ETV Bharat / state

সারদা-নারদ তদন্তে গতি আনতে কলকাতায় নাগেশ্বর রাও

সারদা, নারদ সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তের কাজে গতি আনতে কলকাতায় এলেন CBI -এর অ্যাডিশনাল ডিরেক্টর নাগেশ্বর রাও ।

নাগেশ্বর রাও
author img

By

Published : Jun 13, 2019, 9:33 PM IST

Updated : Jun 13, 2019, 9:44 PM IST

বিধাননগর, 13 জুন : কলকাতায় এলেন CBI -এর অ্যাডিশনাল ডিরেক্টর নাগেশ্বর রাও । ওয়াকিবহাল মহলের অনুমান, সারদা, নারদ সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তের কাজে গতি আনতে তিনি কলকাতায় এসেছেন ।

আজ দুপুর 12 টা নাগাদ কলকাতার সল্টলেকের CGO কম্প্লেক্সে আসেন তিনি । ইতিমধ্যেই একাধিক তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন । তদন্ত সংক্রান্ত বিভিন্ন ফাইল খতিয়ে দেখবেন তিনি । বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির তদন্তে প্রয়োজনীয় পরামর্শ দেবেন তদন্তকারী আধিকারিকদের । রাজীব কুমারকে ফের জিজ্ঞাসাবাদ করতে হলে কী করতে হবে সেই সংক্রান্ত আলোচনা করতে এদিন নাগেশ্বর রাওয়ের সঙ্গে দেখা করেন CBI (কলকাতা)-র পদস্থ আধিকারিকরা ।

ভিডিয়োয় দেখুন

10 জুলাই পর্যন্ত রাজীব কুমারের রক্ষাকবচ রয়েছে । আগামী 2 জুলাই হাইকোর্টে ফের রাজীব মামলার শুনানি হবে । এর আগে 7 জুন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI । সূত্রের খবর, অনেক প্রশ্নের আশানুরূপ উত্তর না মেলায় ফের জিজ্ঞাসাবাদ করতে পারে CBI । তবে ফের জিজ্ঞাসাবাদ করতে হলে নতুন করে নোটিশ দিতে হবে । এবার নাগেশ্বর রাওয়ের পরামর্শে সেই প্রক্রিয়াই শুরু করতে চলেছেন CBI (কলকাতা)-র পদস্থ আধিকারিকরা ।

বিধাননগর, 13 জুন : কলকাতায় এলেন CBI -এর অ্যাডিশনাল ডিরেক্টর নাগেশ্বর রাও । ওয়াকিবহাল মহলের অনুমান, সারদা, নারদ সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তের কাজে গতি আনতে তিনি কলকাতায় এসেছেন ।

আজ দুপুর 12 টা নাগাদ কলকাতার সল্টলেকের CGO কম্প্লেক্সে আসেন তিনি । ইতিমধ্যেই একাধিক তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন । তদন্ত সংক্রান্ত বিভিন্ন ফাইল খতিয়ে দেখবেন তিনি । বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির তদন্তে প্রয়োজনীয় পরামর্শ দেবেন তদন্তকারী আধিকারিকদের । রাজীব কুমারকে ফের জিজ্ঞাসাবাদ করতে হলে কী করতে হবে সেই সংক্রান্ত আলোচনা করতে এদিন নাগেশ্বর রাওয়ের সঙ্গে দেখা করেন CBI (কলকাতা)-র পদস্থ আধিকারিকরা ।

ভিডিয়োয় দেখুন

10 জুলাই পর্যন্ত রাজীব কুমারের রক্ষাকবচ রয়েছে । আগামী 2 জুলাই হাইকোর্টে ফের রাজীব মামলার শুনানি হবে । এর আগে 7 জুন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI । সূত্রের খবর, অনেক প্রশ্নের আশানুরূপ উত্তর না মেলায় ফের জিজ্ঞাসাবাদ করতে পারে CBI । তবে ফের জিজ্ঞাসাবাদ করতে হলে নতুন করে নোটিশ দিতে হবে । এবার নাগেশ্বর রাওয়ের পরামর্শে সেই প্রক্রিয়াই শুরু করতে চলেছেন CBI (কলকাতা)-র পদস্থ আধিকারিকরা ।

Intro:




বিধাননগর, ১৩ জুন: সারদা নারদ সহ বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারির তদন্তে গতি আনতে কলকাতায় এলেন সিবিআইয়ের অ্যাডিশনাল দিরেক্টর নাগেশ্বর রাও। সারদা নারদা তদন্তের অগ্রগতি আনতে সিবিআইযের এই উদ্যোগ বলে জানা গেছে। আজ দুপুর ১২:০০ টায় কলকাতার সল্টলেকের সিজিও কম্প্লেক্সে আসেন তিনি।

Body:ইতিমধ্যে একাধিক তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে। পাশাপাশি তদন্ত সংক্রান্ত বিভিন্ন ফাইল দেখে তদন্তের অগ্রগতি সম্পর্কে ওয়াকিবহাল হবেন তিনি। বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারির তদন্ত ত্বরান্বিত করতে তিনি প্রয়োজনীয় পরামর্শ দেবেন তদন্তকারী আধিকারিকদের।

Conclusion:রাজীব কুমারকে কিভাবে ফের জিজ্ঞাসাবাদের জন্য পাওয়া যাবে তার খসড়া তৈরি করতে এদিন নাগেশ্বর রাওয়ের সঙ্গে সিবিআইয়ের কলকাতায় এসপি পদমর্যাদার আধিকারিকের সঙ্গে দীর্ঘকথাবার্তা হয়। ১০ জুলাই অবধি রাজীব কুমারের রক্ষাকবচ রয়েছে। ২ জুলাই হাইকোর্টে ফের রাজিন মামলার শুনানি। ০৭ জুন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। চার ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ফলে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে নতুন করে নোটিশ দিতে হবে। সিবিআই সূত্রের দাবী অনেক প্রশ্নের আশানুরূপ উত্তর না মেলায় তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। এবারে নাগেশ্বর রাওয়ের পরামর্শে সেই প্রক্রিয়া শুরু করতে চলেছেন সিবিআইয়ের কলকাতায় পদস্থ আধিকারিকরা।
Last Updated : Jun 13, 2019, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.