ETV Bharat / state

Panchayat Elections 2023: রক্তে ভাসছে বুথ ! কোচবিহারে বিজেপি পোলিং এজেন্টকে গুলি করে খুন - নির্বাচন

নির্বাচন শুরু হতেই একের পর এক হিংসার বলির খবর জেলায় জেলায় ৷ কোচবিহারে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুনের অভিযোগ উঠল ৷

ayat Elections 2023
বিজেপি পোলিং এজেন্টকে গুলি করে খুন
author img

By

Published : Jul 8, 2023, 11:46 AM IST

Updated : Jul 8, 2023, 11:58 AM IST

বিজেপি পোলিং এজেন্টকে গুলি করে খুন

কোচবিহার, 8 জুলাই: কোচবিহারে গুলি করে খুন করা হল বিজেপির পোলিং এজেন্টকে ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই রক্ত ঝরছে বাংলায় । চারিদিকে হিংসার ঘটনা সামনে এসেছে । শনিবার পঞ্চায়েত নির্বাচন শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা । এ বার তাতে নাম জুড়ল কোচবিহারেরও ৷ সেখানকার এক বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ কোচবিহারের দক্ষিণ বিধানসভা ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট 4/38 নম্বর বুথে বোমাবাজিরও অভিযোগ উঠেছে । মহাদেব বিশ্বাস নামে বিজেপির এক এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় বঙ্গ বিজেপির তরফ থেকে টুইট করা হয়েছে ৷ সেই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও টুইট করেছেন ৷ শুক্রবার গভীর রাত থেকেই কোচবিহার জেলার নানা জায়গা থেকে অশান্তির খবর মিলেছিল । তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাটবলগার 68 নম্বর বুথে কাজ সেরে ফিরছিলেন 2 তৃণমূল কর্মী । অভিযোগ, রাতের অন্ধকারে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন গণেশ দাস ও কানু দাস নামে দু'জন ।

ঘটনাস্থলেই মৃত্যু হয় গণেশের । আলিপুরদুয়ারের কামাক্ষাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কানু দাসকে । এরপর শনিবার সকালে ফলিমারিতে বিজেপি এজেন্টের মৃত্যু হল । অন্যদিকে, ফলিমারির 4/38 বুথে বোমার আঘাতে সিপিএম প্রার্থী অনিতা অধিকারী গুরুতর আহত হয়েছেন বলে খবর । তাঁকে কোচবিহারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পাশাপাশি মাথাভাঙা 1 নম্বর ব্লকেও অশান্তি, ভাঙচুরের অভিযোগ । বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের 5/66 নম্বর বুথে বিজেপির প্রার্থী, এজেন্ট-সহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

এখানকার বাসিন্দা, জেলা পরিষদের বিজেপি প্রার্থী পিঙ্কি বর্মনের অভিযোগ, সারারাত ধরেই এলাকার বাড়িগুলিতে ভাঙচুর হয়েছে । হাত-পা ভাঙা হয়েছে এক মহিলার । আতঙ্কিত এলাকাবাসী । পুলিশকে ফোন করেও কোনও সুরাহা হয়নি । এখানে কেন্দ্রীয় বাহিনী নেই । ভোট আদৌ কীভাবে হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে জানাচ্ছেন বিজেপি প্রার্থী।

আরও পড়ুন: ফের রক্তাক্ত পঞ্চায়েত ভোট! মানিকচকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু

বিজেপি পোলিং এজেন্টকে গুলি করে খুন

কোচবিহার, 8 জুলাই: কোচবিহারে গুলি করে খুন করা হল বিজেপির পোলিং এজেন্টকে ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই রক্ত ঝরছে বাংলায় । চারিদিকে হিংসার ঘটনা সামনে এসেছে । শনিবার পঞ্চায়েত নির্বাচন শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা । এ বার তাতে নাম জুড়ল কোচবিহারেরও ৷ সেখানকার এক বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ কোচবিহারের দক্ষিণ বিধানসভা ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট 4/38 নম্বর বুথে বোমাবাজিরও অভিযোগ উঠেছে । মহাদেব বিশ্বাস নামে বিজেপির এক এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় বঙ্গ বিজেপির তরফ থেকে টুইট করা হয়েছে ৷ সেই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও টুইট করেছেন ৷ শুক্রবার গভীর রাত থেকেই কোচবিহার জেলার নানা জায়গা থেকে অশান্তির খবর মিলেছিল । তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাটবলগার 68 নম্বর বুথে কাজ সেরে ফিরছিলেন 2 তৃণমূল কর্মী । অভিযোগ, রাতের অন্ধকারে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন গণেশ দাস ও কানু দাস নামে দু'জন ।

ঘটনাস্থলেই মৃত্যু হয় গণেশের । আলিপুরদুয়ারের কামাক্ষাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কানু দাসকে । এরপর শনিবার সকালে ফলিমারিতে বিজেপি এজেন্টের মৃত্যু হল । অন্যদিকে, ফলিমারির 4/38 বুথে বোমার আঘাতে সিপিএম প্রার্থী অনিতা অধিকারী গুরুতর আহত হয়েছেন বলে খবর । তাঁকে কোচবিহারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পাশাপাশি মাথাভাঙা 1 নম্বর ব্লকেও অশান্তি, ভাঙচুরের অভিযোগ । বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের 5/66 নম্বর বুথে বিজেপির প্রার্থী, এজেন্ট-সহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

এখানকার বাসিন্দা, জেলা পরিষদের বিজেপি প্রার্থী পিঙ্কি বর্মনের অভিযোগ, সারারাত ধরেই এলাকার বাড়িগুলিতে ভাঙচুর হয়েছে । হাত-পা ভাঙা হয়েছে এক মহিলার । আতঙ্কিত এলাকাবাসী । পুলিশকে ফোন করেও কোনও সুরাহা হয়নি । এখানে কেন্দ্রীয় বাহিনী নেই । ভোট আদৌ কীভাবে হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে জানাচ্ছেন বিজেপি প্রার্থী।

আরও পড়ুন: ফের রক্তাক্ত পঞ্চায়েত ভোট! মানিকচকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু

Last Updated : Jul 8, 2023, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.