ETV Bharat / state

দিনহাটার যৌনপল্লি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার 3 - কোচবিহারের খবর

কোচবিহারের দিনহাটার যৌনপল্লি থেকে উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র । গ্রেফতার করা হয়েছে তিনজনকে । সোমবার রাতে এক যৌনকর্মীর বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করা হয় ।

arms recovered from dinhata, 3 arrested
দিনহাটার যৌনপল্লি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার 3
author img

By

Published : Feb 23, 2021, 2:14 PM IST

Updated : Feb 23, 2021, 2:50 PM IST

কোচবিহার, 23 ফেব্রুয়ারি: ফের অস্ত্র উদ্ধার কোচবিহারে। এ বার ঘটনাস্থল দিনহাটার যৌনপল্লি । গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার যৌনপল্লি থেকে অস্ত্র-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ ।

সোমবার রাতে শহরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যৌনকর্মীর বাড়ি থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয় । এরা হল আশরাফুল হক, সঞ্জয় সেন রিপন হোসেন । এদের মধ্যে আশরাফুল হকের বাড়ি গীতালদহের ভোরাম এলাকায় । সঞ্জয় সেনের বাড়ি দিনহাটা দুই ব্লকের কুর্শাহাট এলাকায় এবং অন্যজনের বাড়ি ব্লকের থরাইখানা গ্রামে । এদের কাছ থেকে একটি সেমি অটোমেটিক পিস্তল, 7.65 এমএম গুলি এবং 120 পি যুবা ট্যাবলেট পাওয়া যায় । বিধানসভা ভোটের মুখে এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন: ভোটের মুখে ফের মালদায় উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে কোচবিহার জেলাজুড়ে প্রচুর অস্ত্রের ব্যবহার হয় । পরবর্তীতে পুলিশ অভিযানে নামলে একাধিক চক্র গ্রেফতার হয়। এরপরেও বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই অস্ত্র উদ্ধার বাড়ছে । সোমবার রাতে দিনহাটা থানার পুলিশ খবর পায় একদল দুস্কৃতী দিনহাটার যৌনপল্লিতে জড়ো হয়েছে । এরপরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে বেশকিছু ইয়াবা ট্যাবলেটও উদ্ধার হয়েছে । দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে এসেছিল, তা নিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

কোচবিহার, 23 ফেব্রুয়ারি: ফের অস্ত্র উদ্ধার কোচবিহারে। এ বার ঘটনাস্থল দিনহাটার যৌনপল্লি । গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার যৌনপল্লি থেকে অস্ত্র-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ ।

সোমবার রাতে শহরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যৌনকর্মীর বাড়ি থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয় । এরা হল আশরাফুল হক, সঞ্জয় সেন রিপন হোসেন । এদের মধ্যে আশরাফুল হকের বাড়ি গীতালদহের ভোরাম এলাকায় । সঞ্জয় সেনের বাড়ি দিনহাটা দুই ব্লকের কুর্শাহাট এলাকায় এবং অন্যজনের বাড়ি ব্লকের থরাইখানা গ্রামে । এদের কাছ থেকে একটি সেমি অটোমেটিক পিস্তল, 7.65 এমএম গুলি এবং 120 পি যুবা ট্যাবলেট পাওয়া যায় । বিধানসভা ভোটের মুখে এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন: ভোটের মুখে ফের মালদায় উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে কোচবিহার জেলাজুড়ে প্রচুর অস্ত্রের ব্যবহার হয় । পরবর্তীতে পুলিশ অভিযানে নামলে একাধিক চক্র গ্রেফতার হয়। এরপরেও বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই অস্ত্র উদ্ধার বাড়ছে । সোমবার রাতে দিনহাটা থানার পুলিশ খবর পায় একদল দুস্কৃতী দিনহাটার যৌনপল্লিতে জড়ো হয়েছে । এরপরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে বেশকিছু ইয়াবা ট্যাবলেটও উদ্ধার হয়েছে । দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে এসেছিল, তা নিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Last Updated : Feb 23, 2021, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.