কোচবিহার:11 নভেম্বর: স্ত্রীর সহযোগিতায় ও উপস্থিতিতে বাড়িতে ডেকে এনে হাত-মুখ বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে (Allegation of Rape of Neighbor with Help of Wife) । ঘটনার কথা যাতে কেউ জানতে না পারে এজন্য লাগাতার হুমকি দিতে থাকে অভিযুক্ত যুবক ৷ তবে দেরিতে হলেও পুলিশের দ্বারস্থ হন ওই নির্যাতিতা গৃহবধূ । ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে ৷
নির্যাতিতা ওই গৃহবধূর অভিযোগ, 5 নভেম্বর তাঁদের গ্রামের ধান চাষের জমি দেখে বাড়ি ফেরার পথে অভিযুক্ত যুবকের স্ত্রী তাঁকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় ৷ এরপর অভিযুক্ত যুবক তাঁকে জোর করে ঘরের মধ্যে নিয়ে যায় এবং হাত-পা-মুখ বেঁধে তাঁকে ধর্ষণ করে । তাঁর আরও অভিযোগ, অভিযুক্ত যুবকের স্ত্রী এই ঘটনার প্রতিবাদ না করে স্বামীকে সাহায্য করেছে ।
আরও পড়ুন: ধর্ষণের বিচার চাইতে গিয়ে কাউন্সিলরের অফিসে ফের গণধর্ষিতা তরুণী
এরপর নির্যাতিতা ওইবধূকে ঘটনার কথা কাউকে না জানানোর জন্য লাগাতার হুমকি দেওয়া হয় ৷ দেরিতে হলেও শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।