দেখি । বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি আমাকে সহযোগিতা করেছেন । রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে । বিজয়া দশমীর শুভেচ্ছা আমরা প্রত্যেকেই জানাই । সেই একইভাবে আজ মিহির গোস্বামীকে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছি ।"

আরও পড়ুন : সাংগঠনিক কমিটি ঘোষণার পরই পদত্যাগ বিধায়ক মিহির গোস্বামীর

একই কথা বলছেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীও । বলেন, "নিশীথ প্রামাণিকের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক । সেও একসময় আমাদের সঙ্গে একই রাজনীতি করত । অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করত । আগেও আমার কাছে আসত । আজও এসেছে । শুধুমাত্র বাঙালির ঐতিহ্য বিজয়ার শুভেচ্ছা বিনিময় করার জন্য । এর মধ্যে অন্যকিছু খোঁজার কোনও কারণ নেই ।"

তৃণমূলের কোচবিহার জেলা ও ব্লক কমিটি ঘোষণার পর জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিধায়ক মিহির গোস্বামী । এই পরিস্থিতিতে আজ BJP সাংসদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ।

Last Updated : Oct 29, 2020, 5:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.