ETV Bharat / state

কে না চায় মায়ের আঁচলে ফিরতে ? কাউন্সিলরদের দলে ফেরা প্রসঙ্গে বললেন পার্থ - kolkata

কাঁচড়াপাড়ার 9 জন কাউন্সিলর তৃণমূলে ফেরায় হালিশহরের পাশাপাশি কাঁচড়াপাড়া পৌরসভাতেও ফের সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল । সেই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মীদের "মা" বলে সম্বোধন করেন পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ
author img

By

Published : Jul 14, 2019, 1:05 AM IST

Updated : Jul 14, 2019, 7:13 AM IST

কলকাতা, 14 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মীদের "মা" বলে সম্বোধন করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । গতকাল বেহালায় এক পদযাত্রায় যোগ দেন তিনি । সেখানে BJP থেকে কাউন্সিলরদের তৃণমূলে ফেরা প্রসঙ্গে বলেন, "দল ছেড়ে যাওয়ার 4 দিন পর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসছে সবাই । কে না চায় মায়ের আঁচলে ফিরে আসতে ? কেউ কি আর দাদার রুমাল ভালোবাসে ?"

21 জুলাইয়ের সমাবেশকে সফল করতে গতকাল বেহালার 14 নম্বর বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । ছিলেন তারক সিং সহ স্থানীয় তৃণমূল কাউন্সিলররা । সেই পদযাত্রা চলাকালীনই ফের দলে যোগ দিতে তৃণমূল ভবনে হাজির হন কাঁচড়াপাড়ার 9 জন কাউন্সিলর । এর আগে তৃণমূলে ফিরে এসেছেন হালিশহর পৌরসভার কাউন্সিলররাও । এর জেরে হালিশহরের পাশাপাশি কাঁচড়াপাড়া পৌরসভাতেও ফের সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল । সেই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মীদের "মা" বলে সম্বোধন করেন তিনি ।

এদিকে গতকাল মুকুল রায় দাবি করেন, তৃণমূল সহ অন্য দলের অনেক বিধায়ক BJP-তে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে । তাঁর কথায়, "রাজ্যের 107 জন বিধায়ক BJP-তে আসতে প্রস্তুত । অধিকাংশই তৃণমূল বিধায়ক ।" এই প্রসঙ্গে পার্থবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "চমক একটাই । যাঁরা যাচ্ছেন তাঁরা আবার ঘরে ফিরে আসছেন ।"

কলকাতা, 14 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মীদের "মা" বলে সম্বোধন করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । গতকাল বেহালায় এক পদযাত্রায় যোগ দেন তিনি । সেখানে BJP থেকে কাউন্সিলরদের তৃণমূলে ফেরা প্রসঙ্গে বলেন, "দল ছেড়ে যাওয়ার 4 দিন পর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসছে সবাই । কে না চায় মায়ের আঁচলে ফিরে আসতে ? কেউ কি আর দাদার রুমাল ভালোবাসে ?"

21 জুলাইয়ের সমাবেশকে সফল করতে গতকাল বেহালার 14 নম্বর বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । ছিলেন তারক সিং সহ স্থানীয় তৃণমূল কাউন্সিলররা । সেই পদযাত্রা চলাকালীনই ফের দলে যোগ দিতে তৃণমূল ভবনে হাজির হন কাঁচড়াপাড়ার 9 জন কাউন্সিলর । এর আগে তৃণমূলে ফিরে এসেছেন হালিশহর পৌরসভার কাউন্সিলররাও । এর জেরে হালিশহরের পাশাপাশি কাঁচড়াপাড়া পৌরসভাতেও ফের সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল । সেই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মীদের "মা" বলে সম্বোধন করেন তিনি ।

এদিকে গতকাল মুকুল রায় দাবি করেন, তৃণমূল সহ অন্য দলের অনেক বিধায়ক BJP-তে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে । তাঁর কথায়, "রাজ্যের 107 জন বিধায়ক BJP-তে আসতে প্রস্তুত । অধিকাংশই তৃণমূল বিধায়ক ।" এই প্রসঙ্গে পার্থবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "চমক একটাই । যাঁরা যাচ্ছেন তাঁরা আবার ঘরে ফিরে আসছেন ।"

Intro:
কি কারণে মমতাকে মা সম্বোধন করলেন পার্থ ?

কলকাতা, ১৩ জুলাই: মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের সঙ্গে তুলনা করে দলছুটদের ঘরে ফেরা নিয়ে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আজ বেহালায় ২১ জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে দলের এক পদযাত্রায় অংশ নিয়ে তিনি বললেন, 'দল ছেড়ে যাওয়ার ৪ দিন পর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসছে। কে না চাই মায়ের আঁচলে ফিরে আসতে, কেউ কি আর দাদার রুমাল ভালোবাসে !'

Body:

২১ জুলাইয়ের সমাবেশকে সফল করতে আজ বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে একটি পদযাত্রা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পদযাত্রায় পা মেলান তারক সিং সহ স্থানীয় ঝোল তৃণমূল কাউন্সিলররাও। বেহালার পদযাত্রা যখন চলছে এমন সময় তৃণমূলে যোগ দেওয়ার জন্য তৃণমূল ভবনে হাজির হয়েছেন কাঁচড়াপাড়ার ৯ জন কাউন্সিলর। এর আগে একই রকমভাবে ফিরে এসেছেন হালিশহর পুরসভার কাউন্সিলররাও। হালিশহর এবং কাঁচড়াপাড়া পুরসভা দুটি দখলে এল তৃণমূলের। আজ পদযাত্রা চলাকালীন এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'চমক একটাই যারা যাচ্ছেন
তারা আবার ফিরে আসছেন। 'ঘরে ফেরা'। যাওয়ার চারদিন পরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসছেন। কে না চায়, মায়ের আঁচলে ফিরে আসতে ! কেউকি দাদার রুমাল ভালোবাসে।'Conclusion:
Last Updated : Jul 14, 2019, 7:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.