কোচবিহার, 22 মার্চ : সদ্য বহিষ্কৃত তৃণমূল যুব নেতা নিশীথ প্রামাণিককে কোচবিহার আসনে টিকিট দিয়েছে BJP। এরপরই ক্ষোভপ্রকাশ করেছে দলের একাংশ।
গতকাল রাজ্যের ২৮টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে BJP। কোচবিহারে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় নিশীথ প্রামাণিকের নাম। কিন্তু, এর আগেই প্রার্থী তালিকায় তাঁর নাম থাকতে পারে, এই আভাস পেয়ে গতকাল সকাল থেকেই এলাকায় বিক্ষোভ শুরু হয়। টাঙানো হয় ফ্লেক্সও। ABN শীল কলেজের গেটে ওই ফ্লেক্সে লেখা ছিল, "BJP-র নামে দিনহাটার স্মাগলারকে একটি ভোটও নয়। হয় ভালো প্রার্থী নয় NOTA।" পরে তা খুলে নেওয়া হয়।
এরপর প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হওয়ার পরই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বেশ কয়েকজন BJP কর্মী। এক্ষেত্রে কর্মীদের বক্তব্য, দলে অনেক ভালো নেতা ছিল। তাদের প্রার্থী না করে কিছুদিন আগে দলে যোগ দেওয়া তৃণমুল নেতাকে প্রার্থী করায় তারা হতাশ। এই প্রার্থীকে তাঁরা মানবেন না। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি BJP-র কোচবিহার জেলা নেতৃত্ব। নিশীথ প্রামাণিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও পাওয়া যায়নি।