ETV Bharat / state

উদয়ন ফিরতেই নিশীথের ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে

author img

By

Published : Jun 5, 2021, 4:09 PM IST

শনিবার সকালে তৃণমূল নেতা উদয়ন গুহের বাড়িতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় । দলীয় পতাকা তুলে দেন উদয়ন গুহ ।

উদয়ন ফিরতেই নিশীথের ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে
উদয়ন ফিরতেই নিশীথের ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে

দিনহাটা, 5 জুন : উদয়ন গুহ দিনহাটায় ফিরতেই বিজেপির দখলে থাকা ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েত কার্যত হাতছাড়া হল বিজেপির । শনিবার সকালে এই গ্রাম পঞ্চায়েতের 4 সদস্য তৃণমূলে যোগ দেন । এর ফলে 10 সদস্যের ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়াল 5 । খুব শীঘ্রই বাকি সদস্যরা তৃণমূলে যোগ দেবে বলে তৃণমূল নেতৃত্বের দাবি ।

জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভেটাগুড়ি 1 গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করে । পরবর্তীতে নিশীথ প্রামাণিক বিজেপিতে যোগ দিতেই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসে । এরপর একাধিকবার দলবদল হয় এই গ্রাম পঞ্চায়েতে । তবে গত একবছরের বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে ছিল । এরপর সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল ভাল হতেই গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ সদস্য তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ।

শনিবার সকালে তৃণমূল নেতা উদয়ন গুহের বাড়িতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় । দলীয় পতাকা তুলে দেন উদয়ন গুহ । এদিন উদয়নবাবু বলেন, ‘‘আজ 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন । খুব শীঘ্রই বাকিরা যোগ দেবেন । আর এর ফলে ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েতটি কার্যত তৃণমূলের দখলে চলে এল ।’’

4 জন গ্রাম পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা উদয়ন গুহ

আরও পড়ুন : ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া, ভাইরাল ন্যাড়া করে গণপিটুনির ভিডিয়ো

গোটা বিষয়টি নিয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, ‘‘কারা তৃণমূলে যোগ দিয়েছেন জানা নেই ।’’

দিনহাটা, 5 জুন : উদয়ন গুহ দিনহাটায় ফিরতেই বিজেপির দখলে থাকা ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েত কার্যত হাতছাড়া হল বিজেপির । শনিবার সকালে এই গ্রাম পঞ্চায়েতের 4 সদস্য তৃণমূলে যোগ দেন । এর ফলে 10 সদস্যের ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়াল 5 । খুব শীঘ্রই বাকি সদস্যরা তৃণমূলে যোগ দেবে বলে তৃণমূল নেতৃত্বের দাবি ।

জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভেটাগুড়ি 1 গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করে । পরবর্তীতে নিশীথ প্রামাণিক বিজেপিতে যোগ দিতেই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসে । এরপর একাধিকবার দলবদল হয় এই গ্রাম পঞ্চায়েতে । তবে গত একবছরের বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে ছিল । এরপর সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল ভাল হতেই গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ সদস্য তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ।

শনিবার সকালে তৃণমূল নেতা উদয়ন গুহের বাড়িতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় । দলীয় পতাকা তুলে দেন উদয়ন গুহ । এদিন উদয়নবাবু বলেন, ‘‘আজ 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন । খুব শীঘ্রই বাকিরা যোগ দেবেন । আর এর ফলে ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েতটি কার্যত তৃণমূলের দখলে চলে এল ।’’

4 জন গ্রাম পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা উদয়ন গুহ

আরও পড়ুন : ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া, ভাইরাল ন্যাড়া করে গণপিটুনির ভিডিয়ো

গোটা বিষয়টি নিয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, ‘‘কারা তৃণমূলে যোগ দিয়েছেন জানা নেই ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.