ETV Bharat / state

বালিগঞ্জের হোটেলে মধুচক্র, উদ্ধার 4 নাবালিকা ; ধৃত দম্পতি - kolkata

বালিগঞ্জের একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ । গ্রেপ্তার 4 । উদ্ধার করা হয়েছে চার নাবালিকাকে ।

হোটেলে মধুচক্র
author img

By

Published : Jun 27, 2019, 9:59 AM IST

কলকাতা, 27 জুন : নামেই হোটেল । আদপে মধুচক্র চালানো হয় সেখানে । এমনই খবর পেয়ে বালিগঞ্জের একটি হোটেলে অভিযান চালিয়ে 4 নাবালিকাকে উদ্ধার করল পুলিশ । নাবালিকা পাচারচক্র জড়িত অভিযোগে এক দম্পতি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

দক্ষিণ 24 পরগনা, বর্ধমান কিংবা কলকাতা । নাবালিকা উধাও হয়ে যাওয়ার খবর আসে মাঝেমধ্যেই । পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় । তদন্তে নেমে কখনও-সখনও পুলিশ তাদের উদ্ধার করতে পারলেও, অনেক সময়ই তারা হারিয়ে যায়। নাবালিকারা পাচার হয় ভিনরাজ্যে। কখনও আবার তাদের পাচার করে দেওয়া হয় বিদেশে। এমন অভিযোগ অনেকসময় আসে পুলিশের কাছে ।

brothel behind hotel, ballygunj
বালিগঞ্জের সেই হোটেল

আর নাবালিকা পাচারচক্রের হদিশ করতে গিয়েই বালিগঞ্জ স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বের এই হোটেলের খবর পায় পুলিশ । কোয়ালিটি ইন নামে হোটেলটিতে নজর রাখতে শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । জানা যায়, হোটেলের আড়ালে সেখানে রমরমিয়ে চলছে দেহব্যবসা। মঙ্গলবার রাতে অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং শাখার অফিসাররা হানা দেন ওই হোটেলে । সেখানেই কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার 4 নাবালিকাকে উদ্ধার করে পুলিশ । গ্রেপ্তার করা হয় হোটেলের ম্যানেজার সুরেশ কুমার পুস্তি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরাতা পুস্তিকে।

ধৃতদের জেরা করে জানা যায়, নাচ-গান করানোর নামে ওই চার নাবালিকাকে এই হোটেলে আনে কৃষ্ণেন্দু চ্যাটার্জি নামে এক ব্যক্তি । কৃষ্ণেন্দু আদতে বর্ধমানের বাসিন্দা । তবে তার সোনারপুরেও একটি ঠিকানা রয়েছে । ঘটনায় জড়িত তার স্ত্রীও । দু'জনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় । গতকাল সবাইকে আলিপুর আদালতে তোলা হয় । ধৃত দম্পতির সাতদিনের পুলিশ হেপাজত হয়েছে । বাকি দু'জনকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক ।

গোয়েন্দারা জানতে পেরেছেন, নাবালিকা পাচারই ওই দম্পতির পেশা । ধৃতদের হেপাজতে নিয়ে কোথায় কোথায় তারা নাবালিকা পাচার করত তা জানার চেষ্টা করছে পুলিশ।

কলকাতা, 27 জুন : নামেই হোটেল । আদপে মধুচক্র চালানো হয় সেখানে । এমনই খবর পেয়ে বালিগঞ্জের একটি হোটেলে অভিযান চালিয়ে 4 নাবালিকাকে উদ্ধার করল পুলিশ । নাবালিকা পাচারচক্র জড়িত অভিযোগে এক দম্পতি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

দক্ষিণ 24 পরগনা, বর্ধমান কিংবা কলকাতা । নাবালিকা উধাও হয়ে যাওয়ার খবর আসে মাঝেমধ্যেই । পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় । তদন্তে নেমে কখনও-সখনও পুলিশ তাদের উদ্ধার করতে পারলেও, অনেক সময়ই তারা হারিয়ে যায়। নাবালিকারা পাচার হয় ভিনরাজ্যে। কখনও আবার তাদের পাচার করে দেওয়া হয় বিদেশে। এমন অভিযোগ অনেকসময় আসে পুলিশের কাছে ।

brothel behind hotel, ballygunj
বালিগঞ্জের সেই হোটেল

আর নাবালিকা পাচারচক্রের হদিশ করতে গিয়েই বালিগঞ্জ স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বের এই হোটেলের খবর পায় পুলিশ । কোয়ালিটি ইন নামে হোটেলটিতে নজর রাখতে শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । জানা যায়, হোটেলের আড়ালে সেখানে রমরমিয়ে চলছে দেহব্যবসা। মঙ্গলবার রাতে অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং শাখার অফিসাররা হানা দেন ওই হোটেলে । সেখানেই কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার 4 নাবালিকাকে উদ্ধার করে পুলিশ । গ্রেপ্তার করা হয় হোটেলের ম্যানেজার সুরেশ কুমার পুস্তি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরাতা পুস্তিকে।

ধৃতদের জেরা করে জানা যায়, নাচ-গান করানোর নামে ওই চার নাবালিকাকে এই হোটেলে আনে কৃষ্ণেন্দু চ্যাটার্জি নামে এক ব্যক্তি । কৃষ্ণেন্দু আদতে বর্ধমানের বাসিন্দা । তবে তার সোনারপুরেও একটি ঠিকানা রয়েছে । ঘটনায় জড়িত তার স্ত্রীও । দু'জনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় । গতকাল সবাইকে আলিপুর আদালতে তোলা হয় । ধৃত দম্পতির সাতদিনের পুলিশ হেপাজত হয়েছে । বাকি দু'জনকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক ।

গোয়েন্দারা জানতে পেরেছেন, নাবালিকা পাচারই ওই দম্পতির পেশা । ধৃতদের হেপাজতে নিয়ে কোথায় কোথায় তারা নাবালিকা পাচার করত তা জানার চেষ্টা করছে পুলিশ।

Intro:কলকাতা, ২৬ জুন: দক্ষিণ 24 পরগনা বর্ধমান কিবা কলকাতা। নাবালিকা উধাও হয়ে যাওয়ার খবর আসে মাঝেমধ্যেই। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে কখনো-সখনো পুলিশ তাদের উদ্ধার করতে পারলেও, অনেক সময়ই তারা হারিয়ে যায়। তারা চলে যায় ভিনরাজ্যে। কখনো আবার তাদের পাচার করে দেওয়া হয় দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের একটি হোটেলে মধুচক্রে হানাদারির সূত্র ধরে এমনই এক নাবালিকা পাচার চক্রের কিংপিনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। উদ্ধার করা হয়েছে 4 নাবালিকাকে। Body:আপাতদৃষ্টিতে হোটেল। বালিগঞ্জ স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। সেখানেই জাঁকিয়ে বসেছিল মধুচক্রের আসর। বিষয়টি অবশ্য টের আশেপাশের মানুষজন। কিন্তু গোপন সূত্রে খবর পায় পুলিশ। কোয়ালিটি ইন নামে হোটেলটিতে নজর রাখতে শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জানা যায় হোটেলের আড়ালে সেখানে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। তারপর গতকাল সন্ধ্যায় হোটেল সিটি কোলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং শাখার অফিসাররা। সেখানেই কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার 4 নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয় হোটেলের ম্যানেজার সুরেশ কুমার পুস্তি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরাতা পুস্তিকে।
Conclusion:ধৃতদের জেরা করে জানা যায়, নাচ গান করানোর নামে ওই চার নাবালিকাকে এই হোটেলে আনে কৃষ্ণেন্দু চাটার্জী নামে এক ব্যক্তি। কৃষ্ণেন্দু আদতে বর্ধমানের বাসিন্দা। তবে তার সোনারপুরেও একটি ঠিকানা রয়েছে। ঘটনায় জড়িত তার স্ত্রী মিতা চ্যাটার্জিও। গোয়েন্দারা জানতে পেরেছেন, নাবালিকা পাচারই ওই দম্পতির পেশা। ধৃতদের হেফাজতে নিয়ে কোথায় কোথায় তারা নাবালিকা পাচার করত তা জানার চেষ্টা করছে পুলিশ।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.