ETV Bharat / state

Abhishek Banerjee: পৃথক রাজ্যের জন্য ভোট হয়েছিল বলেই আলিপুরদুয়ারে জেতে বিজেপি, অভিযোগ অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

আলিপুরদুয়ারবাসী লক্ষ্মীর ভাণ্ডার দেখে ভোট দেয়নি । আলাদা রাজ্য দেখে ভোট দিয়েছিল । সব বিধায়ক ও সাংসদ বিজেপির । তাই 100 দিনের কাজের টাকা বন্ধ করা হয়েছে ৷ এমনই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee
author img

By

Published : Apr 27, 2023, 3:13 PM IST

কুমারগ্রাম (আলিপুরদুয়ার), 27 এপ্রিল: 2019 সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে নির্বাচিত হন বিজেপির প্রার্থী ৷ 2021 সালেও ওই জেলার সবক’টি বিধানসভা আসনে জিতেছে বিজেপিই ৷ এই নিয়ে বৃহস্পতিবার জেলার বাসিন্দাদের খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন আলিপুরদুয়ারের কুমারগ্রামে সভা করেন অভিষেক ৷ ওই সভা থেকে তিনি এই খোঁচা দেন ৷

অভিষেকের দাবি, 2019 ও 2021 সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা হবে ভেবে ভোট দিয়েছিলেন আলিপুরদুয়ারের বাসিন্দারা ৷ অথচ যে সাংসদকে বা যে সব বিধায়কদের তাঁরা জিতিয়েছিলেন, সেই সাংসদ ও বিধায়করাই দিল্লিতে চিঠি দিয়ে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন ৷ তাই এর দায় তিনি আলিপুরদুয়ারের বাসিন্দাদের উপরই চাপিয়েছেন ৷

Abhishek Banerjee
কুমারগ্রামের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

একই সঙ্গে অভিষেক বলেন, ‘‘আলিপুরদুয়ার জেলায় ভালো ফল করতে পারিনি । আপনি যাঁকে সাংসদ করেছিলেন, তাঁর টিকি খুঁজে পাননি । আপনারা ভেবেছিলেন বিজেপি আলাদা রাজ্য করবে । কিন্তু হল না । আপনারা আগামিদিন ভোট যখন দেবেন, তখন নিজের উন্নয়ন দেখে দেবেন । 2019 সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন, ভেবেছিলেন আচ্ছে দিন আসবে । আজ রান্নার গ্যাসের দাম 1200 টাকা । পেট্রল, ডিজেল, কেরোসিনের দাম আকাশছোঁয়া ।’’ আলাদা রাজ্য নিয়ে আবারও বিজেপিকে চ্যালেঞ্জ করেন অভিষেক ৷ বলেন, ‘‘উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে । আমি চ্যালেঞ্জ করে বলছি প্রধানমন্ত্রী, অমিত শাহ, বিজেপির সভাপতি সভা করে যদি বলতে পারেন, এই জেলাগুলো নিয়ে আলাদা রাজ্য হবে ৷ আমি কোনোদিন আলিপুরদুয়ারে আসব না ।’’

Abhishek Banerjee
কুমারগ্রামের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

পাশাপাশি তিনি আবারও জানিয়েছেন যে সাধারণ মানুষই এবার নিজেদের প্রার্থী ঠিক করবেন ৷ তিনি বলেন, ‘‘প্রার্থী বাছাই এর জন্য এসেছি । কোনও নেতার হাত ধরে পা ধরে লাভ নেই । ব্যালট পেপার দেওয়া হবে । সেখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের নাম লিখে আপনারা দেবেন । তারপর যার নাম বেশি আসবে তাকেই প্রার্থী করা হবে ।’’ তাঁর এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে বিরোধীদেরও কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ‘‘বিরোধীরা বলছে আমি নাকি রাস্তায় নাটক করতে এসেছি । আমি বিরোধী দলের নেতাদের বলছি আপনরা 6 দিন রাস্তায় নেমে দেখান ৷’’

তিনি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা বলেন ৷ প্যান ও আধার লিঙ্ক নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেন ৷ কেন্দ্রের বিরুদ্ধে আবারও বঞ্চনার অভিযোগ তোলেন ৷ তাঁর দাবি, রাজ্যের বকেয়া মিটিয়ে দিক কেন্দ্র ৷ বদলে তাঁর বিরুদ্ধে আরও সমালোচনায় সরব হোক বিজেপি ৷ তাতে তাঁর কোনও অসুবিধা নেই ৷ এছাড়া চা বাগান নিয়ে তাঁর দেওয়া প্রতিশ্রুতি ও সেই প্রতিশ্রুতি পালনের প্রসঙ্গও তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: বাংলার নির্বাচনে রক্তপাতের ইতিহাস বদল করতে চান, কুমারগ্রামে জানালেন অভিষেক

কুমারগ্রাম (আলিপুরদুয়ার), 27 এপ্রিল: 2019 সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে নির্বাচিত হন বিজেপির প্রার্থী ৷ 2021 সালেও ওই জেলার সবক’টি বিধানসভা আসনে জিতেছে বিজেপিই ৷ এই নিয়ে বৃহস্পতিবার জেলার বাসিন্দাদের খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন আলিপুরদুয়ারের কুমারগ্রামে সভা করেন অভিষেক ৷ ওই সভা থেকে তিনি এই খোঁচা দেন ৷

অভিষেকের দাবি, 2019 ও 2021 সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা হবে ভেবে ভোট দিয়েছিলেন আলিপুরদুয়ারের বাসিন্দারা ৷ অথচ যে সাংসদকে বা যে সব বিধায়কদের তাঁরা জিতিয়েছিলেন, সেই সাংসদ ও বিধায়করাই দিল্লিতে চিঠি দিয়ে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন ৷ তাই এর দায় তিনি আলিপুরদুয়ারের বাসিন্দাদের উপরই চাপিয়েছেন ৷

Abhishek Banerjee
কুমারগ্রামের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

একই সঙ্গে অভিষেক বলেন, ‘‘আলিপুরদুয়ার জেলায় ভালো ফল করতে পারিনি । আপনি যাঁকে সাংসদ করেছিলেন, তাঁর টিকি খুঁজে পাননি । আপনারা ভেবেছিলেন বিজেপি আলাদা রাজ্য করবে । কিন্তু হল না । আপনারা আগামিদিন ভোট যখন দেবেন, তখন নিজের উন্নয়ন দেখে দেবেন । 2019 সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন, ভেবেছিলেন আচ্ছে দিন আসবে । আজ রান্নার গ্যাসের দাম 1200 টাকা । পেট্রল, ডিজেল, কেরোসিনের দাম আকাশছোঁয়া ।’’ আলাদা রাজ্য নিয়ে আবারও বিজেপিকে চ্যালেঞ্জ করেন অভিষেক ৷ বলেন, ‘‘উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে । আমি চ্যালেঞ্জ করে বলছি প্রধানমন্ত্রী, অমিত শাহ, বিজেপির সভাপতি সভা করে যদি বলতে পারেন, এই জেলাগুলো নিয়ে আলাদা রাজ্য হবে ৷ আমি কোনোদিন আলিপুরদুয়ারে আসব না ।’’

Abhishek Banerjee
কুমারগ্রামের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

পাশাপাশি তিনি আবারও জানিয়েছেন যে সাধারণ মানুষই এবার নিজেদের প্রার্থী ঠিক করবেন ৷ তিনি বলেন, ‘‘প্রার্থী বাছাই এর জন্য এসেছি । কোনও নেতার হাত ধরে পা ধরে লাভ নেই । ব্যালট পেপার দেওয়া হবে । সেখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের নাম লিখে আপনারা দেবেন । তারপর যার নাম বেশি আসবে তাকেই প্রার্থী করা হবে ।’’ তাঁর এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে বিরোধীদেরও কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ‘‘বিরোধীরা বলছে আমি নাকি রাস্তায় নাটক করতে এসেছি । আমি বিরোধী দলের নেতাদের বলছি আপনরা 6 দিন রাস্তায় নেমে দেখান ৷’’

তিনি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা বলেন ৷ প্যান ও আধার লিঙ্ক নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেন ৷ কেন্দ্রের বিরুদ্ধে আবারও বঞ্চনার অভিযোগ তোলেন ৷ তাঁর দাবি, রাজ্যের বকেয়া মিটিয়ে দিক কেন্দ্র ৷ বদলে তাঁর বিরুদ্ধে আরও সমালোচনায় সরব হোক বিজেপি ৷ তাতে তাঁর কোনও অসুবিধা নেই ৷ এছাড়া চা বাগান নিয়ে তাঁর দেওয়া প্রতিশ্রুতি ও সেই প্রতিশ্রুতি পালনের প্রসঙ্গও তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: বাংলার নির্বাচনে রক্তপাতের ইতিহাস বদল করতে চান, কুমারগ্রামে জানালেন অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.