ETV Bharat / state

প্রাণভিক্ষায় মিলল না রেহাই, চোর সন্দেহে 4 ঘণ্টা গণপিটুনি

author img

By

Published : Jul 9, 2019, 3:28 PM IST

গতকাল বিকেল 5টা থেকে রাত 8 টা পর্যন্ত চলে গণপিটুনি পর্ব । কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহের ঘটনা ।

প্রাণভিক্ষায় মিলল না রেহাই, চোর সন্দেহে 4 ঘণ্টা গণপিটুনি

কোচবিহার, 9 জুলাই : চোর সন্দেহে গণপিটুনি । হাত-পা ধরে প্রাণ ভিক্ষা চাইলেও রেহাই নেই । গতকাল প্রায় 4 ঘণ্টার গণপিটুনির পর গুরুতর আহত অবস্থায় পুলিশ এসে উদ্ধার করে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে । কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহের ঘটনা ।

অভিযোগ, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চলে গণপিটুনি । স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইক চুরি করতে এসেছিলেন ওই ব্যক্তি । অভিযোগ, মাত্র চার মাসে 30 টি বাইক চুরি হয়েছে । কিন্তু এখনও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।

দেখুন ভিডিয়ো

অভিযোগ, গতকাল এক বছর চল্লিশের ব্যক্তি জামাল হাই-স্কুল সংলগ্ন রাজ্য সড়কের ধারে বাইক চুরি করতে এসেছিল । এরপর স্থানীয়দের হাতে ধরা পড়ে যান তিনি । অভিযোগ, এর পর প্রায় 150 জন মিলে তাঁকে মারধর করে । মারধরের পর ওই ব্যক্তি একাধিকবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ৷ প্রায় রাত 8 টা নাগাদ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে আসে । প্রথমে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিতে রাজি হননি । পুলিশ তাঁকে উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করে ।

কোচবিহার, 9 জুলাই : চোর সন্দেহে গণপিটুনি । হাত-পা ধরে প্রাণ ভিক্ষা চাইলেও রেহাই নেই । গতকাল প্রায় 4 ঘণ্টার গণপিটুনির পর গুরুতর আহত অবস্থায় পুলিশ এসে উদ্ধার করে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে । কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহের ঘটনা ।

অভিযোগ, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চলে গণপিটুনি । স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইক চুরি করতে এসেছিলেন ওই ব্যক্তি । অভিযোগ, মাত্র চার মাসে 30 টি বাইক চুরি হয়েছে । কিন্তু এখনও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।

দেখুন ভিডিয়ো

অভিযোগ, গতকাল এক বছর চল্লিশের ব্যক্তি জামাল হাই-স্কুল সংলগ্ন রাজ্য সড়কের ধারে বাইক চুরি করতে এসেছিল । এরপর স্থানীয়দের হাতে ধরা পড়ে যান তিনি । অভিযোগ, এর পর প্রায় 150 জন মিলে তাঁকে মারধর করে । মারধরের পর ওই ব্যক্তি একাধিকবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ৷ প্রায় রাত 8 টা নাগাদ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে আসে । প্রথমে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিতে রাজি হননি । পুলিশ তাঁকে উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করে ।

Intro:হাত পা ধরে প্রাণ ভিক্ষা ,তবুও রক্ষা নেই ,চার ঘণ্টার গণধোলাই পুলিশ নিয়ে গেলো হাসপাতালে ৷

কোচবিহার ::9জুলাই :


হাত পা ধরে প্রাণ ভিক্ষা চাইলেও রক্ষা নেই ,চার ঘণ্টার গণ ধোলাইয়ে অবশেষে আধমরা হয়ে পুলিশের হাতে পরে হাসপাতালে অভিযুক্ত সন্দেহ জনক চোর ৷ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহে ৷ গতকাল বিকেল পাঁচটা থেকে রাত ৮ টা পর্যন্ত চলে বিভিন্ন কায়দায় চলে মারধোর ৷ অভিযোগ অপরিচিত বয়স ৪০ সের এক ব্যক্তি জামাল হাই স্কুল সংলগ্ন রাজ্য সরকের ধারে একটি বাইক চুরি করতে এসেছিল ,সেই অভিযোগে ওই ব্যক্তিকে কম পক্ষে দেরশ্ লোক মিলে মারধোর করে ৷ মারের চোটে ওই ব্যক্তি একাধিক বার হাড়িয়ে ফেলে জ্ঞান ৷ পুলিশকে ধরিয়ে দিতে কারও ইচ্ছে নেই ৷যে যারমত লাথি ,চর মেরে কেটে পড়ছে ৷ জখম সন্দেহ জনক চোরকে টেনে হিঁচড়ে রাজ্য সড়কে আনা হয় ,সেখানে দুই ঘণ্টা চলে মারধোর ৷পুলিশ না থাকার কারনে বেচারা মার খেয়েই চলেছে ৷ রাত প্রায় ৮ নাগাত পুলিশ এসে উদ্দার করে ৷জনতার উত্তেজনা তবুও থামেনি ,পুলিশের গাড়িতে ধরেও মারধোর করা হয়৷ কোনক্রমে পুলিশ উদ্দার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল ভর্তি করায় ৷

গতকাল বিকেল 5 টা থেকে রাত ৮টা পর্যন্ত মেখলিগঞ্জের জামালদহে চোর সন্দেহে ওই ব্যক্তিকে চলে মারধোর ৷ স্থানীয় সুত্রে জানা গেছে ধৃত ব্যক্তি মাথাভাঙ্গার হাজরাহাট এলাকায় ৷স্থানীয় বাসিন্দাদের দাবী বাইক চুরিকরতে এসেছে ওই ব্যক্তি ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ -মাত্র চার মাসে ৩০ টি বাইক চুরি হয়েছে ,অথচ পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না ৷Body:Cob Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.