ETV Bharat / state

BJP Panchayat members in Assam: বোর্ড গঠনের আগে অসমে আস্তানা বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্যদের

মাথাভাঙার 6টি গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজেপি সদস্যদের সরানো হল অসমে ৷ তাঁদের অপহরণ করা হতে পারে ৷ এই আশঙ্কা থেকেই অসমের ধুবড়িতে নিরাপদ আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ সঙ্গে রয়েছে সদস্যদের পুরো পরিবার ৷

BJP Panchayat members in Assam ETV BHARAT
BJP Panchayat members in Assam
author img

By

Published : Jul 15, 2023, 10:36 PM IST

মাথাভাঙার 6টি গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজেপি সদস্য অসমে

কোচবিহার, 15 জুলাই: এতদিন ভিনরাজ্যে বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলত বিরোধীরা ৷ তার জেরে মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটকের মতো রাজ্যে বিধানসভা ভোটের পর জয়ী বিধায়কদের গোপন ডেরায় সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে ৷ সেই ট্রেন্ড এবার পঞ্চায়েতের বোর্ড গঠনের ক্ষেত্রেও ! তাও কিনা খোদ বিজেপি ! হ্যাঁ, এমনটাই ঘটেছে মাথাভাঙা 2 ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতে ৷ সেই পঞ্চায়েতগুলি সব বিজেপির দখলে রয়েছে ৷ কিন্তু, বোর্ড গঠনের আগে সব সদস্যদের গাড়িতে করে অসমের গোপন আস্তানায় পাঠিয়ে দেওয়া হল ৷ যাতে কেউ তৃণমূলে যোগ দিতে না পারেন ৷

বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য অশ্বিনী দেব সিংহ এবং মনোরঞ্জন বিশ্বাস ৷ তাঁরা বলেন, ‘‘ওরা (তৃণমূল) ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে ৷ অপহরণ করতে পারে, তাই অসমের ধুবড়িতে নিয়ে আসা হয়েছে আমাদের ৷’’ কোচবিহারে বিজেপির জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় বলেন, ‘‘তৃণমূল ভোটের আগে থেকেই সন্ত্রাস করছে ৷ জেতার পরও হুমকি দিচ্ছে ৷ তাই তাঁদের আলাদা করে রাখা হয়েছে ৷’’ অপরদিকে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, ‘‘আসলে বিজেপির নিজের দলের জয়ী পঞ্চায়েত সদস্যদের উপর ভরসা নেই ৷ তাই অসমে নিয়ে গিয়ে রাখছে ৷’’

কোচবিহার জেলার পঞ্চায়েত নির্বাচনের ফল বেরোলে দেখা যায়, শতাধিক গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল ৷ তবে, 22টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গিয়েছে ৷ এর মধ্যে মাথাভাঙা 2 ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ৷ পঞ্চায়েতের ফল বেরনোর পর থেকেই বিজেপির পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ এ ধরনের হুমকির পরিপ্রেক্ষিতে বিজেপির টিকিটে জয়ী অন্তত 50 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তাঁদের পরিবারকে অসমের ধুবড়িতে নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: তৃণমূল কর্মীকে গুলি করে খুন, এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে

তবে, এখানে একটা ফারাক রয়েছে ৷ ভিনরাজ্যে বিজেপির বিরুদ্ধে 'ঘোড়া' কেনার অভিযোগ ওঠে ৷ আর রাজ্যে 'ঘোড়া'-কে ভয় দেখিয়ে দলবদলের অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় ৷ উল্লেখ্য, ফলপ্রকাশের পর বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে বিরোধী পঞ্চায়েত সদস্যদের তৃণমূলের যোগ দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ আর মাথাভাঙা 2 ব্লকের বিজেপি নেতৃত্বের অভিযোগ তাঁদের জয়ী সদস্যদের অপহরণ করা হতে পারে ৷ কারণ, তাঁদের বোর্ড গঠন করতে বাধা দেওয়া ৷ জানা গিয়েছে, শুক্রবার রাতে অসমের ধুবড়িতে গোপন আস্তানায় ওই গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে ৷

মাথাভাঙার 6টি গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজেপি সদস্য অসমে

কোচবিহার, 15 জুলাই: এতদিন ভিনরাজ্যে বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলত বিরোধীরা ৷ তার জেরে মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটকের মতো রাজ্যে বিধানসভা ভোটের পর জয়ী বিধায়কদের গোপন ডেরায় সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে ৷ সেই ট্রেন্ড এবার পঞ্চায়েতের বোর্ড গঠনের ক্ষেত্রেও ! তাও কিনা খোদ বিজেপি ! হ্যাঁ, এমনটাই ঘটেছে মাথাভাঙা 2 ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতে ৷ সেই পঞ্চায়েতগুলি সব বিজেপির দখলে রয়েছে ৷ কিন্তু, বোর্ড গঠনের আগে সব সদস্যদের গাড়িতে করে অসমের গোপন আস্তানায় পাঠিয়ে দেওয়া হল ৷ যাতে কেউ তৃণমূলে যোগ দিতে না পারেন ৷

বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য অশ্বিনী দেব সিংহ এবং মনোরঞ্জন বিশ্বাস ৷ তাঁরা বলেন, ‘‘ওরা (তৃণমূল) ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে ৷ অপহরণ করতে পারে, তাই অসমের ধুবড়িতে নিয়ে আসা হয়েছে আমাদের ৷’’ কোচবিহারে বিজেপির জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় বলেন, ‘‘তৃণমূল ভোটের আগে থেকেই সন্ত্রাস করছে ৷ জেতার পরও হুমকি দিচ্ছে ৷ তাই তাঁদের আলাদা করে রাখা হয়েছে ৷’’ অপরদিকে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, ‘‘আসলে বিজেপির নিজের দলের জয়ী পঞ্চায়েত সদস্যদের উপর ভরসা নেই ৷ তাই অসমে নিয়ে গিয়ে রাখছে ৷’’

কোচবিহার জেলার পঞ্চায়েত নির্বাচনের ফল বেরোলে দেখা যায়, শতাধিক গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল ৷ তবে, 22টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গিয়েছে ৷ এর মধ্যে মাথাভাঙা 2 ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ৷ পঞ্চায়েতের ফল বেরনোর পর থেকেই বিজেপির পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ এ ধরনের হুমকির পরিপ্রেক্ষিতে বিজেপির টিকিটে জয়ী অন্তত 50 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তাঁদের পরিবারকে অসমের ধুবড়িতে নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: তৃণমূল কর্মীকে গুলি করে খুন, এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে

তবে, এখানে একটা ফারাক রয়েছে ৷ ভিনরাজ্যে বিজেপির বিরুদ্ধে 'ঘোড়া' কেনার অভিযোগ ওঠে ৷ আর রাজ্যে 'ঘোড়া'-কে ভয় দেখিয়ে দলবদলের অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় ৷ উল্লেখ্য, ফলপ্রকাশের পর বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে বিরোধী পঞ্চায়েত সদস্যদের তৃণমূলের যোগ দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ আর মাথাভাঙা 2 ব্লকের বিজেপি নেতৃত্বের অভিযোগ তাঁদের জয়ী সদস্যদের অপহরণ করা হতে পারে ৷ কারণ, তাঁদের বোর্ড গঠন করতে বাধা দেওয়া ৷ জানা গিয়েছে, শুক্রবার রাতে অসমের ধুবড়িতে গোপন আস্তানায় ওই গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.