কোচবিহার, 24 ফেব্রুয়ারি : দীর্ঘ সাত মাস লালন-পালন করার পর অবশেষে সদ্যোজাত ‘সিতারা’-কে প্রশাসনের হাতে তুলে দিল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের নার্সরা। বুধবার সরকারি নিয়ম মেনে তাকে জেলা শিশু সুরক্ষা দফতরের হাতে তুলে দেওয়া হল । কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল কাম মেডিকেল সুপার ডাঃ রাজীব প্রসাদ বলেন, গত 7 মাস ধরে শিশুকন্যাটি নার্সদের তত্ত্বাবধানে ছিল ৷ তাই এখন তাকে ছেড়ে দিতে হচ্ছে বলে, খারাপ লাগাটা স্বাভাবিক।
কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে জানানো হয়েছে, করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে গত অগাস্ট মাসে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন এক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা । সেখানে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন ৷ পরবর্তীতে ওই মহিলার শারীরিক জটিলতা দেখা দেওয়ায়, তাঁকে সেখানে রাখা সম্ভব হয়নি। পাঠিয়ে দেওয়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরবর্তী সময়ে সেখান থেকে নিখোঁজ হয়ে যান ওই মহিলা । তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি ।
আরও পড়ুন : প্রসবকালীন শিশু মৃত্যু নিয়ে উত্তেজনা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে
এর পর থেকেই ওই শিশু কোচবিহার মেডিকেলের মাতৃ বিভাগের নার্সদের তত্ত্বাবধানে ছিলেন। তাকে খাওয়ানো থেকে ঘুম পাড়ানো সবই করতেন নার্সরা । দিনকয়েক আগে সিতারার অন্নপ্রাশনও হয়। এরপরই বুধবার সরকারি নিয়ম মেনে সিতারাকে জেলা শিশু সুরক্ষা দফতরে হাতে তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷