কোচবিহার, 24 অগস্ট : পুজোর আগেই 60টি নতুন বাস নামাচ্ছে এনবিএসটিসি । বন্ধ হয়ে থাকা বেশ কিছু লাভজনক রুটে ওই বাসগুলি চালানো হবে । তবে ওই বাসগুলি চালাতে বেশকিছু চালক ও কন্ডাকটর নিয়োগ করবে পরিবহণ সংস্থা । এমনটাই জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ।
আরও পড়ুন : NBSTC : বন্ধ হওয়া লাভজনক রুটে বাস চালাবে এনবিএসটিসি, জানালেন চেয়্যারম্যান
পাশাপাশি যাত্রীদের টিকিট কাটার জন্য এনবিএসটিসি-র মোবাইলে অ্যাপ, সংস্থার ওয়েবসাইটের আধুনিকরণ-সহ একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন ৷ অনেকটা এসবিএসটিসি-র ধাঁচে তা করা হবে ৷ পার্থপ্রতিম রায় বলেন, "রাজ্য সরকারের কাছে 60টি নতুন বাস চেয়েছি । আশা করছি পুজোর আগেই বাসগুলি মিলবে । পুরনো রুটের পাশাপাশি নতুন রুট চালু করে ওখানে ওই বাসগুলি চালানো হবে ।’’
আরও পড়ুন : Cooch Behar Panchanan Barma University : স্নাতকস্তরের পরীক্ষায় পাশের হারে ছাত্রদের ছাপিয়ে গেলেন ছাত্রীরা
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, 1940 সাল নাগাদ কোচবিহার রাজাদের আমলে কয়েকটি বাস নিয়ে কোচবিহার স্টেট পরিবহণ সংস্থা গড়ে ওঠে । পরবর্তীতে কোচবিহার রাজ্যের ভারতভুক্তির সঙ্গে সঙ্গে নাম বদলে হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এনবিএসটিসি । একটা সময় এই পরিবহণ সংস্থার বাস এই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিনরাজ্যেও যেত ।
কিন্ত বাম আমলের শেষ দিকে এটি রুগ্ন সংস্থায় পরিণত হয় । এখনও পরিস্থিতি ভাল নয় । প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে । সম্প্রতি সংস্থার চেয়ারম্যান পদে বসেছেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় । তার পর তিনি এই রুগ্ন সংস্থার হাল ফেরাতে উদ্যোগী হয়েছেন ৷
আরও পড়ুন : NBSTC Chairman : লক্ষ টাকার ঘাটতি মেটানোই চ্যালেঞ্জ এনবিএসটিসি-র নয়া চেয়ারম্যানের