কলকাতা, 10 জুলাই : 2006 থেকে 2009 সাল পর্যন্ত নিযুক্ত প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদের 2015 সালের 1 জুলাই পর্যন্ত ইনক্রিমেন্টের সুবিধা দিয়েছিল স্কুল শিক্ষা-দপ্তর । 2018 সালের 6 ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে এই সুবিধা দেওয়া হয়েছিল । সোমবার আরও একটি নির্দেশিকা জারি করা হয় । ওই নির্দেশিকায় 2018 সালের 6 ফেব্রুয়ারি জারি হওয়া নির্দেশিকাটি আংশিকভাবে সংশোধন করা হয় । নতুন নির্দেশিকায় বলা হয় 2002 থেকে 2005 সাল পর্যন্ত নিযুক্ত প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদেরও একইভাবে ইনক্রিমেন্টের সুবিধা দিল স্কুল শিক্ষা দপ্তর ।
সংশোধিত নির্দেশিকায় বলা হয়েছে, 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত যে সমস্ত প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছিল তাঁদের 2015 সালের 1 জুলাই পর্যন্ত ইনক্রিমেন্টের সুবিধা দেওয়ার পাশাপাশি 2002 থেকে 2006 সালের মধ্যে নিযুক্ত প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদেরও ইনক্রিমেন্টের সুবিধা দেওয়া হবে ।
স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, "2002 থেকে 2005 সালে যাঁরা চাকরিতে ঢুকছেন কিন্তু ট্রেনিং করতে পারেননি বা করেননি, তাঁদের ইনক্রিমেন্ট বন্ধ ছিল । রোপা-2009-এর নিয়ম অনুযায়ী, যাঁরা প্রশিক্ষণ ছাড়াই কাজে ঢুকেছিলেন তাঁদের চারটে ইনক্রিমেন্ট হওয়ার পরে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে এবং চাকরিতে 10 বছর সম্পূর্ণ হলে তাঁদের প্রশিক্ষণপ্রাপ্ত ধরে নিয়ে ইনক্রিমেন্ট চালু হবে । এটা রোপা-1998-তেও ছিল । 2006 সাল থেকে যাঁরা কাজে যোগ দিয়েছিলেন তাঁরা 2015 সালে এসে আবার ইনক্রিমেন্ট পেতে শুরু করেছেন । যাঁরা ট্রেনিং করেছেন তাঁদের তো (ইনক্রিমেন্ট) চালু হয়েই গেছে, আর যাঁরা ট্রেনিং করেননি তাঁদেরও চাকরিতে 10 বছর পূর্ণ হওয়ার পর ট্রেনিং প্রাপ্তদের সমতুল্য ধরে ইনক্রিমেন্ট চালু করে দেওয়া হয়েছে । কিন্তু, মাঝখানে তাঁদের যে ইনক্রিমেন্টগুলো হয়নি সেটা তাঁরা পাবেন 2006 সালের পর থেকে । 2002 সাল থেকে 2005 সালে নিযুক্ত হয়েছে যাঁরা তাঁরাও ইনক্রিমেন্ট পাবেন ।"