কোচবিহার, 17 নভেম্বর : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ থানার চুলকানির বাজার এলাকা । এই ঘটনায় তৃণমূল অঞ্চল সভাপতি মুজিবর রহমান সহ 10 জনকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ । আটক করা হয়েছে মুজিবরের বিরোধী গোষ্ঠীর নেতা তথা তৃণমূলের জেলা সম্পাদক ফারুক মণ্ডলকেও ।
দীর্ঘদিন ধরেই তুফানগঞ্জ মহকুমার দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী মুজিবর রহমানের সঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের অনুগামী ফারুক মণ্ডলের বিরোধ চলছিল বলে জানা গেছে । সম্প্রতি ফারুক মণ্ডলকে সরিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মুজিবর রহমানকে অঞ্চল সভাপতির দায়িত্ব দেয় । এরপর এই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল আরও বাড়ে বলে খবর । রবিবার রাতে ও গতকাল সকালে তারা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত তুফানগঞ্জের চুলকানির বাজার এলাকা
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বলেন, "পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে । সংঘর্ষের ঘটনায় আটক 10 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।"