ETV Bharat / state

Indo-Bangladesh Border: বাংলাদেশ থেকে জঙ্গি পলাতক, এ রাজ্যের সীমান্তে জারি সতর্কতা - এরাজ্যের সীমান্তে জারি সতর্কতা

চলতি সপ্তাহেই ঢাকার আদালত থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় মইনুল হাসান শামিম এবং আবু সিদ্দিক সোহেল নামে দুই জঙ্গি ৷ মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত এই দুই জঙ্গির পালানোর ঘটনার পরেই সীমান্তে জারি হয়েছে কড়া নিরাপত্তা (alert in Indo-Bangladesh border) ৷

ETV Bharat
Indo Bangladesh Border alert
author img

By

Published : Nov 27, 2022, 7:27 PM IST

কোচবিহার, 27 নভেম্বর: বাংলাদেশে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকেই সতর্ক সে দেশের পুলিশ(terrorists fled from Bangladesh)৷ পলাতক জঙ্গিরা যাতে পালিয়ে এপার বাংলায় চলে আসতে না পারে তার জন্য সীমান্তে জারি হয়েছে রেড অ্যালার্ট ৷ সতর্ক রয়েছে এদেশের বিএসএফ ও ৷

চলতি সপ্তাহেই ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় মইনুল হাসান শামীম এবং আবু সিদ্দিক সোহেল নামে দুই জঙ্গি ৷ এরা দু'জনই বাংলাদেশের জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী । এই ঘটনার পর থেকে বাংলাদেশ প্রশাসন গোটা দেশে ও সীমান্ত এলাকায় জারি করেছে সতর্কতা (alert in Indo-Bangladesh border) । দুই জঙ্গির মধ্যে মইনুল হাসান শামিমের বাড়ি সুনামগঞ্জের মাধবপুর গ্রামে । আবু সিদ্দিক সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটেশ্বর গ্রামে । পলাতক জঙ্গিরা যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য সীমান্ত এলাকাকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

বাংলাদেশ থেকে জঙ্গি পলাতক, এরাজ্যের সীমান্তে জারি সতর্কতা

আরও পড়ুন: ফের দিল্লির দফতরে সুকন্যাকে তলব ইডি'র, তৈরি নয়া প্রশ্নমালা

এই ঘটনার পর এই রাজ্যের সীমান্তেও সতর্কতা জারি হয়েছে ৷ বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশের দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার পরই সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা (BSF in Alert) । হাই অ্যালার্ট জারি রয়েছে । ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত প্রায় 4096.7 কিমি ৷ রবিবার, ভারতের কোচবিহার সীমান্তের এক বিএসএফ কর্তা জানিয়েছেন, এই ঘটনায় অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা জারি রয়েছে । এমনিতেই সীমান্তে 24 ঘণ্টা নজরদারি চলে ৷ এই ঘটনার পর তা আরও বাড়ানো হয়েছে ৷ এছাড়াও জেলার সব থানাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার ৷

কোচবিহার, 27 নভেম্বর: বাংলাদেশে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকেই সতর্ক সে দেশের পুলিশ(terrorists fled from Bangladesh)৷ পলাতক জঙ্গিরা যাতে পালিয়ে এপার বাংলায় চলে আসতে না পারে তার জন্য সীমান্তে জারি হয়েছে রেড অ্যালার্ট ৷ সতর্ক রয়েছে এদেশের বিএসএফ ও ৷

চলতি সপ্তাহেই ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় মইনুল হাসান শামীম এবং আবু সিদ্দিক সোহেল নামে দুই জঙ্গি ৷ এরা দু'জনই বাংলাদেশের জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী । এই ঘটনার পর থেকে বাংলাদেশ প্রশাসন গোটা দেশে ও সীমান্ত এলাকায় জারি করেছে সতর্কতা (alert in Indo-Bangladesh border) । দুই জঙ্গির মধ্যে মইনুল হাসান শামিমের বাড়ি সুনামগঞ্জের মাধবপুর গ্রামে । আবু সিদ্দিক সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটেশ্বর গ্রামে । পলাতক জঙ্গিরা যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য সীমান্ত এলাকাকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

বাংলাদেশ থেকে জঙ্গি পলাতক, এরাজ্যের সীমান্তে জারি সতর্কতা

আরও পড়ুন: ফের দিল্লির দফতরে সুকন্যাকে তলব ইডি'র, তৈরি নয়া প্রশ্নমালা

এই ঘটনার পর এই রাজ্যের সীমান্তেও সতর্কতা জারি হয়েছে ৷ বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশের দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার পরই সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা (BSF in Alert) । হাই অ্যালার্ট জারি রয়েছে । ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত প্রায় 4096.7 কিমি ৷ রবিবার, ভারতের কোচবিহার সীমান্তের এক বিএসএফ কর্তা জানিয়েছেন, এই ঘটনায় অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা জারি রয়েছে । এমনিতেই সীমান্তে 24 ঘণ্টা নজরদারি চলে ৷ এই ঘটনার পর তা আরও বাড়ানো হয়েছে ৷ এছাড়াও জেলার সব থানাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.