ETV Bharat / state

ABVP Workers Agitation: নির্যাতিতা নাবালিকা মৃত্যুর প্রতিবাদে পুলিশ সুপারের অফিস অভিযান এবিভিপি’র - নির্যাতিতা নাবালিকা মৃত্যু

নির্যাতিতা নাবালিকা মৃত্যুর ঘটনার প্রতিবাদে পুলিশ সুপারের অফিস অভিযান এবিভিপি’র ৷ পুলিশের উদ্দেশ্যে থানার সামনে দিদির সুরক্ষাকবচের অন্তর্গত সবুজ চুড়ি রেখে দেয় ৷

ABVP Workers Agitation
নির্যাতিতা নাবালিকা মৃত্যুর প্রতিবাদ এবিভিপি’র
author img

By

Published : Jul 27, 2023, 6:37 PM IST

নাবালিকা মৃত্যুর প্রতিবাদে পুলিশ সুপারের অফিস অভিযান

কোচবিহার, 27 জুলাই: নাবালিকা নির্যাতিতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ এবিভিপি’র কর্মীদের ৷ বৃহস্পতিবার সাগরদিঘি চত্ত্বরে কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় কর্মীরা । অফিসের বাইরে ধরনায় বসেন এবিভিপি’র কর্মীরা ৷ এদিন ডেপুটেশন জমা দেওয়ার কথা থাকলেও, তা আগুনে পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা ৷ পুলিশকে নিশানা করে সবুজ চুরিও রেখে আসে এবিভিপি’র কর্মীরা ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ তবে বড়সড় ঘটনা ঘটার আগেই পুলিশ তা সামাল দেয় ৷

এবিভিপি’র রাজ্য সম্পাদক শুভব্রত দে বলেন, "কোচবিহার-সহ গোটা বাংলায় নারীরা সুরক্ষিত নন । রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুর নিয়ে ব্যস্ত । তারই প্রতিবাদে এদিন পুলিশ সুপারের দফতর অভিযানের ডাক দিয়েছিলাম । আমাদের ঢুকতে দেওয়া হল না । তাই ডেপুটেশন কপি পুড়িয়ে দিলাম । পাশাপাশি দিদির সুরক্ষাকবচের অন্তর্গত পুলিশকে সবুজ চুড়ি দিলাম ।" সমস্ত বিষয় নিয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি ।

আরও পড়ুন: নির্যাতিতা নাবালিকার মৃত্যুর ঘটনায় ছাত্র ধর্মঘট, ব্যাপক সাড়া কোচবিহারে

গত 18 জুলাই কোচবিহারের এক নাবালিকার ওপর শারীরিক নির্যাতন করা হয় । বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসা চলার পর বুধবার নাবালিকার মৃত্যু হয় । এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কোচবিহার মেডিক্যাল কলেজ ও মৃত নির্যাতিতার গ্রামে । মৃত দেহ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে টানাটানি চলে । এমনকি নির্যাতিতার বাবকে নিয়েও লড়াই করে তৃণমূল-বিজেপি । অভিযুক্তদের বাড়ি ভাঙচুর হয় । ঘটনার প্রতিবাদে এদিন পুলিশ সুপারের অফিসে অভিযানের ডাক দিয়েছিল এবিভিপি । নির্যাতিতা নাবালিকার মৃত্যুতে এদিন ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল ৷ তাতেও ব্যপক সাড়া মিলেছে ৷

আরও পড়ুন: কোচবিহারে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ক্ষিপ্ত জনতার

নাবালিকা মৃত্যুর প্রতিবাদে পুলিশ সুপারের অফিস অভিযান

কোচবিহার, 27 জুলাই: নাবালিকা নির্যাতিতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ এবিভিপি’র কর্মীদের ৷ বৃহস্পতিবার সাগরদিঘি চত্ত্বরে কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় কর্মীরা । অফিসের বাইরে ধরনায় বসেন এবিভিপি’র কর্মীরা ৷ এদিন ডেপুটেশন জমা দেওয়ার কথা থাকলেও, তা আগুনে পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা ৷ পুলিশকে নিশানা করে সবুজ চুরিও রেখে আসে এবিভিপি’র কর্মীরা ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ তবে বড়সড় ঘটনা ঘটার আগেই পুলিশ তা সামাল দেয় ৷

এবিভিপি’র রাজ্য সম্পাদক শুভব্রত দে বলেন, "কোচবিহার-সহ গোটা বাংলায় নারীরা সুরক্ষিত নন । রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুর নিয়ে ব্যস্ত । তারই প্রতিবাদে এদিন পুলিশ সুপারের দফতর অভিযানের ডাক দিয়েছিলাম । আমাদের ঢুকতে দেওয়া হল না । তাই ডেপুটেশন কপি পুড়িয়ে দিলাম । পাশাপাশি দিদির সুরক্ষাকবচের অন্তর্গত পুলিশকে সবুজ চুড়ি দিলাম ।" সমস্ত বিষয় নিয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি ।

আরও পড়ুন: নির্যাতিতা নাবালিকার মৃত্যুর ঘটনায় ছাত্র ধর্মঘট, ব্যাপক সাড়া কোচবিহারে

গত 18 জুলাই কোচবিহারের এক নাবালিকার ওপর শারীরিক নির্যাতন করা হয় । বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসা চলার পর বুধবার নাবালিকার মৃত্যু হয় । এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কোচবিহার মেডিক্যাল কলেজ ও মৃত নির্যাতিতার গ্রামে । মৃত দেহ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে টানাটানি চলে । এমনকি নির্যাতিতার বাবকে নিয়েও লড়াই করে তৃণমূল-বিজেপি । অভিযুক্তদের বাড়ি ভাঙচুর হয় । ঘটনার প্রতিবাদে এদিন পুলিশ সুপারের অফিসে অভিযানের ডাক দিয়েছিল এবিভিপি । নির্যাতিতা নাবালিকার মৃত্যুতে এদিন ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল ৷ তাতেও ব্যপক সাড়া মিলেছে ৷

আরও পড়ুন: কোচবিহারে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ক্ষিপ্ত জনতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.