ETV Bharat / state

বাংলায় পরিবর্তন শুরু হয়ে গেছে : দিলীপ - দিলীপ ঘোষ

মেদিনীপুর কেন্দ্রে জয়ের পর নিজের প্রতিক্রিয়া দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ
author img

By

Published : May 23, 2019, 9:42 PM IST

কলকাতা, 23 মে : মেদিনীপুর কেন্দ্রে জয়ী BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সারাদেশের সঙ্গে আজ রাজ্যেও ঘাসফুলের বদলে অনেকগুলি আসনেই ফুটেছে পদ্ম ।

গেরুয়া শিবিরের এই জয় সম্পর্কে দিলীপবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন," গত তিনবছর ধরে প্ল্যানিং করে এগিয়েছিলাম । কর্মীরা কাজ করেছেন, মার খেয়েছেন, কেস খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন । কিন্তু তারপরও ময়দান ছাড়েননি । গত পঞ্চায়েত নির্বাচনে মারামারি সত্ত্বেও আমরা লড়েছি । যেটা দেখে পশ্চিম বাংলার মানুষের মনে হয়েছে BJP-র হাত ধরে পরিবর্তন হতে পারে, উন্নয়ন হতে পারে । তাই লোকে ভরপুর ভোট দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন । তার পরিণাম আমি মেদিনীপুরে জিতেছি ।" সেইসঙ্গে তিনি জানান, রাজ্যে 20-র বেশি আসন আশা করেছিলেন, তবে সেটা হচ্ছে না বলে কোথাও কিছুটা মন খারাপও রয়েছে ।

কিন্তু রাজ্যে এই সাফল্যের পিছনে রহস্য কী ?

দিলীপবাবুর বলেন, "সাফল্য শুধু এখানে আসেনি । একাধিক রাজ্যে আমরা জিতেছি । মাননীয় প্রধানমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি ও বাংলার 42 লাখ কর্মী সবাই লড়াই করেছেন । " সেইসঙ্গে তিনি দাবি করেন, রাজ্যে শুধু BJP নেতা-কর্মী-সমর্থকরাই নন, অন্যান্য দলের নেতা-কর্মী-সমর্থকরাও তৃণমূলকে হারানোর জন্য BJP-কে ভোট দিয়েছেন ।

রাজ্য সরকারকে চাপে রাখতে আগামীদিনে কী পরিকল্পনা ?

দিলীপবাবু জানান, পরিকল্পনার প্রয়োজন নেই । সরকার ইতিমধ্যেই চাপে পড়ে গেছেন । সাধারণ মানুষের চাপেই সরকার ভেঙে যাবে ।

মমতা ব্যানার্জির উদ্দেশে আপনার বার্তা কী ?

দিলীপবাবু বলেন, "অত্যাধিক অহঙ্কার ও স্বেচ্ছাচারিতার জন্য আজ বাংলার দুর্দশা, তৃণমূলের দুর্দশা । আজ মানুষ বাধ্য হয়েছে রাস্তায় নেমে বোমা-বন্দুক উপেক্ষা করে ভোট দিয়ে পরিবর্তন করতে ।" তিনি আরও জানান, মমতা ব্যানার্জির সামনে এখন 'শ্যাম রাখি না কূল রাখি' পরিস্থিতি ।

আপনি কি কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ?

দিলীপবাবু বলেন, "আমার কোনও মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই । বাংলায় পরিবর্তন করার ইচ্ছা আছে । "

অ-BJP জোটের পরাজয় সম্পর্কে কী বলবেন?

দিলীপবাবু বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী, অমিত শাহ আগেই বলেছিলেন এই ঠকবন্ধন টিকবে না ।"

বিধানসভা নির্বাচন কি এগিয়ে আনার কথা কিছু ভাবছেন ?

দিলীপবাবু বলেন, "আমরা দেখছি গতি-প্রকৃতি কোন দিকে যায় । কেন্দ্রে আগে সরকার গঠন করি ।"

অনেক বিধায়ক লাইনে আছেন । তাঁদের সংখ্যা কি আরও বাড়বে ? তাঁদের উদ্দেশে কী বার্তা?

হাসি মুখে দিলীপবাবু বলেন, "অনেক লোক লাইনে আছেন । বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত সদস্য, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, মেয়র । দেখতে থাকুন, গুনতে থাকুন । আমরা ছোট পরিবারে বিশ্বাস করি না । বড় পরিবার, সুখী পরিবার। " সেইসঙ্গে বিধায়কদের উদ্দেশে তাঁর বার্তা, জনগণ খবর দিয়েছে ঘর ছেড়ে দাও ।

কলকাতা, 23 মে : মেদিনীপুর কেন্দ্রে জয়ী BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সারাদেশের সঙ্গে আজ রাজ্যেও ঘাসফুলের বদলে অনেকগুলি আসনেই ফুটেছে পদ্ম ।

গেরুয়া শিবিরের এই জয় সম্পর্কে দিলীপবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন," গত তিনবছর ধরে প্ল্যানিং করে এগিয়েছিলাম । কর্মীরা কাজ করেছেন, মার খেয়েছেন, কেস খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন । কিন্তু তারপরও ময়দান ছাড়েননি । গত পঞ্চায়েত নির্বাচনে মারামারি সত্ত্বেও আমরা লড়েছি । যেটা দেখে পশ্চিম বাংলার মানুষের মনে হয়েছে BJP-র হাত ধরে পরিবর্তন হতে পারে, উন্নয়ন হতে পারে । তাই লোকে ভরপুর ভোট দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন । তার পরিণাম আমি মেদিনীপুরে জিতেছি ।" সেইসঙ্গে তিনি জানান, রাজ্যে 20-র বেশি আসন আশা করেছিলেন, তবে সেটা হচ্ছে না বলে কোথাও কিছুটা মন খারাপও রয়েছে ।

কিন্তু রাজ্যে এই সাফল্যের পিছনে রহস্য কী ?

দিলীপবাবুর বলেন, "সাফল্য শুধু এখানে আসেনি । একাধিক রাজ্যে আমরা জিতেছি । মাননীয় প্রধানমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি ও বাংলার 42 লাখ কর্মী সবাই লড়াই করেছেন । " সেইসঙ্গে তিনি দাবি করেন, রাজ্যে শুধু BJP নেতা-কর্মী-সমর্থকরাই নন, অন্যান্য দলের নেতা-কর্মী-সমর্থকরাও তৃণমূলকে হারানোর জন্য BJP-কে ভোট দিয়েছেন ।

রাজ্য সরকারকে চাপে রাখতে আগামীদিনে কী পরিকল্পনা ?

দিলীপবাবু জানান, পরিকল্পনার প্রয়োজন নেই । সরকার ইতিমধ্যেই চাপে পড়ে গেছেন । সাধারণ মানুষের চাপেই সরকার ভেঙে যাবে ।

মমতা ব্যানার্জির উদ্দেশে আপনার বার্তা কী ?

দিলীপবাবু বলেন, "অত্যাধিক অহঙ্কার ও স্বেচ্ছাচারিতার জন্য আজ বাংলার দুর্দশা, তৃণমূলের দুর্দশা । আজ মানুষ বাধ্য হয়েছে রাস্তায় নেমে বোমা-বন্দুক উপেক্ষা করে ভোট দিয়ে পরিবর্তন করতে ।" তিনি আরও জানান, মমতা ব্যানার্জির সামনে এখন 'শ্যাম রাখি না কূল রাখি' পরিস্থিতি ।

আপনি কি কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ?

দিলীপবাবু বলেন, "আমার কোনও মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই । বাংলায় পরিবর্তন করার ইচ্ছা আছে । "

অ-BJP জোটের পরাজয় সম্পর্কে কী বলবেন?

দিলীপবাবু বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী, অমিত শাহ আগেই বলেছিলেন এই ঠকবন্ধন টিকবে না ।"

বিধানসভা নির্বাচন কি এগিয়ে আনার কথা কিছু ভাবছেন ?

দিলীপবাবু বলেন, "আমরা দেখছি গতি-প্রকৃতি কোন দিকে যায় । কেন্দ্রে আগে সরকার গঠন করি ।"

অনেক বিধায়ক লাইনে আছেন । তাঁদের সংখ্যা কি আরও বাড়বে ? তাঁদের উদ্দেশে কী বার্তা?

হাসি মুখে দিলীপবাবু বলেন, "অনেক লোক লাইনে আছেন । বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত সদস্য, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, মেয়র । দেখতে থাকুন, গুনতে থাকুন । আমরা ছোট পরিবারে বিশ্বাস করি না । বড় পরিবার, সুখী পরিবার। " সেইসঙ্গে বিধায়কদের উদ্দেশে তাঁর বার্তা, জনগণ খবর দিয়েছে ঘর ছেড়ে দাও ।

Tokyo (Japan), May 23 (ANI): This is an action game that solves mathematics function problem on smart-phone and tablet device for learning the formula of functions. Casio, the Japanese maker of various range of products like calculator and watches, developed it to increase the interest level in mathematics. Casio has developed a calculator that is tailored to meet various purposes of education and business. Casio has contributed to math education in developing countries. They have also awarded scientific calculators to schools and held math competitions to help students learn the fun of math. The game helps the user learn mathematical function formula. User can learn mathematics and have fun at the same time. User can read comics according to their level of progress in the game. By making the characters in the game and comics the same, it helps the user enjoy mathematics. Casio's math education support program contributes to the development of students who aspire to study the science of the world.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.