দিনহাটা, 25 অক্টোবর : করোনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির তুলনা টানলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তাঁর দাবি, করোনার হাত থেকে বাঁচতে কোভিশিল্ড ও কোভ্যাকসিন যেমন দেওয়া হচ্ছে, তেমনই বিজেপি (BJP) নামক ভাইরাসের ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সোমবার কোচবিহারের দিনহাটায় উপ-নির্বাচনের প্রচার মঞ্চ থেকে তিনি এই আক্রমণ করেন বিজেপির উদ্দেশে ৷
আরও পড়ুন : Abhishek-Suvendu : হিন্দুদের কষ্ট ভাঙিয়ে রাজনীতি করতে চায় বিজেপি, অভিষেকের নিশানায় শুভেন্দু
এদিন নির্বাচনী জনসভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক ৷ বিজেপি প্রতিশ্রুতি দিয়ে কাজ করে না বলেও তিনি অভিযোগ করেন ৷ উদাহরণ হিসেবে তুলে ধরেন নারায়ণী সেনার নাম ৷ তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের প্রচারে এসে কোচবিহারে নারায়ণী সেনা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি ৷ বরং তৃণমূলের এই তরুণ তুর্কির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণী সেনা তৈরি নিয়ে যে দাবি করেছিলেন, তা পূরণ করেছেন ৷
আরও পড়ুন : Mamata Banerjee : 15 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, নির্দেশ মুখ্যমন্ত্রীর
একই সঙ্গে তাঁর বক্তব্য, তৃণমূল যে আসনগুলিতে জিতেছে, সেখানেও যেমন কাজ করছে, তেমনই যেখানে হেরেছে সেখানেও মানুষের পাশে রয়েছে৷ অথচ বিজেপিকে করোনা সংকটে মানুষের পাশে পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি৷
আগামী 30 অক্টোবর পশ্চিমবঙ্গের চারটি আসনে উপ-নির্বাচন ৷ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এই চার আসনের ভোটের দিকে গোটা দেশ তাকিয়ে আছে ৷ কারণ, বিজেপি ও নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারবেন বলে সারা দেশের মানুষ বিশ্বাস করেছেন ৷ তাই মমতার সৈনিকরা না জিতলে ভারত আগামিদিনে থাকবে না বলেও তিনি দাবি করেছেন ৷
আরও পড়ুন : Narendra Modi: শিগগিরই দেশের মেডিক্যাল হাব হয়ে উঠবে উত্তরপ্রদেশ : মোদি
একই সঙ্গে ফের কংগ্রেসকে (Congress) আক্রমণ করেছেন অভিষেক ৷ কংগ্রেসের পক্ষে বিজেপিকে হারানো সম্ভব নয় বলে আবার দাবি করেছেন তিনি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে এবছর বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021) কার্যত মোদি ও মমতার লড়াই ছিল ৷ সেই যুদ্ধে জিতেছেন মমতা ৷ তাই জাতীয়স্তরেও মোদি-বিরোধী জোটও মমতাকে কেন্দ্র করে তৈরি হতে শুরু করেছে ৷ তৃণমূলও জাতীয়স্তরে দলের সংগঠন তৈরির চেষ্টা করে যাচ্ছে৷ কংগ্রেস থেকে একাধিক হেভিওয়েট নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ইতিমধ্যে ৷
আরও পড়ুন : Subrata Mukherjee : প্রবল শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে ভর্তি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়
ফলে উপ-নির্বাচন বাংলায় হলেও জাতীয়স্তরে বিজেপির বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করাই যে তৃণমূলের লক্ষ্যে, তা এদিন অভিষেকের ভাষণে স্পষ্ট হয়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷