ETV Bharat / state

কোচবিহারে বজ্রাঘাতে মৃত 2 - কোচবিহারে বাজ পড়ে মৃত 2

রবিবার দুপুরে কোচবিহারের মাথাভাঙায় বজ্রাঘাতে মৃত্যু হল 2 যুবকের।

2 killed in lightning strike
কোচবিহার
author img

By

Published : May 25, 2020, 12:23 AM IST

কোচবিহার, 24 মে: রবিবার দুপুরে কোচবিহারের মাথাভাঙার দুটি পৃথক জায়গায় বাজের হানায় মৃত্যু হল 2 যুবকের। পাশাপাশি বাজ পড়ার ঘটনায় আহত হয়েছেন আরও 3 যুবক। কোচবিহার জেলার মাথাভাঙা 2 নং ব্লকের ফুলবাড়ি ও শৌলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের একজনের নাম টোটন বিশ্বাস (30)। তাঁর বাড়ি ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোরঙ্গা গ্রামে। অপর মৃত যুবকের নাম বিনয় বর্মন (40)। তাঁর বাড়ি বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের মুকুলডাঙ্গা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোরঙ্গা এলাকার স্থানীয় 2 যুবক এবং বালাসি এলাকার আরও 2 যুবক স্থানীয় নদীর চরে ঘুরতে যান। সেখানেই বজ্রাঘাতে আহত হন তাঁরা। 4 জনের মধ্যে ঘটনাস্থানেই মৃত্যু হয় টোটন বিশ্বাসের। অন্য 3 জন আহত হন। স্থানীয়রা আহতদের ধূপগুড়ি হাসপাতালে ভরতি করে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।

অন্যদিকে, একই দিনে মাথাভাঙা 2 নং ব্লকের শৌলমারি গ্রাম পঞ্চায়েতের মুকুলডাঙা এলাকার যুবক বিনয় বর্মণ মাঠে গোরু আনতে যান। সেখানেই বজ্রাঘাতে আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। যুবকের মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

কোচবিহার, 24 মে: রবিবার দুপুরে কোচবিহারের মাথাভাঙার দুটি পৃথক জায়গায় বাজের হানায় মৃত্যু হল 2 যুবকের। পাশাপাশি বাজ পড়ার ঘটনায় আহত হয়েছেন আরও 3 যুবক। কোচবিহার জেলার মাথাভাঙা 2 নং ব্লকের ফুলবাড়ি ও শৌলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের একজনের নাম টোটন বিশ্বাস (30)। তাঁর বাড়ি ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোরঙ্গা গ্রামে। অপর মৃত যুবকের নাম বিনয় বর্মন (40)। তাঁর বাড়ি বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের মুকুলডাঙ্গা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোরঙ্গা এলাকার স্থানীয় 2 যুবক এবং বালাসি এলাকার আরও 2 যুবক স্থানীয় নদীর চরে ঘুরতে যান। সেখানেই বজ্রাঘাতে আহত হন তাঁরা। 4 জনের মধ্যে ঘটনাস্থানেই মৃত্যু হয় টোটন বিশ্বাসের। অন্য 3 জন আহত হন। স্থানীয়রা আহতদের ধূপগুড়ি হাসপাতালে ভরতি করে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।

অন্যদিকে, একই দিনে মাথাভাঙা 2 নং ব্লকের শৌলমারি গ্রাম পঞ্চায়েতের মুকুলডাঙা এলাকার যুবক বিনয় বর্মণ মাঠে গোরু আনতে যান। সেখানেই বজ্রাঘাতে আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। যুবকের মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.