ETV Bharat / state

কলকাতায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার - Kolkata

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 20, 2019, 3:28 PM IST

কলকাতা, ২০ ফেব্রুয়ারি : সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। নাম মধুমিতা দাস (৬২)। বেলেঘাটা ID হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ হিসেবে সোয়াইন ফ্লুর কথা স্বীকার করেছে।

কেষ্টপুরের বাসিন্দা ওই বৃদ্ধা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তারই মধ্যে তিনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হন। মৃতের ছেলে দীপন বলেন, "কিডনির সমস্যার জন্য মায়ের নিয়মিত ডায়ালিসিস করানো হত। শারীরিক অবস্থার অবনতি হলে মাকে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বুধবার (১৩ ফেব্রুয়ারি) তাঁকে অপর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।"

সেখানে ICU-তে বৃদ্ধার চিকিৎসা চলছিল। হাসপাতালের তরফে রবিরার তাঁর H1N1 টেস্ট করানোর কথা বলা হয়। সোমবার রিপোর্ট আসার পর জানা যায়, তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত। সেদিন সন্ধ্যায় তাঁকে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই আজ সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ বৃদ্ধার মৃত্যু হয়।

বিষয়টি নিয়ে বেলেঘাটা ID হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল (MSVP) টুটুল চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, "ওই বৃদ্ধা সোয়াইন ফ্লুতে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।" সূত্রের খবর, এই হাসপাতালে আরও ৬ জন সোয়াইন ফ্লু আক্রান্তের চিকিৎসা চলছে।

undefined

কলকাতা, ২০ ফেব্রুয়ারি : সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। নাম মধুমিতা দাস (৬২)। বেলেঘাটা ID হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ হিসেবে সোয়াইন ফ্লুর কথা স্বীকার করেছে।

কেষ্টপুরের বাসিন্দা ওই বৃদ্ধা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তারই মধ্যে তিনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হন। মৃতের ছেলে দীপন বলেন, "কিডনির সমস্যার জন্য মায়ের নিয়মিত ডায়ালিসিস করানো হত। শারীরিক অবস্থার অবনতি হলে মাকে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বুধবার (১৩ ফেব্রুয়ারি) তাঁকে অপর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।"

সেখানে ICU-তে বৃদ্ধার চিকিৎসা চলছিল। হাসপাতালের তরফে রবিরার তাঁর H1N1 টেস্ট করানোর কথা বলা হয়। সোমবার রিপোর্ট আসার পর জানা যায়, তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত। সেদিন সন্ধ্যায় তাঁকে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই আজ সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ বৃদ্ধার মৃত্যু হয়।

বিষয়টি নিয়ে বেলেঘাটা ID হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল (MSVP) টুটুল চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, "ওই বৃদ্ধা সোয়াইন ফ্লুতে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।" সূত্রের খবর, এই হাসপাতালে আরও ৬ জন সোয়াইন ফ্লু আক্রান্তের চিকিৎসা চলছে।

undefined
wb_kol_8001_20feb_swine_flu_death_7203421 সোয়াইন ফ্লু আক্রান্তের মৃত্যু কলকাতা, ২০ ফেব্রুয়ারি: সোয়াইন ফ্লু আক্রান্ত এক মহিলার মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালে। মৃতের নাম মধুমিতা দাস (৬২)। কেষ্টপুরের এই বাসিন্দা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে তিনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হন। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। সোয়াইন ফ্লু আক্রান্ত মৃত এই রোগীর ছেলে দীপন দাস জানিয়েছেন, তাঁর মা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিস করানো হতো। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে উত্তর কলকাতার বেসরকারি একটি নার্সিং হোমে তাঁর মাকে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে‌‌। এই অবস্থায় মধুমিতা দাসকে ICU-তে রাখার প্রয়োজন দেখা দেয়। কিন্তু উত্তর কলকাতার ওই নার্সিংহোমে এই পরিষেবা না থাকার কারণে, উত্তর কলকাতারই অন্য একটি নার্সিংহোমে গত ১৩ ফেব্রুয়ারি রাতে স্থানান্তর করা হয়েছিল বলে জানিয়েছেন দীপন দাস। ১৩ ফেব্রুয়ারি ভর্তি হওয়ার পরেও এই রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে হাসপাতাল সূত্রে খবর। দীপন দাস বলেন, "ICU-তে মায়ের চিকিৎসা চলছিল। গত রবিবার ১৭ ফেব্রুয়ারি সোয়াইন ফ্লু-র টেস্ট করানোর কথা বলা হয়।" একই সঙ্গে তিনি বলেন, "গত সোমবার মৌখিকভাবে আমরা জানতে পারি মা সোয়াইন ফ্লু আক্রান্ত। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মাকে আমরা বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যায়। এই হাসপাতালে আজ সকাল সোয়া আটটা নাগাদ মায়ের মৃত্যু হয়।" এই বিষয়ে বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) টুটুল চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "মধুমিতা দাস সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। তবে, এর সঙ্গে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।" সূত্রের খবর, এই হাসপাতালে বর্তমানে সোয়াইন ফ্লু আক্রান্ত ৬ জনের চিকিৎসা চলছে। _______________________
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.