মেখলিগঞ্জ, 10 জানুয়ারি: কোচবিহারের (Cooch Behar border) মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দেশে প্রবেশের অভিযোগে দু'জন বাংলাদেশিকে গ্রেফতার করল বিএসএফ (2 Bangladeshi arrested at Cooch Behar border)৷ ধৃতদের নাম খোকন মোল্লা ও জমিলা বেগম । দু'জনেই ওপার বাংলার কালিয়াথানা এলাকার বাসিন্দা ।
রবিবার মেখলিগঞ্জ (Cooch Behar news) সীমান্তের অর্জুন ক্যাম্প এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে তারা । সেই সময়ই বিএসএফের 6 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা তাদের গ্রেফতার করেন ।
আরও পড়ুন: Cooch Behar Cow Smuggling : কোচবিহার সীমান্তে গরু পাচার রুখতে গিয়ে জখম পুলিশ
কীভাবে এবং কাদের হাত ধরে এই দু'জন ভারতে এসেছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে । ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে অনেক বাংলাদেশি ৷ সম্প্রতি এমনই বেশ কয়েকজনকে হাতেনাতে ধরেছে সীমান্তে প্রহরারত বিএসএফ ৷ বিএসএফের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে সর্বদাই সতর্ক নজরদারি রাখা হয়েছে ৷
আরও পড়ুন : BSF: দিনের বেলায় সীমান্তের কাঁটাতার কেটে গরু পাচারের অভিযোগ, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন