ETV Bharat / state

Dinhata BJP Candidate : প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে দিনহাটার বিজেপি প্রার্থী - প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে দিনহাটার বিজেপি প্রার্থী

এদিন সকালে বামনহাট বাজারে কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন।

BJP candidate of dinhata by-poll faced protest
প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে দিনহাটার বিজেপি প্রার্থী
author img

By

Published : Oct 18, 2021, 5:59 PM IST

দিনহাটা, 18 অক্টোবর : প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে। এক্ষেত্রে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ, সোমবার সকালে বামনহাট বাজারে এই দুই বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। একটা সময় দুই পক্ষের মধ্যে প্রায় ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় ৷ তৈরি হয় প্রবল উত্তেজনা ৷ পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলা দেয়। আগামী ৩০ অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন রয়েছে। সেই উপ-নির্বাচনের জন্য ইতিমধ্যেই জোর প্রচার শুরু করেছে তৃণমূল, বিজেপি দুই পক্ষই ।

আরও পড়ুন : Subhendu Adhikari : শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে শুভেন্দুর অস্ত্র বাংলাদেশ !

এদিন সকালে বামনহাট বাজারে কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। এই খবর পেয়ে ওই কর্মীদের বাড়িতে যাচ্ছিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। অভিযোগ, সেই সময়ে স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের ঘিরে গো-ব্যাক স্লোগান দেযন ও বিক্ষোভ দেখান। এরপরেই দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ পরে ঘটনাস্থল থেকে সরে আসেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল এবং বিধায়ক মিহির গোস্বামী ।

এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল বলেন, "এদিন বামনহাট বাজারে বিজেপি কর্মীদের বাড়িতে যাচ্ছিলাম । সেই সময়ে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী ভোট প্রচারে যেতে বাধা দেয় । এরপর ধাক্কাধাক্কি করে । এখানে গণতন্ত্র বলে কিছু নেই ।" যদিও বামন হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা দীপক ভট্টাচার্য বলেন, "এর আগেও ভোটে জিতে দিনহাটার মানুষকে প্রতারিত করেছেন বিজেপির নিশীথ প্রামাণিক । এবার আবার নতুন করে অশোক মণ্ডল ভোটে দাঁড়িয়েছেন । এদিন তাঁরা ভোট প্রচারে এলে সাধারণ মানুষ তাঁদের কাছে জানতে চাইলে, তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেন বিজেপি প্রার্থী । এরপরেই তাঁকে ঘিরে সবাই বিক্ষোভ দেখায় ৷"

দিনহাটা, 18 অক্টোবর : প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে। এক্ষেত্রে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ, সোমবার সকালে বামনহাট বাজারে এই দুই বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। একটা সময় দুই পক্ষের মধ্যে প্রায় ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় ৷ তৈরি হয় প্রবল উত্তেজনা ৷ পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলা দেয়। আগামী ৩০ অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন রয়েছে। সেই উপ-নির্বাচনের জন্য ইতিমধ্যেই জোর প্রচার শুরু করেছে তৃণমূল, বিজেপি দুই পক্ষই ।

আরও পড়ুন : Subhendu Adhikari : শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে শুভেন্দুর অস্ত্র বাংলাদেশ !

এদিন সকালে বামনহাট বাজারে কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। এই খবর পেয়ে ওই কর্মীদের বাড়িতে যাচ্ছিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। অভিযোগ, সেই সময়ে স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের ঘিরে গো-ব্যাক স্লোগান দেযন ও বিক্ষোভ দেখান। এরপরেই দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ পরে ঘটনাস্থল থেকে সরে আসেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল এবং বিধায়ক মিহির গোস্বামী ।

এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল বলেন, "এদিন বামনহাট বাজারে বিজেপি কর্মীদের বাড়িতে যাচ্ছিলাম । সেই সময়ে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী ভোট প্রচারে যেতে বাধা দেয় । এরপর ধাক্কাধাক্কি করে । এখানে গণতন্ত্র বলে কিছু নেই ।" যদিও বামন হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা দীপক ভট্টাচার্য বলেন, "এর আগেও ভোটে জিতে দিনহাটার মানুষকে প্রতারিত করেছেন বিজেপির নিশীথ প্রামাণিক । এবার আবার নতুন করে অশোক মণ্ডল ভোটে দাঁড়িয়েছেন । এদিন তাঁরা ভোট প্রচারে এলে সাধারণ মানুষ তাঁদের কাছে জানতে চাইলে, তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেন বিজেপি প্রার্থী । এরপরেই তাঁকে ঘিরে সবাই বিক্ষোভ দেখায় ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.