কোচবিহার,14 এপ্রিল: কোরোনা সংক্রমণ মোকাবিলায় লকডাউন চলছে । যে কোনও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে । সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে সকলকে । তাই বেশিরভাগ ধর্মীয় স্থানই বন্ধ করে দেওয়া হয়েছে । জমায়েত হতে পারে এমন অনুষ্ঠানও বাতিল করা হচ্ছে । এবার বন্ধ রাখা হল কোচবিহারের মেখলিগঞ্জের জামালদার বৈশাখি মেলাও । প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন এখানে এই মেলা অনুষ্ঠিত হয় ।
প্রত্যেক বছর আজকের দিনে ভোর থেকে বিকাল পর্যন্ত চলে সুটঙ্গা নদীর উত্তরমুখী স্রোতে পুণ্যস্নান । প্রায় পঞ্চাশ হাজারের বেশি পুণ্যার্থী আসেন স্নানের জন্য ৷ তাঁদের বিশ্বাস, বছরের প্রথম দিনে সুটুঙ্গা নদীর উত্তরমুখী স্রোতের জলে স্নান করে দেবদেবীদের প্রণাম করলে জীবন মঙ্গলময় হয় ও শান্তি আসে । কিন্তু এবার কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে মন্দিরের গেট । বন্ধ থাকছে নদীর ঘাটও ৷
মেলা কমিটির কাছে প্রশাসনের তরফে আগাম সতর্কবার্তা পৌঁছে গেছিল ৷ বৈশাখি মেলা কমিটির তরফে সরেন বর্মণ ,হরেন বর্মণরা জানিয়েছেন, "কোরোনা সংক্রমণের কারণেই এই সিদ্ধান্ত । যাতে কেউ আতঙ্কিত হয়ে না পড়েন বা সংক্রমিত না হন সেই কারণেই এবারে মেলা বন্ধ রাখা হয়েছে ।" স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদেস্য বীরেন রায় জানান, "এবার বৈশাখি মেলা বন্ধ রাখা হয়েছে । পুণ্যস্নানের জন্য যাতে কেউ জমায়েত না করেন সেই জন্য সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে । সব দিক বিবেচনা করেই বন্ধ রাখা হয়েছে এবারের মেলা ।" ৷