ETV Bharat / state

করোনায় সুস্থ হয়েও পরিবার নিতে না আসায় হাসপাতালেই তিন বৃদ্ধ-বৃদ্ধা - corona

করোনা জয়ী কোচবিহারের দুই বৃদ্ধ ও এক বৃদ্ধা ৷ তারপরেও তাঁদের বাড়ি ফিরিয়ে নিয়ে গেল না তাঁদের পরিবার ৷ দু'জন আপাতত রয়েছেন এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ একজনকে পাঠানো হয়েছে সেফ হোমে ৷

করোনায় সুস্থ হয়েও বাড়ির লোক নিতে না আসায় হাসপাতালেই তিন বৃদ্ধ-বৃদ্ধা
করোনায় সুস্থ হয়েও বাড়ির লোক নিতে না আসায় হাসপাতালেই তিন বৃদ্ধ-বৃদ্ধা
author img

By

Published : Jun 12, 2021, 10:57 PM IST

কোচবিহার, 12জুন: করোনায় সুস্থ হয়েও কোভিড হাসপাতালে পড়ে রয়েছেন দুই বৃদ্ধ ও এক বৃদ্ধা । কারণ তাঁদের নিতে আসছে না বাড়ির লোক । আর এই পরিস্থিতিতে ওই তিন রোগীকে নিয়ে বিপাকে পড়েছে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । বাধ্য হয়ে একজনকে সেফ হোমে পাঠানো হয়েছে ৷

পুন্ডিবাড়ির ষাটোর্দ্ধ মহিলা বেনুবালা সূত্রধর গত ২৭ মে করোনায় সংক্রমিত হয়ে কোচবিহার এম জে এন হাসপাতালে ভর্তি হয়েছিলেন । তিনি সুস্থ হয়ে উঠলেও তাঁর বাড়ির লোকেরা আর যোগাযোগ করেননি ৷ একই পরিস্থিতি টাকাগাছের বৃদ্ধ বিধূভূষণ ঘোষেরও ৷ আবার ব্যাংচাতরা রোড রেলগেট এলাকার বাসিন্দা রমেন্দ্র চক্রবর্তীর ঠিকানা ভুল দেওয়া হয়েছিল । এমনকি হাসপাতালে দেওয়া ফোন নম্বরেও তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

যদিও পরে রমেন্দ্র চক্রবর্তীর বাড়ির সঠিক ঠিকানা হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে হাসপাতালের সহকারি সুপার ওই বৃদ্ধকে নিয়ে তাঁর বাড়ি গিয়েছিলেন । বাড়ির লোক বাড়িতে না রাখায় ওই বৃদ্ধকে সেফ হোমে পাঠানো হয়েছে ।

কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ রাজীব প্রসাদ বলেন, "সুস্থ হয়ে গেলেও তাঁদের বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না । ঠিকানাও ভুল । তবে একজনের ঠিকানা জোগাড় করতে পেরে অ্যাসিস্ট্যান্ট সুপারকে দিয়ে ওঁর বাড়িতে পাঠানো হয়েছিল । বাড়ির লোক না রাখায় সেফ হোমে নিয়ে যাওয়া হয়েছে । "

কোচবিহার, 12জুন: করোনায় সুস্থ হয়েও কোভিড হাসপাতালে পড়ে রয়েছেন দুই বৃদ্ধ ও এক বৃদ্ধা । কারণ তাঁদের নিতে আসছে না বাড়ির লোক । আর এই পরিস্থিতিতে ওই তিন রোগীকে নিয়ে বিপাকে পড়েছে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । বাধ্য হয়ে একজনকে সেফ হোমে পাঠানো হয়েছে ৷

পুন্ডিবাড়ির ষাটোর্দ্ধ মহিলা বেনুবালা সূত্রধর গত ২৭ মে করোনায় সংক্রমিত হয়ে কোচবিহার এম জে এন হাসপাতালে ভর্তি হয়েছিলেন । তিনি সুস্থ হয়ে উঠলেও তাঁর বাড়ির লোকেরা আর যোগাযোগ করেননি ৷ একই পরিস্থিতি টাকাগাছের বৃদ্ধ বিধূভূষণ ঘোষেরও ৷ আবার ব্যাংচাতরা রোড রেলগেট এলাকার বাসিন্দা রমেন্দ্র চক্রবর্তীর ঠিকানা ভুল দেওয়া হয়েছিল । এমনকি হাসপাতালে দেওয়া ফোন নম্বরেও তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

যদিও পরে রমেন্দ্র চক্রবর্তীর বাড়ির সঠিক ঠিকানা হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে হাসপাতালের সহকারি সুপার ওই বৃদ্ধকে নিয়ে তাঁর বাড়ি গিয়েছিলেন । বাড়ির লোক বাড়িতে না রাখায় ওই বৃদ্ধকে সেফ হোমে পাঠানো হয়েছে ।

কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ রাজীব প্রসাদ বলেন, "সুস্থ হয়ে গেলেও তাঁদের বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না । ঠিকানাও ভুল । তবে একজনের ঠিকানা জোগাড় করতে পেরে অ্যাসিস্ট্যান্ট সুপারকে দিয়ে ওঁর বাড়িতে পাঠানো হয়েছিল । বাড়ির লোক না রাখায় সেফ হোমে নিয়ে যাওয়া হয়েছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.