ETV Bharat / state

নির্দেশিকা সংশোধন করে প্রাথমিকে শিক্ষকদের ইনক্রিমেন্টের সুবিধা বাড়ানো হল - school education department

2002-2005 সাল পর্যন্ত নিয়োগ হয়েছেন এমন প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদের ইনক্রিমেন্টের সুবিধা দিল স্কুল শিক্ষা দপ্তর । সোমবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয় ।

প্রাথমিকে শিক্ষকদের ইনক্রিমেন্টের সুবিধা বাড়ানো হল
author img

By

Published : Jul 10, 2019, 6:17 AM IST

কলকাতা, 10 জুলাই : 2006 থেকে 2009 সাল পর্যন্ত নিযুক্ত প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদের 2015 সালের 1 জুলাই পর্যন্ত ইনক্রিমেন্টের সুবিধা দিয়েছিল স্কুল শিক্ষা-দপ্তর । 2018 সালের 6 ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে এই সুবিধা দেওয়া হয়েছিল । সোমবার আরও একটি নির্দেশিকা জারি করা হয় । ওই নির্দেশিকায় 2018 সালের 6 ফেব্রুয়ারি জারি হওয়া নির্দেশিকাটি আংশিকভাবে সংশোধন করা হয় । নতুন নির্দেশিকায় বলা হয় 2002 থেকে 2005 সাল পর্যন্ত নিযুক্ত প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদেরও একইভাবে ইনক্রিমেন্টের সুবিধা দিল স্কুল শিক্ষা দপ্তর ।

সংশোধিত নির্দেশিকায় বলা হয়েছে, 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত যে সমস্ত প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছিল তাঁদের 2015 সালের 1 জুলাই পর্যন্ত ইনক্রিমেন্টের সুবিধা দেওয়ার পাশাপাশি 2002 থেকে 2006 সালের মধ্যে নিযুক্ত প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদেরও ইনক্রিমেন্টের সুবিধা দেওয়া হবে ।

স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, "2002 থেকে 2005 সালে যাঁরা চাকরিতে ঢুকছেন কিন্তু ট্রেনিং করতে পারেননি বা করেননি, তাঁদের ইনক্রিমেন্ট বন্ধ ছিল । রোপা-2009-এর নিয়ম অনুযায়ী, যাঁরা প্রশিক্ষণ ছাড়াই কাজে ঢুকেছিলেন তাঁদের চারটে ইনক্রিমেন্ট হওয়ার পরে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে এবং চাকরিতে 10 বছর সম্পূর্ণ হলে তাঁদের প্রশিক্ষণপ্রাপ্ত ধরে নিয়ে ইনক্রিমেন্ট চালু হবে । এটা রোপা-1998-তেও ছিল । 2006 সাল থেকে যাঁরা কাজে যোগ দিয়েছিলেন তাঁরা 2015 সালে এসে আবার ইনক্রিমেন্ট পেতে শুরু করেছেন । যাঁরা ট্রেনিং করেছেন তাঁদের তো (ইনক্রিমেন্ট) চালু হয়েই গেছে, আর যাঁরা ট্রেনিং করেননি তাঁদেরও চাকরিতে 10 বছর পূর্ণ হওয়ার পর ট্রেনিং প্রাপ্তদের সমতুল্য ধরে ইনক্রিমেন্ট চালু করে দেওয়া হয়েছে । কিন্তু, মাঝখানে তাঁদের যে ইনক্রিমেন্টগুলো হয়নি সেটা তাঁরা পাবেন 2006 সালের পর থেকে । 2002 সাল থেকে 2005 সালে নিযুক্ত হয়েছে যাঁরা তাঁরাও ইনক্রিমেন্ট পাবেন ।"

কলকাতা, 10 জুলাই : 2006 থেকে 2009 সাল পর্যন্ত নিযুক্ত প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদের 2015 সালের 1 জুলাই পর্যন্ত ইনক্রিমেন্টের সুবিধা দিয়েছিল স্কুল শিক্ষা-দপ্তর । 2018 সালের 6 ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে এই সুবিধা দেওয়া হয়েছিল । সোমবার আরও একটি নির্দেশিকা জারি করা হয় । ওই নির্দেশিকায় 2018 সালের 6 ফেব্রুয়ারি জারি হওয়া নির্দেশিকাটি আংশিকভাবে সংশোধন করা হয় । নতুন নির্দেশিকায় বলা হয় 2002 থেকে 2005 সাল পর্যন্ত নিযুক্ত প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদেরও একইভাবে ইনক্রিমেন্টের সুবিধা দিল স্কুল শিক্ষা দপ্তর ।

সংশোধিত নির্দেশিকায় বলা হয়েছে, 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত যে সমস্ত প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছিল তাঁদের 2015 সালের 1 জুলাই পর্যন্ত ইনক্রিমেন্টের সুবিধা দেওয়ার পাশাপাশি 2002 থেকে 2006 সালের মধ্যে নিযুক্ত প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদেরও ইনক্রিমেন্টের সুবিধা দেওয়া হবে ।

স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, "2002 থেকে 2005 সালে যাঁরা চাকরিতে ঢুকছেন কিন্তু ট্রেনিং করতে পারেননি বা করেননি, তাঁদের ইনক্রিমেন্ট বন্ধ ছিল । রোপা-2009-এর নিয়ম অনুযায়ী, যাঁরা প্রশিক্ষণ ছাড়াই কাজে ঢুকেছিলেন তাঁদের চারটে ইনক্রিমেন্ট হওয়ার পরে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে এবং চাকরিতে 10 বছর সম্পূর্ণ হলে তাঁদের প্রশিক্ষণপ্রাপ্ত ধরে নিয়ে ইনক্রিমেন্ট চালু হবে । এটা রোপা-1998-তেও ছিল । 2006 সাল থেকে যাঁরা কাজে যোগ দিয়েছিলেন তাঁরা 2015 সালে এসে আবার ইনক্রিমেন্ট পেতে শুরু করেছেন । যাঁরা ট্রেনিং করেছেন তাঁদের তো (ইনক্রিমেন্ট) চালু হয়েই গেছে, আর যাঁরা ট্রেনিং করেননি তাঁদেরও চাকরিতে 10 বছর পূর্ণ হওয়ার পর ট্রেনিং প্রাপ্তদের সমতুল্য ধরে ইনক্রিমেন্ট চালু করে দেওয়া হয়েছে । কিন্তু, মাঝখানে তাঁদের যে ইনক্রিমেন্টগুলো হয়নি সেটা তাঁরা পাবেন 2006 সালের পর থেকে । 2002 সাল থেকে 2005 সালে নিযুক্ত হয়েছে যাঁরা তাঁরাও ইনক্রিমেন্ট পাবেন ।"

Intro:কলকাতা, ৯ জুলাই: ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়সীমায় নিয়োগ হওয়া প্রশিক্ষণ হীন শিক্ষক-শিক্ষিকাদের ২০১৫ সালের ১ জুলাই পর্যন্ত ইনক্রিমেন্টের সুবিধা দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে এই সুবিধা দেওয়া হয়েছিল। গতকাল আর একটি নির্দেশিকা জারি করে ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি জারি করা নির্দেশিকাকে আংশিকভাবে সংশোধন করে ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত যে সকল প্রশিক্ষণ হীন শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছিল তাঁদেরকেও একইভাবে ইনক্রিমেন্টের সুবিধা দিল স্কুল শিক্ষা দপ্তর।

Body:নির্দেশিকায় বলা হয়েছে, দপ্তরের জারি করা ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারির নির্দেশিকায় আংশিক সংশোধন করে, ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যে সমস্ত প্রশিক্ষণ হীন শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছিল তাঁদের ২০১৫ সালের ১ জুলাই পর্যন্ত ইনক্রিমেন্টের সুবিধা দেওয়া হবে বলা হয়েছিল। সেই নির্দেশিকায় পরিবর্তন এনে সেই সব প্রশিক্ষণ হীন শিক্ষক-শিক্ষিকাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে যাঁদের ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে নিয়োগ করা হয়েছিল ও যাঁরা আগের নির্দেশিকায় যে প্রশিক্ষণ হীন শিক্ষক-শিক্ষিকাদের বর্ণনা দেওয়া হয়েছে তাঁদের মতোই, একই যুক্তি ও টার্মস অ্যান্ড কন্ডিশনে নিযুক্ত হয়েছিলেন, তাঁদেরকেও ইনক্রিমেন্টের সুবিধা দেওয়া হবে। সংশ্লিষ্ট সকলকে নিশ্চিত করতে বলা হয়েছে ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে নিয়োগ করা হয়েছে সেই সব শিক্ষক-শিক্ষিকাদের ২০১৫ সালের ১ জুলাই পর্যন্ত লস্ট ইনক্রিমেন্ট ও সব সুবিধা রিস্টোর করতে।

এ বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, "২০০২ থেকে ২০০৫ সালে যাঁরা চাকরিতে ঢুকছে ট্রেনিং করতে পারেনি বা করেনি তাঁদের ইনক্রিমেন্ট বন্ধ ছিল। রোপা-২০০৯-এর নিয়ম অনুযায়ী, যাঁরা প্রশিক্ষণ হীন অবস্থায় কাজে ঢুকেছিলেন তাঁদের চারটে ইনক্রিমেন্ট হওয়ার পরে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে এবং ১০ বছর সম্পূর্ণ হলে তাঁকে প্রশিক্ষণপ্রাপ্ত ধরে নিয়ে তাঁর ইনক্রিমেন্ট চালু হয়ে যাবে। এটা রোপা-১৯৯৮-এও ছিল। ২০০৬ সাল থেকে যাঁরা কাজে যোগ দিয়েছিলেন তাঁরা ২০১৫ সালে এসে আবার পেতে শুরু করেছে। যাঁরা ট্রেনিং করেছে তাদের তো চালু হয়েই গেছে, আর যারা ট্রেনিং করেনি তাঁদেরও ১০ বছর সম্পূর্ণ হওয়ায় তাঁদেরকেও ট্রেনিং প্রাপ্তদের সমতুল্য ধরে ইনক্রিমেন্ট চালু করে দেওয়া হয়েছে। কিন্তু, মাঝখানে তাঁদের যে ইনক্রিমেন্টগুলো হয়নি সেটা তাঁরা ফিরে পেয়েছে ২০০৬ সালের পর থেকে। এবার ২০০২ সাল থেকে ২০০৫ সালে নিযুক্ত লোকও ফিরে পাবে।"
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.