ETV Bharat / state

আইনজীবীদের কর্মবিরতির জের, আগাম জামিনের আবেদন জানাতে পারলেন না রাজীব কুমার - cbi

আইনজীবীদের কর্মবিরতির জেরে আগাম জামিনের আবেদন জানাতে পারলেন না রাজীব কুমার । আগামী সোমবার ফের বারাসতে যাবেন তিনি ।

রাজীব কুমার
author img

By

Published : May 18, 2019, 11:04 PM IST

কলকাতা, 18 মে : ইতিমধ্যেই রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নিয়েছে সুপ্রিমকোর্ট । তবে তাকে 7 দিন সময় দেওয়া হয়েছে । এর মধ্যে তিনি নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, দীপক গুপ্তা ও সঞ্জীব খান্নার বেঞ্চ ।

প্রসঙ্গত রাজীব কুমার চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে সহযোগিতা করছেন না বলে সুপ্রিমকোর্টে জানিয়েছিল CBI ।

সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে যে SIT গঠন করা হয়েছিল তার মাথায় ছিলেন রাজীব । তার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাঁকে একাধিকবার সমন পাঠায় CBI । কিন্ত তিনি সাড়া দেননি । এরপর 3 ফেব্রুয়ারি CBI-এর একটি টিম রাজীব কুমারের বাড়িতে গেছিল জিজ্ঞাসাবাদের জন্য । যেই ঘটনা ঘিরে উত্তপ্ত হয় রাজনৈতিক মহল । এরপর সুপ্রিমকোর্ট রাজীব কুমারকে CBI-এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয় ।


এদিকে 23 দিন ধরে রাজ্যের আদালতগুলিতে আইনজীবীদের কর্মবিরতি চলছে । তাই আগামী সোমবার বারাসতে ফের যেতে পারেন রাজীব কুমার।

কলকাতা, 18 মে : ইতিমধ্যেই রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নিয়েছে সুপ্রিমকোর্ট । তবে তাকে 7 দিন সময় দেওয়া হয়েছে । এর মধ্যে তিনি নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, দীপক গুপ্তা ও সঞ্জীব খান্নার বেঞ্চ ।

প্রসঙ্গত রাজীব কুমার চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে সহযোগিতা করছেন না বলে সুপ্রিমকোর্টে জানিয়েছিল CBI ।

সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে যে SIT গঠন করা হয়েছিল তার মাথায় ছিলেন রাজীব । তার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাঁকে একাধিকবার সমন পাঠায় CBI । কিন্ত তিনি সাড়া দেননি । এরপর 3 ফেব্রুয়ারি CBI-এর একটি টিম রাজীব কুমারের বাড়িতে গেছিল জিজ্ঞাসাবাদের জন্য । যেই ঘটনা ঘিরে উত্তপ্ত হয় রাজনৈতিক মহল । এরপর সুপ্রিমকোর্ট রাজীব কুমারকে CBI-এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয় ।


এদিকে 23 দিন ধরে রাজ্যের আদালতগুলিতে আইনজীবীদের কর্মবিরতি চলছে । তাই আগামী সোমবার বারাসতে ফের যেতে পারেন রাজীব কুমার।

Intro:আগামী সোমবার আবার বারাসাতে সিবিআই কোর্টে যাবেন রাজীবকুমার Body:
মানস নস্কর---

আইনজীবীদের কর্মবিরতির গেরোয় আবেদন জানাতে পারলেন না আগাম জামিনের, আগামী সোমবার আবার বারাসাতে যাবেন রাজীব কুমার

কলকাতা ১৮ মেঃ
সিবিআইয়ের গ্রেপ্তারি এড়াতে আজ বারাসাতে সিবিআই আদালতে গিয়েছিলেন রাজীব কুমার। কিন্ত আইনজীবীদের কর্মবিরতি চলায় আজ তিনি আগাম জামিনের আবেদন জানাতে পারেন নি।তবে সোমবার আবার তিনি যাবেন বারাসাত সিবিআই কোর্টে।

সারদা -রোজভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলায় গতকাল সুপ্রিমকোর্ট কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের অন্তর্বর্তী আইনি সুরক্ষা তুলে নিয়েছে।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুপ্রিমকোর্ট সিবিআই রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না বলে যে নির্দেশ দিয়েছিল সেটাই প্রত্যাহার করে গতকাল।তবে সুপ্রিমকোর্ট তাকে ৭ দিনের সময় দিয়েছে।এর মধ্যে তিনি নিম্নয়াদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, দীপক গুপ্তা ও সঞ্জীব খান্নার বেঞ্চ।

প্রসঙ্গত কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে সহজোগিতা করছেন না বলে সুপ্রিমকোর্টে আবেদন জানায় সিবিআই। সারদা-রোজভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে যে সিট গঠন করা হয়েছিল তার মাথায় ছিল রাজীব।তার জন্য সিবিআই তাকে একাধিকবার সমন পাঠায় জিজ্ঞাসাবাদের প্রয়োজনে। কিন্ত তিনি সাড়া দেননি। এরপর ৩ ফেব্রুয়ারি সিবিয়ায়ের একটি টিম কুমারের বাড়িতে গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। কিন্ত অফিসারদের বাড়িতে তো তিনি ঢুকতে দেননি,উলটে তাদের পুলিশ দিয়ে সেখান থেকে হটান রাজীব কুমার।এরপর সুপ্রিমকোর্ট তাদের নির্দেশে রাজীব কুমারকে সিবিয়াই এর সাথে সহজোগিতার নির্দেশ দেয়।তবে সিবিআই যেন তাকে গ্রেপ্তার না করে সেটাও সুনিশ্চিত করে জানিয়ে দিয়েছিল সুপ্রিমকোর্ট। রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ তিনি সারদা-রোজভ্যালি চিটফান্ড মামলার প্রমানপত্র বিকৃত করেছেন , নথিপত্র লোপাট করেছেন।

হাওড়া আদালতের ঘটনায় আদালত গুলিতে আইনজীবীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে গত ২৩ দিন ধরে।কাজে যোগদান করছেন না কোন আইনজীবী। এই পরিস্থিতিতে কি করেন রাজীব কুমার এখন সেটাই দেখার।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.