কোচবিহার, 26 ফেব্রুয়ারি : পৌরসভা নির্বাচনের ঠিক আগেই কোচবিহার পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 81 লাখ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। এই টাকা দিয়ে শহরের বড় দিঘিকে ভালোভাবে পাইলিং করা, দিঘির পশ্চিম পাড়ে পার্কিং জ়োনের ব্যবস্থা, শহরের রাস্তাগুলির ধারে গাছ লাগানোসহ বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা হবে ৷ যদিও পৌরসভা নির্বাচনের মুখে এভাবে টাকা বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী শিবিরে ।
পৌরসভা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অর্থাভাবে কোচবিহার পৌরসভার উন্নয়নমূলক কাজকর্ম থমকে রয়েছে। রাজ্য সরকারের কাছে নানা প্রকল্পের প্রস্তাব পাঠানো হলেও কাজ হয়নি। শেষমেশ নির্বাচনের মুখে কোচবিহার উন্নয়নমূলক কাজের জন্য 1 কোটি 71 লাখ টাকার মধ্যে প্রাথমিকভাবে 81 লাখ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পৌরসভার কাজের মধ্যে শহরের বড় দিঘিকে শাল কাঠ দিয়ে ভালোভাবে পাইলিংয়ের জন্য 39 লাখ 27 হাজার 500 টাকা ধার্য করা হয়েছে। এরমধ্যে প্রাথমিকভাবে 17 লাখ 53 হাজার 930 টাকা দেওয়া হয়েছে। একইভাবে দিঘির পশ্চিম দিকে পার্কিং করার জন্য প্রাথমিকভাবে 18 লাখ 40 হাজার 300 টাকা দেওয়া হয়েছে। এছাড়া শহরের মালি দিঘি, এম যে এন রোড, বিবেকানন্দ পার্কে গাছ লাগানোর জন্য প্রাথমিকভাবে 2 লাখ 30 হাজার টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি শহরের বেরিয়াল গ্রাউন্ড ও মিনি বাস স্ট্যান্ড কমিউনিটি টয়লেটের জন্য প্রাথমিকভাবে 11 লাখ 85 হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া শহরের বাজার মাঠ ও লম্বা দিঘির পাশে রাস্তার জন্য ছয় লাখ 83 হাজার 223 টাকা দেওয়া হয়েছে । এছাড়া আরও বেশ কিছু ছোটো ছোটো প্রকল্প রয়েছে।
যদিও এনিয়ে সরব হয়েছে বিরোধীরা । তাদের অভিযোগ, দীর্ঘদিন শহরের উন্নয়নে কোনও কাজ না করলেও সামনেই পৌরসভা নির্বাচন। তাই এখন মানুষকে ভোলাতে নির্বাচনের মুখে টাকা দেওয়া হচ্ছে । এই বিষয়ে, BJP-র কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, "এতদিন পৌরসভার চেয়ারম্যান বলত টাকা নেই, তাই উন্নয়নমূলক কাজ করা যাচ্ছে না। সামনে পৌরসভা নির্বাচন সে কারণেই এখন রাজ্য সরকার টাকা দিচ্ছে। CPI(M) কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কোচবিহার পৌরসভার বিরোধী দলনেতা মহানন্দ সাহা জানান, সামনে নির্বাচন। তাই এখন রাজ্য সরকার টাকা বরাদ্দ করছে। যদিও কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ জানিয়েছেন, অনেক উন্নয়নমূলক কাজ বাকি । আরও টাকার প্রয়োজন। আশা করছি আমাদের বাকি টাকা দেওয়া হবে।