কোচবিহার, 28 অক্টোবর : দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে বিজেপি নেতৃত্বের সঙ্গে বিএসএফের সেক্টর ডিআইজি'র সাক্ষাৎ নিয়ে কোচবিহারের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে অভিযোগ জানাল তৃণমূল নেতৃত্ব।
বৃহস্পতিবার কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা তথা দিনহাটা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহর নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম রায় এই অভিযোগ জানান। জেলাশাসকের দফতরে গিয়ে এদিন তিনি অভিযোগ জানান ৷ পরে তিনি বলেন, "গতকাল বিজেপি নেতারা বিএসএফের ডিআইজি'র সঙ্গে দেখা করেন । নির্বাচনের সময় নির্বাচন বিধি লাগু থাকা সত্বেও কী ভাবে তাঁরা বিএসএফের ডিআইজির সঙ্গে দেখা করেন? বর্তমানে নির্বাচনী বিধি রয়েছে । আমি নিজে একজন সাংসদ ছিলাম, তাই নিয়মটা আমার জানা রয়েছে।"
আরও পড়ুন : West Bengal By-polls : কৃষ্ণ কল্যাণীর দলবদল নিয়ে তৃণমূলকে ঠুকলেন শমীক ভট্টাচার্য
এদিন পার্থপ্রতিম রায় আরও বলেন, "গত বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভায় যেভাবে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। আমাদের সন্দেহ বিজেপি নেতারা বিএসএফের সঙ্গে দেখা করে নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। এছাড়া বর্তমানে বিএসএফের টহলদারির পরিধি সীমান্ত এলাকার ৫০ কিলোমিটার পর্যন্ত করে দেওয়া হয়েছে। তাই জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এই বিষয় নিয়ে একটি অভিযোগ জমা করা হয়েছে।"
যদিও জেলা তৃণমূল নেতৃত্বের তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তিনি বলেন, ‘‘তৃণমূল নেতারা না জেনে এই ধরনের মন্তব্য করছেন ৷’’