ETV Bharat / state

বিদেশি পড়ুয়াদের আকর্ষণে ব্যবস্থা নিক রবীন্দ্রভারতী, D. Litt প্রদান অনুষ্ঠানে পরামর্শ রাজ্যপালের - sanjeev chatterjee

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের 44 তম সাবর্তন অনুষ্ঠানে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের হাতে আজ সাম্মানিক D. Litt সম্মান তুলে দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সেইসঙ্গে সাম্মানিক D.Litt তুলে দেওয়া হয় নৃত‍্যশিল্পী সোনাল মানসিংহ এবং সংগীতশিল্পী ও তবলাবাদক স্বপন চৌধুরির হাতে ।

সঞ্জীব চট্টোপাধ্যায়
author img

By

Published : May 8, 2019, 6:27 PM IST

Updated : May 8, 2019, 8:29 PM IST

কলকাতা, 8 মে : সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে সাম্মানিক D. Litt সম্মানে ভূষিত করল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । আজ বিশ্ববিদ্যালয়ের 44তম সমাবর্তন অনুষ্ঠানে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের হাতে D.Litt তুলে দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সাম্মানিক D.Litt তুলে দেওয়া হয় নৃত‍্যশিল্পী সোনাল মানসিংহ এবং সংগীতশিল্পী ও তবলাবাদক স্বপন চৌধুরির হাতে । সেইসঙ্গে 4জন শিল্পীর হাতে তুলে দেওয়া হয় রাজ‍্য অ্যাকাডেমি পুরস্কার । শুভেন্দু মাইতির হাতে তুলে দেওয়া হয় আচার্য দিনেশচন্দ্র অ্যাওয়ার্ড । 99 ছাত্র-ছাত্রীকে সমাবর্তন মঞ্চ থেকে Ph.D ডিগ্রি এবং 62 জনকে M.Phil ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন মুখ‍্য অতিথি V N ঝা ।

ভিডিয়োয় দেখুন

বর্তমানে ইস্টার্ন রিজিয়নে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি পড়ুয়া রয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । আরও বেশি করে বিদেশি পড়ুয়াদের টানতে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । আজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের 44 তম সমাবর্তনে সভাপতিত্ব করেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী । আজ অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপাল বলেন, " দেশের পড়ুয়ারা ছাড়াও বহু বিদেশি পড়ুয়াও এই বিশ্ববিদ্যালয়ে থাকছেন এবং পড়াশোনা করছেন । তাঁদের মধ‍্যে অনেকেই ICCR ও ইন্ডিয়ান মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্স থেকে স্কলারশিপ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসছেন । গত বছর এই বিশ্ববিদ্যালয়ে 144 জন বিদেশি পড়ুয়া ছিলেন । যা পুরো ইস্টার্ন রিজিওনের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবথেকে বেশি । এই সকল পড়ুয়ারা শুধু বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার মতো ভারতের প্রতিবেশী দেশ থেকে আসেননি। এশিয়ার অন্য দেশ এবং ইউরোপ, আফ্রিকা থেকেও এসেছেন । আমি এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত অংশীদারদের পরামর্শ দেব, যথোপযুক্ত ব্যবস্থা নিতে যাতে তাঁরা আরও অনেক বিদেশি পড়ুয়ারা আকর্ষণ করতে পারেন ।"

রাজ‍্যপালের পরামর্শ অনুযায়ী বিদেশি পড়ুয়াদের টানতে কী ব্যবস্থা নেওয়া হবে এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি বলেন, "নতুন বিদেশি ছাত্রদের জন্য আবাসের ব্যবস্থা করা হবে নিউটাউনে বিশ্ববিদ্যালয়ের নতুন যে ক্যাম্পাসটি তৈরি করা হচ্ছে সেখানে । তার জন্য ইতিমধ্যেই PWD-র সোশাল সেক্টর কাজ শুরু করে দিয়েছে । এটা গ্রিন ক্যাম্পাস হবে । পরিবেশ বান্ধব ক্যাম্পাস তৈরির পরিকল্পনা রয়েছে । ভোটের জন্য এখন কাজ বন্ধ রয়েছে । জুন মাস থেকে নতুন উদ্যোমে কাজ আবার শুরু করা হবে । আমাদের হায়েস্ট বিদেশি পড়ুয়া রয়েছেন । ICCR-এর মধ্য দিয়ে মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্সের ফেলোশিপ নিয়ে যারা আসছেন তাঁদের সংখ্যাও ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের সবচেয়ে বেশি । কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের উদ্দেশ্য হচ্ছে এই সংখ্যাটা বাড়ানো । যাতে আরও বেশি বিদেশি ছাত্রছাত্রী আসেন । আমাদের লক্ষ্য, হস্টেলটা আমরা তাঁদের জন্য করতে চাইছি । সেখানে কিচেন থাকবে যেখানে তাঁরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করে নিতে পারবেন । অনেক সময়ই এই অসুবিধাটা হয়েছে যে, কেউ এসেছেন আফ্রিকা বা অন‍্যান‍্য দেশ থেকে। তাঁদের তো খাওয়ার ধরন আলাদা । সুতরাং এখানের বাঙালি খাবার যদি তাঁদের প্রোভাইড করা হয় সেটা অনেকসময় তাঁদের শরীরে সহ‍্য হয় না । এটা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের অভিযোগ করেন । কাজেই তাঁরা তাঁদের মতো রান্না করে নেবেন । পরে আমরা দেখব আর কী কী ফেসিলিটি দেওয়া যায়।"

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষায় তেমনভাবে বিদেশি পড়ুয়া নেই । এক-দু'জন রয়েছেন বাংলাদেশের । তবে রেগুলারে বিদেশি পড়ুয়ার সংখ্যা অনেক বেশি । উপাচার্য সব‍্যসাচী বসু রায়চৌধুরি বলেন, "রেগুলারে আমাদের এই বছর ছিলেন 186 জন । ফাইন আর্টস ও ভিশুয়াল আর্টসে বেশি । হিউম‍্যান রাইটসেও আছেন । হিউম‍্যান রাইটসে স্পেনের এক ছাত্রী আছেন।"

কলকাতা, 8 মে : সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে সাম্মানিক D. Litt সম্মানে ভূষিত করল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । আজ বিশ্ববিদ্যালয়ের 44তম সমাবর্তন অনুষ্ঠানে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের হাতে D.Litt তুলে দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সাম্মানিক D.Litt তুলে দেওয়া হয় নৃত‍্যশিল্পী সোনাল মানসিংহ এবং সংগীতশিল্পী ও তবলাবাদক স্বপন চৌধুরির হাতে । সেইসঙ্গে 4জন শিল্পীর হাতে তুলে দেওয়া হয় রাজ‍্য অ্যাকাডেমি পুরস্কার । শুভেন্দু মাইতির হাতে তুলে দেওয়া হয় আচার্য দিনেশচন্দ্র অ্যাওয়ার্ড । 99 ছাত্র-ছাত্রীকে সমাবর্তন মঞ্চ থেকে Ph.D ডিগ্রি এবং 62 জনকে M.Phil ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন মুখ‍্য অতিথি V N ঝা ।

ভিডিয়োয় দেখুন

বর্তমানে ইস্টার্ন রিজিয়নে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি পড়ুয়া রয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । আরও বেশি করে বিদেশি পড়ুয়াদের টানতে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । আজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের 44 তম সমাবর্তনে সভাপতিত্ব করেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী । আজ অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপাল বলেন, " দেশের পড়ুয়ারা ছাড়াও বহু বিদেশি পড়ুয়াও এই বিশ্ববিদ্যালয়ে থাকছেন এবং পড়াশোনা করছেন । তাঁদের মধ‍্যে অনেকেই ICCR ও ইন্ডিয়ান মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্স থেকে স্কলারশিপ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসছেন । গত বছর এই বিশ্ববিদ্যালয়ে 144 জন বিদেশি পড়ুয়া ছিলেন । যা পুরো ইস্টার্ন রিজিওনের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবথেকে বেশি । এই সকল পড়ুয়ারা শুধু বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার মতো ভারতের প্রতিবেশী দেশ থেকে আসেননি। এশিয়ার অন্য দেশ এবং ইউরোপ, আফ্রিকা থেকেও এসেছেন । আমি এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত অংশীদারদের পরামর্শ দেব, যথোপযুক্ত ব্যবস্থা নিতে যাতে তাঁরা আরও অনেক বিদেশি পড়ুয়ারা আকর্ষণ করতে পারেন ।"

রাজ‍্যপালের পরামর্শ অনুযায়ী বিদেশি পড়ুয়াদের টানতে কী ব্যবস্থা নেওয়া হবে এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি বলেন, "নতুন বিদেশি ছাত্রদের জন্য আবাসের ব্যবস্থা করা হবে নিউটাউনে বিশ্ববিদ্যালয়ের নতুন যে ক্যাম্পাসটি তৈরি করা হচ্ছে সেখানে । তার জন্য ইতিমধ্যেই PWD-র সোশাল সেক্টর কাজ শুরু করে দিয়েছে । এটা গ্রিন ক্যাম্পাস হবে । পরিবেশ বান্ধব ক্যাম্পাস তৈরির পরিকল্পনা রয়েছে । ভোটের জন্য এখন কাজ বন্ধ রয়েছে । জুন মাস থেকে নতুন উদ্যোমে কাজ আবার শুরু করা হবে । আমাদের হায়েস্ট বিদেশি পড়ুয়া রয়েছেন । ICCR-এর মধ্য দিয়ে মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্সের ফেলোশিপ নিয়ে যারা আসছেন তাঁদের সংখ্যাও ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের সবচেয়ে বেশি । কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের উদ্দেশ্য হচ্ছে এই সংখ্যাটা বাড়ানো । যাতে আরও বেশি বিদেশি ছাত্রছাত্রী আসেন । আমাদের লক্ষ্য, হস্টেলটা আমরা তাঁদের জন্য করতে চাইছি । সেখানে কিচেন থাকবে যেখানে তাঁরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করে নিতে পারবেন । অনেক সময়ই এই অসুবিধাটা হয়েছে যে, কেউ এসেছেন আফ্রিকা বা অন‍্যান‍্য দেশ থেকে। তাঁদের তো খাওয়ার ধরন আলাদা । সুতরাং এখানের বাঙালি খাবার যদি তাঁদের প্রোভাইড করা হয় সেটা অনেকসময় তাঁদের শরীরে সহ‍্য হয় না । এটা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের অভিযোগ করেন । কাজেই তাঁরা তাঁদের মতো রান্না করে নেবেন । পরে আমরা দেখব আর কী কী ফেসিলিটি দেওয়া যায়।"

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষায় তেমনভাবে বিদেশি পড়ুয়া নেই । এক-দু'জন রয়েছেন বাংলাদেশের । তবে রেগুলারে বিদেশি পড়ুয়ার সংখ্যা অনেক বেশি । উপাচার্য সব‍্যসাচী বসু রায়চৌধুরি বলেন, "রেগুলারে আমাদের এই বছর ছিলেন 186 জন । ফাইন আর্টস ও ভিশুয়াল আর্টসে বেশি । হিউম‍্যান রাইটসেও আছেন । হিউম‍্যান রাইটসে স্পেনের এক ছাত্রী আছেন।"

Last Updated : May 8, 2019, 8:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.