ETV Bharat / state

অগস্টে অফলাইন ক্লাসে ফিরবে কোচবিহার মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা - পশ্চিমবঙ্গ

রাজ্যের করোনাসংক্রমণ পরিস্থিতিতে বদল এসেছে ৷ কড়া বিধিনিষেধ চালু থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবন ৷ এবার কোচবিহার মেডিক্যাল কলেজে অফলাইন পড়াশুনো চালু করার সিদ্ধান্ত নিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷

কোচবিহার মেডিক্যাল কলেজ
কোচবিহার মেডিক্যাল কলেজ
author img

By

Published : Jul 29, 2021, 10:06 AM IST

কোচবিহার, 29 জুলাই : শীঘ্রই শুরু হবে কোচবিহার মেডিক্যাল কলেজের পঠন-পাঠন ৷ অগস্ট মাস থেকে ফের অফলাইনে পড়াশোনা আরম্ভ হবে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে । করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন মেডিক্যাল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা হোস্টেল ছেড়ে চলে গিয়েছিলেন । তাঁদের সব ক্লাস অনলাইনে হচ্ছিল ।

কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী 30 জুলাইয়ের পর ছাত্রছাত্রীরা হোস্টেলে ফিরতে পারবেন । অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম বর্ষ এবং দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরুর পরিকল্পনা নিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷ আগে কোচবিহার যুব আবাসে মেডিক্যাল কলেজের পঠনপাঠন চললেও গত ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসে কোচবিহার মেডিক্যাল কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন । এরপর থেকে ধাপে ধাপে এখানে পঠন-পাঠন শুরু হয় । কিন্তু করোনার কারণে কিছুদিন পরে পড়াশুনো ফের বন্ধ করে দিতে হয় ।

আরও পড়ুন : Covid-19 : করোনা নিয়ে সতর্ক থাকতে হবে, রাজ্যকে বার্তা কেন্দ্রের

এবার রাজ্যে কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে নতুন করে ক্লাস শুরু করতে চাইছে কলেজ কর্তৃপক্ষ । মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রথম বর্ষের ক্লাস ২ অগস্ট থেকে এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের 9 অগস্ট থেকে ক্লাস শুরু হবে । এই দুই বর্ষ মিলিয়ে মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা 200 জন । 30 জুলাইয়ের পর থেকে তাঁরা ধাপে ধাপে কলেজে আসবেন । যে সব শিক্ষার্থী ভ্যাকসিনেশন নিতে পারেননি, তাঁদের এখানে ভ্যাকসিন দেওয়া হবে ।পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস করানো হবে । কোচবিহার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুকুমার বসাক বলেন, "অগস্ট মাস থেকে মেডিক্যাল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অফলাইনেও ক্লাস শুরু হবে ।" ছাত্রছাত্রীদের হোস্টেলে ঢোকার ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার রিপোর্ট লাগবে আর যাঁরা ভ্যাকসিন নিতে পারেননি, তাঁদের ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন অধ্যক্ষ ।

কোচবিহার, 29 জুলাই : শীঘ্রই শুরু হবে কোচবিহার মেডিক্যাল কলেজের পঠন-পাঠন ৷ অগস্ট মাস থেকে ফের অফলাইনে পড়াশোনা আরম্ভ হবে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে । করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন মেডিক্যাল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা হোস্টেল ছেড়ে চলে গিয়েছিলেন । তাঁদের সব ক্লাস অনলাইনে হচ্ছিল ।

কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী 30 জুলাইয়ের পর ছাত্রছাত্রীরা হোস্টেলে ফিরতে পারবেন । অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম বর্ষ এবং দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরুর পরিকল্পনা নিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷ আগে কোচবিহার যুব আবাসে মেডিক্যাল কলেজের পঠনপাঠন চললেও গত ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসে কোচবিহার মেডিক্যাল কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন । এরপর থেকে ধাপে ধাপে এখানে পঠন-পাঠন শুরু হয় । কিন্তু করোনার কারণে কিছুদিন পরে পড়াশুনো ফের বন্ধ করে দিতে হয় ।

আরও পড়ুন : Covid-19 : করোনা নিয়ে সতর্ক থাকতে হবে, রাজ্যকে বার্তা কেন্দ্রের

এবার রাজ্যে কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে নতুন করে ক্লাস শুরু করতে চাইছে কলেজ কর্তৃপক্ষ । মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রথম বর্ষের ক্লাস ২ অগস্ট থেকে এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের 9 অগস্ট থেকে ক্লাস শুরু হবে । এই দুই বর্ষ মিলিয়ে মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা 200 জন । 30 জুলাইয়ের পর থেকে তাঁরা ধাপে ধাপে কলেজে আসবেন । যে সব শিক্ষার্থী ভ্যাকসিনেশন নিতে পারেননি, তাঁদের এখানে ভ্যাকসিন দেওয়া হবে ।পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস করানো হবে । কোচবিহার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুকুমার বসাক বলেন, "অগস্ট মাস থেকে মেডিক্যাল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অফলাইনেও ক্লাস শুরু হবে ।" ছাত্রছাত্রীদের হোস্টেলে ঢোকার ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার রিপোর্ট লাগবে আর যাঁরা ভ্যাকসিন নিতে পারেননি, তাঁদের ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন অধ্যক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.