কোচবিহার, 25 মার্চ: অমিত সরকারের খুনিদের শাস্তি চাই । বৃহস্পতিবার মৃত বিজেপি কর্মী অমিত সরকারের বাড়িতে এসে এমনই দাবি করলেন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী ।
এদিন দুপুর তিনটে নাগাদ কৈলাশ বিজয়বর্গীয় ও দীনেশ ত্রিবেদী বিজেপি কর্মী অমিত সরকারের দিনহাটার বাড়িতে আসেন । তাঁরা মৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। বুধবার সকালে দিনহাটা শহরের পশু হাসপাতালের বারান্দা থেকে বিজেপি নেতা অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । দিনহাটা শহরের বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন তিনি ৷ এরপরেই দলের নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দিনহাটা । দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে । স্থানীয় বিজেপি নেতা আনোয়ার হোসেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহর দিকে অভিযোগের আঙুল তোলেন ৷ সিবিআই তদন্তের দাবি তুলেছেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ৷ এদিকে, আজই কমিশনের নির্দেশে কোচবিহারের পুলিশ সুপার বদল হয়েছে ৷ যার সঙ্গে বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার যোগ রয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল ৷
আরও পড়ুন: বিজেপি নেতার মৃত্যুর জেরেই কি কোচবিহারের পুলিশ সুপার বদল !
বৃহস্পতিবার দীনেশ ত্রিবেদী বলেন, ‘‘মৃত বিজেপি কর্মীর স্ত্রী ও ছোটো ছেলে রয়েছে । যেভাবে খুন করা হয়েছে মানা যায় না । পরিবারে সকলেই ভেঙে পড়েছেন । সান্ত্বনা দেওয়ার ভাষা নেই ৷ এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি চাই ।’’