কলকাতা, ২০ ফেব্রুয়ারি : সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। নাম মধুমিতা দাস (৬২)। বেলেঘাটা ID হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ হিসেবে সোয়াইন ফ্লুর কথা স্বীকার করেছে।
কেষ্টপুরের বাসিন্দা ওই বৃদ্ধা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তারই মধ্যে তিনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হন। মৃতের ছেলে দীপন বলেন, "কিডনির সমস্যার জন্য মায়ের নিয়মিত ডায়ালিসিস করানো হত। শারীরিক অবস্থার অবনতি হলে মাকে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বুধবার (১৩ ফেব্রুয়ারি) তাঁকে অপর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।"
সেখানে ICU-তে বৃদ্ধার চিকিৎসা চলছিল। হাসপাতালের তরফে রবিরার তাঁর H1N1 টেস্ট করানোর কথা বলা হয়। সোমবার রিপোর্ট আসার পর জানা যায়, তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত। সেদিন সন্ধ্যায় তাঁকে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই আজ সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ বৃদ্ধার মৃত্যু হয়।
বিষয়টি নিয়ে বেলেঘাটা ID হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল (MSVP) টুটুল চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, "ওই বৃদ্ধা সোয়াইন ফ্লুতে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।" সূত্রের খবর, এই হাসপাতালে আরও ৬ জন সোয়াইন ফ্লু আক্রান্তের চিকিৎসা চলছে।