ETV Bharat / state

''ভাঙ্গা ঘরে রাঙা বউ,'' গণপিটুনি রুখতে যাত্রা হাতিয়ার পুলিশের

গণপিটুনি রুখতে এবার যাত্রা । যাত্রার নাম 'ভাঙ্গা ঘরে রাঙা বউ'। যাত্রাপালার মধ্যে দিয়ে গ্রামের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কোচবিহার জেলা পুলিশের তরফে সম্প্রতি জিরানপুর থেকে এই কর্মসূচি শুরু হয়েছে ।

awareness campaign
গণপিটুনি রুখতে এবার পুলিশের যাত্রা
author img

By

Published : Jan 5, 2020, 12:35 PM IST

কোচবিহার, 5 জানুয়ারি : দেশজুড়ে বেড়েছে গণপিটুনি ৷ গণপিটুনির ঘটনায় পিছিয়ে নেই রাজ্যও ৷ উত্তরের জেলায় একের পর এক ঘটনা সামনে এসেছে ৷ তাই গণপিটুনি রুখতে এবার পুলিশের হাতিয়ার যাত্রা । যাত্রাপালার মধ্যে দিয়ে গ্রামের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কোচবিহার জেলা পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে । সম্প্রতি কোচবিহারের জিরানপুর থেকে এই কর্মসূচি শুরু হয় । আগামী একমাস ধরে জেলার বিভিন্ন এলাকায় যাত্রাপালা পরিবেশনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হবে ।

গত কয়েক মাসে গুজবের জেরে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটেছে । দিনহাটায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে । কোচবিহারের চান্দামারিতে সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারে স্থানীয়রা । কিছুদিন আগে গরু চোর সন্দেহে কোচবিহার কোতোয়ালি থানার পুঁটিমারি-ফুলেশ্বরী গ্রামে 2 জনকে পিটিয়ে মারা হয় । এছাড়া মাঝেমধ্যেই কখনও ছেলেধরা, কখনও গরু চোর সন্দেহে গুজবের জেরে মারধরের ঘটনা ঘটছে । এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে কোচবিহার জেলা পুলিশ । কলকাতার একটি যাত্রা দলের সাহায্যে জেলার 46টি গ্রাম পঞ্চায়েতের 97টি এলাকায় যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে । যাত্রার নাম দেওয়া হয়েছে 'ভাঙ্গা ঘরে রাঙা বউ'। গণপিটুনির পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, গুজবে কান দিয়ে সাধারণ মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেন সে বিষয়ে সচেতন করা হচ্ছে এই যাত্রার মাধ্যমে ।

কোচবিহার জেলা পুলিশ সুপার ডা. সন্তোষ নিম্বলকর বলেন, যাত্রা উত্তরবঙ্গের মানুষের কাছে জনপ্রিয় । তাই গণপিটুনি রুখতে যাত্রার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে । যাত্রার মুখ্য অভিনেত্রী চন্দ্রাণী মুখোপাধ্যায় বলেন, "জেলা পুলিশের তরফে সচেতনতা বাড়াতে আমাদের এই যাত্রার দায়িত্ব দেওয়া হয়েছে । আশা করি, সকলের ভালো লাগবে ।"

কোচবিহার, 5 জানুয়ারি : দেশজুড়ে বেড়েছে গণপিটুনি ৷ গণপিটুনির ঘটনায় পিছিয়ে নেই রাজ্যও ৷ উত্তরের জেলায় একের পর এক ঘটনা সামনে এসেছে ৷ তাই গণপিটুনি রুখতে এবার পুলিশের হাতিয়ার যাত্রা । যাত্রাপালার মধ্যে দিয়ে গ্রামের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কোচবিহার জেলা পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে । সম্প্রতি কোচবিহারের জিরানপুর থেকে এই কর্মসূচি শুরু হয় । আগামী একমাস ধরে জেলার বিভিন্ন এলাকায় যাত্রাপালা পরিবেশনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হবে ।

গত কয়েক মাসে গুজবের জেরে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটেছে । দিনহাটায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে । কোচবিহারের চান্দামারিতে সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারে স্থানীয়রা । কিছুদিন আগে গরু চোর সন্দেহে কোচবিহার কোতোয়ালি থানার পুঁটিমারি-ফুলেশ্বরী গ্রামে 2 জনকে পিটিয়ে মারা হয় । এছাড়া মাঝেমধ্যেই কখনও ছেলেধরা, কখনও গরু চোর সন্দেহে গুজবের জেরে মারধরের ঘটনা ঘটছে । এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে কোচবিহার জেলা পুলিশ । কলকাতার একটি যাত্রা দলের সাহায্যে জেলার 46টি গ্রাম পঞ্চায়েতের 97টি এলাকায় যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে । যাত্রার নাম দেওয়া হয়েছে 'ভাঙ্গা ঘরে রাঙা বউ'। গণপিটুনির পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, গুজবে কান দিয়ে সাধারণ মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেন সে বিষয়ে সচেতন করা হচ্ছে এই যাত্রার মাধ্যমে ।

কোচবিহার জেলা পুলিশ সুপার ডা. সন্তোষ নিম্বলকর বলেন, যাত্রা উত্তরবঙ্গের মানুষের কাছে জনপ্রিয় । তাই গণপিটুনি রুখতে যাত্রার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে । যাত্রার মুখ্য অভিনেত্রী চন্দ্রাণী মুখোপাধ্যায় বলেন, "জেলা পুলিশের তরফে সচেতনতা বাড়াতে আমাদের এই যাত্রার দায়িত্ব দেওয়া হয়েছে । আশা করি, সকলের ভালো লাগবে ।"

Intro:
কোচবিহার ঃ গণপিটুনি রুখতে যাত্রা কে হাতিয়ার করল পুলিশ। যাত্রাপালার মধ্যে দিয়ে গ্রামের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কোচবিহার জেলা পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি কোচবিহারের জিরানপুর থেকে এই কর্মসূচি শুরু হয়। আগামী একমাস ধরে জেলার বিভিন্ন এলাকায় যাত্রাপালা পরিবেশনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হবে।

গত কয়েক মাসে গুজবের জেরে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটেছে। দিনহাটা তে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। কোচবিহারের চান্দামারীতে সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারে স্থানীয়রা। কিছুদিন আগে গরুচোর সন্দেহে কোচবিহার কোতয়ালি থানার পুটিমারী - ফুলেশ্বরী গ্রামে ২ জনকে পিটিয়ে মারা হয়। এছাড়া মাঝেমধ্যেই কখনো ছেলে ধরা, কখনো গরু চোর সন্দেহে গুজবের জেরে মারধরের ঘটনা ঘটছে। যে কোনো ঘটনা ঘটলেই মানুষ গুজবে কান দিচ্ছে। আর এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছেন কোচবিহার জেলা পুলিশ। কলকাতার একটি যাত্রা দলকে দিয়ে জেলার ৪৬টি গ্রাম পঞ্চায়েতের ৯৭টি এলাকায় যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রার নাম দেওয়া হয়েছে "ভাঙ্গা ঘরে রাঙা বউ"। গণপিটুনির পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, গুজবে সাধারণ মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেবিষয়ে সচেতন করা হচ্ছে এই যাত্রার মাধ্যমে।

কোচবিহার জেলা পুলিশ সুপার ডাঃ সন্তোষ নিম্বলকর বলেন, যাত্রা উত্তরবঙ্গের মানুষের কাছে জনপ্রিয়। তাই গণপিটুনি রুখতে যাত্রার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রার মুখ্য অভিনেত্রী চন্দ্রানী মুখার্জি বলেন, জেলা পুলিশের তরফে সচেতনতা বাড়াতে আমাদের এই যাত্রার দায়িত্ব দেওয়া হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।# শুভঙ্কর সাহা। Body:wb_crb_01_police_awareness _jatra_vis_7205341Conclusion:wb_crb_01_police_awareness _jatra_vis_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.