কোচবিহার, 23 মে : এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগের মাঝেই খাদ্য ও সরবরাহ দফতরে চাকরি দেওয়ার নামে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ(Allegation Cheating Job) ৷ এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কোচবিহারের মাথাভাঙায় ৷ এই ঘটনায় মাথাভাঙা মহকুমা আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক চাকরিপ্রার্থী । ঘটনায় নাম জড়িয়েছে ময়নাগুড়ির এক তৃণমূলনেত্রীর ।
অভিযুক্ত মাথাভাঙা মহকুমা আদালতের আইনজীবী রবীন্দ্রনাথ রায় বসুনিয়া ৷ রবিবার তাঁর বিরুদ্ধে মাথাভাঙা থানায় এফআইআর দায়ের করেছেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির কয়েকজন বাসিন্দা । অভিযোগ, 2013 সালে খাদ্য দফতরের এসআই পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের থেকে 15 লক্ষ টাকা চান ওই আইনজীবী । প্রাথমিকভাবে 8 লক্ষ 20 হাজার টাকা দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা । কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও চাকরি মেলেনি । টাকাও ফেরত দেননি ওই আইনজীবী । অভিযোগকারী নীতীশ অধিকারী বলেন, "উকিলকে টাকা দিয়েছিলাম ফুড সাপ্লাইয়ের চাকরির জন্য । পরে চাকরি হয়নি । টাকাও ফেরত দেওয়া হয়নি ।"
আরও পড়ুন : ডব্লিউবিসিএস অফিসার থেকে বিচারপতি, নজরকাড়া কেরিয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
যদিও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন ওই আইনজীবী । মাথাভাঙা মহকুমা আদালতের আইনজীবী রবীন্দ্রনাথ রায় বসুনিয়া বলেন, "কে অভিযোগ করেছে জানি না । এফআইআর কপি দেখতে হবে । আমি মক্কেলদের থেকে টাকা নিই । চাকরি দেওয়ার নামে কারও থেকে টাকা নিইনি । যদি প্রমাণ দিতে পারে তাহলে মেনে নেব । নইলে বুঝব আমার ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত ।" গোটা ঘটনায় তৃণমূলের ময়নাগুড়ির এক স্থানীয় নেত্রীর নামও জড়িয়েছে ।
2013 সালে চূড়াভাণ্ডার গ্রামপঞ্চায়েতের তৎকালীন সদস্য ছিলেন তৃণমূল নেত্রী কণিকা চক্রবর্তী । অভিযোগ, তাঁর মাধ্যমেই চাকরিপ্রার্থীরা আইনজীবী রবীন্দ্রনাথ রায় বসুনিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন । তৃণমূলনেত্রী নিজেও স্বীকার করেছেন সেকথা । তিনি বলেন, "আমি অনেকবার এসেছিলাম, এটার মিউচুয়াল করার জন্য । এখন ওদের উপর ছেড়ে দিয়েছি । রবিবাবুকে বলেছিলাম বিষয়টা মিটিয়ে নিন । কিন্তু উনি অন্য কিছু করেছেন ।"