দিনহাটা, 10 এপ্রিল: মারুতি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 3 বাইক আরোহীর। রবিবার রাত প্রায় সাড়ে 10টা নাগাদ দিনহাটা শহর সংলগ্ন রথবাড়িঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত দুই বাইক আরোহীর নাম সুব্রত বর্মন ও রতন বর্মন। বাকি অন্য় আর একজনের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, তিনজনের বাড়িই সিতাই থানা এলাকায়।
জানা গিয়েছে, রাতে চার চাকা গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাকি দু'জনকেও মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মারুতি গাড়ির চালক পলাতক। মারুতি গাড়িটিকে অবশ্য আটক করেছে দিনহাটা থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দিনহাটা শহর থেকে মোটরবাইকে চেপে ওই তিনজন সিতাইয়ের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে, সিতাই থেকে একটি মারুতি ভ্যান দিনহাটার দিকে আসছিল। রথবাড়ি এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি রথবাড়ি এলাকার রাস্তায় একটি বাঁক আছে। অভিযোগ, বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। রাস্তার ওই বাঁকের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি ৷ এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মারুতি গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় বলে খবর।
আহত দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুই বাইক আরোহীকেই মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ওই বাঁকের কারণে এর আগেও বহুবার দুর্ঘটনা ঘটেছে এই এলাকায় ৷ তারপরও অবশ্য় হেলদোল দেখা যায়নি প্রশাসনের ৷ এমনকী এলাকায় সেইভাবে ট্রফিক গার্ডের ব্যবস্থা নেই বলেও অভিযোগ স্থানীয়দের ৷
আরও পড়ুন: মদ্যপানে চিকিৎসকদের রাশ টানার পরামর্শ কেন্দ্রের, সরকারি নীতি নিয়ে উঠছে প্রশ্ন
দুর্ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে আসে পুলিশ ৷ ঘটনাস্থলও ঘুরে দেখে তাঁরা ৷ পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেন দিনহাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজ থাপা। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ জানান, দিনহাটার রথবাড়িঘাট এলাকায় মোটরবাইক ও মারুতি গাড়ির সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে।