কলকাতা, 7 এপ্রিল: ভাড়া বাড়ানো সহ আরও কয়েক দফা দাবিতে উবার ট্যাক্সিগুলিতে AC পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
উবার গাড়ির চালক এবং মালিকপক্ষ একজোট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ অনলাইন ক্যাব অপারেটরস গিল্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গিল্ডের সম্পাদক ইন্দ্রনীল বন্দোপাধ্যায় বলেন, "আমরা দীর্ঘদিন ধরে উবার কর্তৃপক্ষকে আমাদের দাবিগুলো জানিয়ে আসছি। আমাদের দাবিগুলো দীর্ঘদিন অমীমাংসিত হয়ে রয়েছে বলে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে, আগামীকাল অর্থাৎ 8 এপ্রিল থেকে সমস্ত গাড়িগুলিতে AC পরিষেবা বন্ধ রাখা হবে। আমরা আমাদের সিদ্ধান্তের কথা উবার কর্তৃপক্ষকেও জানিয়েছি।"
তিনি আরও বলেন, "আগামীকাল আমাদের সংগঠনের গাড়িগুলো রাস্তায় নেমে বাকি গাড়ির চালকদেরকেও এই বিষয়ে সচেতন করবেন যাতে বাকিরাও এই বৃহত্তর আন্দোলনে অংশ নেন। যখন কোনও গ্রাহক উবার বুক করবেন তখন চালক আগাম তাঁকে জানিয়ে দেবেন যে গাড়িতে AC চালানো হবে না।"
আন্দোলনকারীদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম রাজ্য সরকার নির্ধারিত এসি ট্যাক্সির ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে উবার ট্যাক্সিগুলিতেও কিলোমিটার প্রতি টাকা 18.75 পয়সা ভাড়া করতে হবে। এখন উবার গাড়িগুলোর ভাড়া কিলোমিটার পিছু 8-9 টাকা।