ETV Bharat / state

বেহাল পৌর পরিষেবা, প্রতিবাদে পথ অবরোধ কোচবিহারে - পথ অবরোধ কোচবিহার শহরে

রাস্তাঘাট, পানীয় জল, আলো ও নিকাশি ব্যবস্থা-সহ একাধিক দাবিতে কোচবিহার পৌর এলাকার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চাকির মোড় অবরোধ করেন৷ পরিষেবা না মিললে পৌর ভোট বয়কটেরও হুঁশিয়ারি দেন তাঁরা।

road blocked in Cooch Behar
কোচবিহার শহরে
author img

By

Published : Mar 11, 2020, 6:30 PM IST

কোচবিহার, 11 মার্চ : পৌরসভার বেহাল পরিষেবার অভিযোগ তুলে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বুধবার সকালে কোচবিহার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চাকির মোড় এলাকায় অবরোধ করেন। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, পানীয় জলের অভাব, রাস্তায় আলোর ব্য়বস্থা নেই৷ এছাড়াও উপযুক্ত নিকাশি ব্যবস্থার না থাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে। তাঁরা অভিযোগ করেন, এর আগেও পানীয় জলের সংকট-সহ অন্যান্য দাবিতে পথে নামা হয়েছে৷ সেবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছু হয়নি।

12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানি দাস, পূজা দে-রা বলেন, "একাধিকবার ওয়ার্ডের সমস্যা নিয়ে পৌরপ্রধান ভূষণ সিং-এর সঙ্গে যোগাযোগ করেছি। কাজ হয়নি।" এলাকাবাসীদের অভিযোগ, পৌরসভার অন্য ওয়ার্ডগুলি থেকে 12 নম্বর ওয়ার্ডকে আলাদা করা হচ্ছে। বৈমাত্রেয়সুলভ আচরণ করা হচ্ছে এই ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে৷

পরিষেবা না মিললে পৌর ভোট বয়কটেরও হুঁশিয়ারি

এদিকে 12 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন, সেই রেবা কুণ্ডু কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সনও বটে। চেয়ারপার্সন থাকাকালীন তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর থেকেই রেবাদেবী এলাকায় এবং পৌরসভায় আসেন না। সেই কারণেই পৌর পরিষেবা থেকে তাঁদের ওয়ার্ড বঞ্চিত বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠায় রেবা কুন্ডুকে পৌরপ্রধানের দায়িত্ব থেকে সরিয়েই পৌরপ্রধান করা হয় ভূষণ সিংকে।

চাকির মোড় এলাকায় আজকের অবরোধের কারণে কোচবিহার-দিনহাটা ও কোচবিহার-মাথাভাঙা রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে কোতোয়ালি থানার পুলিশ ৷ বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। অবিলম্বে পৌর পরিষেবাগুলি চালু না হলে পৌর ভোট বয়কট করবেন বলেও হুঁশিয়ারি দেন বাসিন্দারা।

কোচবিহারের পৌরপ্রধান ভূষণ সিং বলেন, "অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

কোচবিহার, 11 মার্চ : পৌরসভার বেহাল পরিষেবার অভিযোগ তুলে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বুধবার সকালে কোচবিহার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চাকির মোড় এলাকায় অবরোধ করেন। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, পানীয় জলের অভাব, রাস্তায় আলোর ব্য়বস্থা নেই৷ এছাড়াও উপযুক্ত নিকাশি ব্যবস্থার না থাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে। তাঁরা অভিযোগ করেন, এর আগেও পানীয় জলের সংকট-সহ অন্যান্য দাবিতে পথে নামা হয়েছে৷ সেবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছু হয়নি।

12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানি দাস, পূজা দে-রা বলেন, "একাধিকবার ওয়ার্ডের সমস্যা নিয়ে পৌরপ্রধান ভূষণ সিং-এর সঙ্গে যোগাযোগ করেছি। কাজ হয়নি।" এলাকাবাসীদের অভিযোগ, পৌরসভার অন্য ওয়ার্ডগুলি থেকে 12 নম্বর ওয়ার্ডকে আলাদা করা হচ্ছে। বৈমাত্রেয়সুলভ আচরণ করা হচ্ছে এই ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে৷

পরিষেবা না মিললে পৌর ভোট বয়কটেরও হুঁশিয়ারি

এদিকে 12 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন, সেই রেবা কুণ্ডু কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সনও বটে। চেয়ারপার্সন থাকাকালীন তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর থেকেই রেবাদেবী এলাকায় এবং পৌরসভায় আসেন না। সেই কারণেই পৌর পরিষেবা থেকে তাঁদের ওয়ার্ড বঞ্চিত বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠায় রেবা কুন্ডুকে পৌরপ্রধানের দায়িত্ব থেকে সরিয়েই পৌরপ্রধান করা হয় ভূষণ সিংকে।

চাকির মোড় এলাকায় আজকের অবরোধের কারণে কোচবিহার-দিনহাটা ও কোচবিহার-মাথাভাঙা রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে কোতোয়ালি থানার পুলিশ ৷ বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। অবিলম্বে পৌর পরিষেবাগুলি চালু না হলে পৌর ভোট বয়কট করবেন বলেও হুঁশিয়ারি দেন বাসিন্দারা।

কোচবিহারের পৌরপ্রধান ভূষণ সিং বলেন, "অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.