ETV Bharat / state

শীতলকুচি পরিদর্শনে ডিআইজি এবং কোচবিহারের বিশেষ পুলিশ পর্যবেক্ষক - শীতলকুচি গুলিকাণ্ড

এদিন ঘটনাস্থল ঘুরে দেখে সংশ্লিষ্ট বুথের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন কোচবিহারের বিশেষ পুলিশ পর্যবেক্ষক । ঘটনাস্থল ঘুরে দেখতে আসেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ই আনাপ্পাও ৷

কী বললেন উত্তরবঙ্গের ডিআইজি এবং কোচবিহারের বিশেষ পুলিশ পর্যবেক্ষক
কী বললেন উত্তরবঙ্গের ডিআইজি এবং কোচবিহারের বিশেষ পুলিশ পর্যবেক্ষক
author img

By

Published : Apr 10, 2021, 4:58 PM IST

শীতলকুচি, 10 এপ্রিল : আত্মরক্ষার কারণেই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী । প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে শীতলকুচি গুলিকাণ্ডে ৷ এলাকা পরিদর্শনের পর একথা জানালেন পুলিশের জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ই আনাপ্পা । অপরদিকে, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের আমতলী মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ঘটনার পর ঘটনাস্থলে আসেন কোচবিহারের বিশেষ পুলিশ পর্যবেক্ষক মাদিরেড্ডি প্রতাপ ।

এদিন ঘটনাস্থল ঘুরে দেখে সংশ্লিষ্ট বুথের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে বলেন কোচবিহারের বিশেষ পুলিশ পর্যবেক্ষক । এরপর তিনি সাংবাদিকদের জানান, কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতেই এসেছেন তিনি ৷ বিস্তারিত রিপোর্ট কমিশনকে জানানো হবে বলে জানানো হয় । পাশাপাশি তিনি এও জানান যে, এই বুথে পুনর্নির্বাচন হবে ।

কী বললেন উত্তরবঙ্গের ডিআইজি এবং কোচবিহারের বিশেষ পুলিশ পর্যবেক্ষক

আরও পড়ুন : কাল শীতলকুচিতে মমতা, ব্লকে ব্লকে হবে প্রতিবাদ মিছিল

অপরদিকে, গুলিকাণ্ডের পর সেই বুথ পরিদর্শনে এসে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ই আনাপ্পা বলেন, ‘‘এই বুথের বাইরে একটি ছোট ছেলে অসুস্থ হয়ে পড়েছিল । তাকে কিছু লোক জল দিচ্ছিল । সেই সময় কুইক রেসপন্স টিমের সদস্যরা সেখানে যায় ৷ তখন একটা গুজব রটিয়ে দেওয়া হয়, কুইক রেসপন্স টিমের সদস্যরা ওই ছেলেটাকে মারধর করেছে । এরপরই ছড়ায় উত্তেজনা ৷ জনতা ছুটে এলে জনতার সঙ্গে ঝামেলা বেধে যায় । পরবর্তীতে গুলি চলে । প্রাণ হারান 4 জন গ্রামবাসী ৷ ’’

শীতলকুচি, 10 এপ্রিল : আত্মরক্ষার কারণেই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী । প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে শীতলকুচি গুলিকাণ্ডে ৷ এলাকা পরিদর্শনের পর একথা জানালেন পুলিশের জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ই আনাপ্পা । অপরদিকে, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের আমতলী মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ঘটনার পর ঘটনাস্থলে আসেন কোচবিহারের বিশেষ পুলিশ পর্যবেক্ষক মাদিরেড্ডি প্রতাপ ।

এদিন ঘটনাস্থল ঘুরে দেখে সংশ্লিষ্ট বুথের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে বলেন কোচবিহারের বিশেষ পুলিশ পর্যবেক্ষক । এরপর তিনি সাংবাদিকদের জানান, কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতেই এসেছেন তিনি ৷ বিস্তারিত রিপোর্ট কমিশনকে জানানো হবে বলে জানানো হয় । পাশাপাশি তিনি এও জানান যে, এই বুথে পুনর্নির্বাচন হবে ।

কী বললেন উত্তরবঙ্গের ডিআইজি এবং কোচবিহারের বিশেষ পুলিশ পর্যবেক্ষক

আরও পড়ুন : কাল শীতলকুচিতে মমতা, ব্লকে ব্লকে হবে প্রতিবাদ মিছিল

অপরদিকে, গুলিকাণ্ডের পর সেই বুথ পরিদর্শনে এসে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ই আনাপ্পা বলেন, ‘‘এই বুথের বাইরে একটি ছোট ছেলে অসুস্থ হয়ে পড়েছিল । তাকে কিছু লোক জল দিচ্ছিল । সেই সময় কুইক রেসপন্স টিমের সদস্যরা সেখানে যায় ৷ তখন একটা গুজব রটিয়ে দেওয়া হয়, কুইক রেসপন্স টিমের সদস্যরা ওই ছেলেটাকে মারধর করেছে । এরপরই ছড়ায় উত্তেজনা ৷ জনতা ছুটে এলে জনতার সঙ্গে ঝামেলা বেধে যায় । পরবর্তীতে গুলি চলে । প্রাণ হারান 4 জন গ্রামবাসী ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.