কোচবিহার, 3 মার্চ: জেলায় একজন সাংসদ রয়েছেন । তিনি আবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী । রয়েছেন 6 জন বিধায়ক । তবুও পৌরসভার নির্বাচনে কোচবিহার জেলায় বিজেপি-র ঝুলি শূন্য (Bengal civic polls Result 2022)।
বুধবার কোচবিহার (Coochbihar news) জেলার 5টি পৌরসভার 64টি আসনে ভোট গণনা হয় । তার মধ্যে একটি আসনও পায়নি বিজেপি (BJP in Coochbihar)। বামেরা কোচবিহার পৌরসভার 2টি আসন এবং নির্দল 3টি আসনে জয়ী হয়েছে । আর এতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি বিজেপি-র সংগঠন কোচবিহারের শহরগুলোতে একেবারে তলানিতে । যদিও বিজেপি নেতৃত্বের দাবি, কোচবিহারে সন্ত্রাসের আবহে পৌরভোট হয়েছে । কাজেই ফল খারাপ হবে এটা আগে ভাগেই জানা ছিল ।
কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ রয়েছে বিজেপির । জেলার মাথাভাঙা, শীতলকুচি, নাটাবাড়ি, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ ও তুফানগঞ্জে বিজেপি-র বিধায়ক রয়েছেন । অথচ জেলার 6টি পৌরসভার 80টি আসনে বিজেপি খাতা খুলতে পারেনি । আগেই দিনহাটা পৌরসভা বিরোধীশূন্য হয়েছে । বাকি 5টি পৌরসভার নির্বাচনের এক পরিস্থিতি ।
আরও পড়ুন: Civic Polls Result 2022: বর্ধমানে 6টি পৌরসভাতেই জয়ী তৃণমূল, তিনটি বিরোধী শূন্য
বুধবার ফল গণনা শেষে দেখা যায়, জেলার 64টি আসনের মধ্যে তৃণমুল 59টি, নির্দল 3টি ও বামেরা 2টি আসনে জয়ী হয়েছে । অপরদিকে বিজেপির ঝুলিতে শূন্য । বিজেপির এই খারাপ ফলে ক্ষোভ ছড়িয়েছে দলের অন্দরেও ।
গোটা বিষয়টি নিয়ে প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, "এটা হবে আগেই জানা ছিল । মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট দিয়েছেন ।"
অপরদিকে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "সন্ত্রাসের আবহে ভোট হয়েছে । তবুও কয়েকটি আসনে আমাদের জেতার আশা ছিল ।"
আরও পড়ুন: Bengal Civic Poll Results 2022 : বাংলার পৌরভোটে বিরোধীদের পিছনে ফেলে সেঞ্চুরি নির্দল প্রার্থীদের