ETV Bharat / state

মাথাভাঙায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 - কোচবিহারে গ্রেপ্তার দুই যুবক

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই । ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা মহকুমার ।

পাচার হওয়ার আগে অস্ত্র
author img

By

Published : Sep 21, 2019, 10:34 AM IST

কোচবিহার , 21 সেপ্টেম্বর : পাচারের আগেই আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার । ধৃতদের নাম শফিক হোসেন (20) এবং রতন রায় (25) ৷ ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা মহকুমার ঘোকসাডাঙা থানার । স্থানীয় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত দুই যুবককে মাথাভাঙা জুডিসিয়াল কোর্টে তোলে ।

coachbihar arrest
ধৃত দুই যুবক

ঘোকসাডাঙা থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পায়, সংশ্লিষ্ট এলাকায় রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে । খবরের ভিত্তিতে তৎপর হয় পুলিশ । বৃহস্পতিবার মধ্যরাতে চৈতন্যহাট এলাকা থেকে একটি 7 mm পিস্তল ও একটি কার্তুজসহ ধরা পড়ে শফিক ও রতন । শফিকের বাড়ি পুণ্ডিবাড়ি থানা এলাকার বৈকুণ্ঠপুরে । রতনের বাড়ি খাপাইডাঙাতে ।

কোচবিহার , 21 সেপ্টেম্বর : পাচারের আগেই আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার । ধৃতদের নাম শফিক হোসেন (20) এবং রতন রায় (25) ৷ ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা মহকুমার ঘোকসাডাঙা থানার । স্থানীয় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত দুই যুবককে মাথাভাঙা জুডিসিয়াল কোর্টে তোলে ।

coachbihar arrest
ধৃত দুই যুবক

ঘোকসাডাঙা থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পায়, সংশ্লিষ্ট এলাকায় রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে । খবরের ভিত্তিতে তৎপর হয় পুলিশ । বৃহস্পতিবার মধ্যরাতে চৈতন্যহাট এলাকা থেকে একটি 7 mm পিস্তল ও একটি কার্তুজসহ ধরা পড়ে শফিক ও রতন । শফিকের বাড়ি পুণ্ডিবাড়ি থানা এলাকার বৈকুণ্ঠপুরে । রতনের বাড়ি খাপাইডাঙাতে ।

Intro:মাথাভাঙ্গায় আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করলো পুলিশ৷

কোচবিহার :২০ সেপ্টেম্বর :


পাচারের আগেই আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ ৷কোচবিহারের মাথাভাঙ্গা মহকুমার ঘোকসাডাঙ্গা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ । ধৃত দুই যুবকের নাম শফিক হোসেইন(২০) এবং রতন রায়(২৫) ৷ গত বৃহস্পতিবার মধ্যরাতে আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য দুই যুবক শফিক হোসেইন(২০) এবং রতন রায়(২৫) আগ্নেয়াস্ত্র নিয়ে পাচারের উদ্যেশ্যে যাবার পথে তাঁদের আটক করে পুলিশ ৷ ওই দুই যুবকের একজনের বাড়ি কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকার বৈকুণ্ঠপুর ও আন্যজনের খাপাইডাঙ্গা এলাকায় । গোপন সূত্রে খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার ও সি রাহুল তালুকদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালায় এবং ঘোকসাডাঙ্গা থানা এলাকার চৈতন্যের হাট এলাকায় একটি ৭ এম এম পিস্তল এবং একটি কার্তুজ সহ দুই যুবককে গ্রেপ্তার করেন। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃত দুই যুবককে শুক্রবার মাথাভাঙ্গা জুডিসিয়াল কোর্টে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.