কোচবিহার , 12 এপ্রিল : শতবর্ষ প্রাচীন মাসান পুজো হল ৷ তবে কোরোনার জেরে হল না একমাসব্যাপী মেলা ৷ কোচবিহারের মাসান পাটের এই পুজো কয়েকশ বছর পুরোনো । তাই জমায়েত এড়াতে পুজো কমিটির তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছেন । একমাস ব্যাপী পুজোয় যাতে খুব কম সংখ্যক ভক্ত আসে, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা । তবুও শেষমেশ পুজো করা যাবে কি না তা নিয়েও সন্দিহান উদ্যোক্তারা ।
রাজবংশীদের স্থানীয় দেবতা মাসান । কোচবিহারের দিনহাটায় রয়েছে মাসানপাট । রয়েছে দেবতার মন্দির । সারা বছর ভক্তরা পুজো দিলেও বৈশাখের আগে সংক্রান্তির দিন মূল পুজো হয়ে থাকে । তার আগে গোটা বৈশাখ মাস ধরে চলে বিশেষ পুজো ও মেলা । জেলার বিভিন্ন প্রান্ত থেকে এইসময় হাজার হাজার ভক্ত হাজির হয় পুজো দিতে । এছাড়াও বৃহস্পতিবার বাদে প্রতিদিন পায়রা ও পাঠা বলি দেওয়া হয় । কিন্তু বর্তমানে কোরোনার জেরে গোটা দেশে চলছে লকডাউন । যে কোনও ধর্মীয় স্থানে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার । এই পরিস্থিতিতে কোচবিহারের মাসান পাটে পুজো করার সিদ্ধান্ত নিলেও মেলার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন উদ্যোক্তারা ।
পুজো কমিটির কর্মকর্তা রণজিৎ বর্মন বলেন, " এই পরিস্থিতিতে পুজো করার সিদ্ধান্ত নিলেও মেলা হচ্ছে না । পুজোতেও যাতে ভক্ত একদম কম আসে , সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে । "