ETV Bharat / state

আদবানির বক্তব্যকে স্বাগত, টুইট মমতার - BJP

লালকৃষ্ণ আদবানির মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, টুইট মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 5, 2019, 9:24 AM IST

কলকাতা, 5 এপ্রিল : "প্রবীণতম রাজনীতিবিদ, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও BJP-র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে লালকৃষ্ণ আদবানি যে রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় দিয়েছিন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য।" গতকাল একটি টুইটবার্তায় একথা লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নরেন্দ্র মোদি ও অমিত শাহ জমানায় BJP-র অন্যতম প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আদবানির গুরুত্ব কমিয়ে মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এমন কী এবার লোকসভা ভোটে গান্ধিনগর থেকে তাঁকে টিকিটও দেওয়া হয়নি। উলটে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে গান্ধিনগরের টিকিট দেওয়া হয়। তা নিয়ে এতদিন মুখ খোলেননি লালকৃষ্ণ আদবানি। অবশেষে গতকাল নিজের ব্লগে নাম না করে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিশানা করেছেন বর্ষীয়ান BJP নেতা বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অভিমত।

আরও পড়ুন : সমালোচনা করলেই দেশদ্রোহী নয় : আদবানি

তারপরই আদবানির সমর্থনে মুখ খোলেন মমতা। তিনি টুইটে লেখেন, "যে বিরোধীরা নিজেদের মুখ খোলেন তাঁরা অবশ্যই দেশবিরোধী নয়। তাঁর বক্তব্যকে আমরা স্বাগত জানাই। তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।" এর আগেও, দলে আদবানির গুরুত্ব কমিয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দলের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে লালকৃষ্ণ আদবানিকে লোকসভা ভোটে টিকিট না দেওয়ায় মমতা বলেছিলেন, "আদবানি, মুরলি মনোহরদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে। ভিন্ন দল হলেও তাঁদের আমি সম্মান করি।"

  • As the senior most politician, fmr Dy PM and founding father of BJP, the views AdvaniJi has expressed about extending democratic courtesies,is significant. Of course, all Opposition who raise their voices are not anti national. We welcome his statement & convey our humble regards

    — Mamata Banerjee (@MamataOfficial) April 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 5 এপ্রিল : "প্রবীণতম রাজনীতিবিদ, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও BJP-র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে লালকৃষ্ণ আদবানি যে রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় দিয়েছিন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য।" গতকাল একটি টুইটবার্তায় একথা লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নরেন্দ্র মোদি ও অমিত শাহ জমানায় BJP-র অন্যতম প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আদবানির গুরুত্ব কমিয়ে মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এমন কী এবার লোকসভা ভোটে গান্ধিনগর থেকে তাঁকে টিকিটও দেওয়া হয়নি। উলটে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে গান্ধিনগরের টিকিট দেওয়া হয়। তা নিয়ে এতদিন মুখ খোলেননি লালকৃষ্ণ আদবানি। অবশেষে গতকাল নিজের ব্লগে নাম না করে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিশানা করেছেন বর্ষীয়ান BJP নেতা বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অভিমত।

আরও পড়ুন : সমালোচনা করলেই দেশদ্রোহী নয় : আদবানি

তারপরই আদবানির সমর্থনে মুখ খোলেন মমতা। তিনি টুইটে লেখেন, "যে বিরোধীরা নিজেদের মুখ খোলেন তাঁরা অবশ্যই দেশবিরোধী নয়। তাঁর বক্তব্যকে আমরা স্বাগত জানাই। তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।" এর আগেও, দলে আদবানির গুরুত্ব কমিয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দলের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে লালকৃষ্ণ আদবানিকে লোকসভা ভোটে টিকিট না দেওয়ায় মমতা বলেছিলেন, "আদবানি, মুরলি মনোহরদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে। ভিন্ন দল হলেও তাঁদের আমি সম্মান করি।"

  • As the senior most politician, fmr Dy PM and founding father of BJP, the views AdvaniJi has expressed about extending democratic courtesies,is significant. Of course, all Opposition who raise their voices are not anti national. We welcome his statement & convey our humble regards

    — Mamata Banerjee (@MamataOfficial) April 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
New Delhi, Mar 27 (ANI): Actor Diljit Dosanjh and actress Kriti Sanon starrer 'ArjunPatiala', which was scheduled to release on May 3, will now hit the theatres on July 19 the same day as Sunny Deol's directorial 'Pal Pal Dil Ke Paas' starring his son Karan is set to release. "New release date for #ArjunPatiala...Will now release on 19 July 2019...Stars Diljit Dosanjh, Kriti Sanon and Varun Sharma...Directed by Rohit Jugraj...Produced by Bhushan Kumar, Krishan Kumar, Dinesh Vijan and Sandeep Leyzell," Indian film critic and trade analyst Taran Adarsh tweeted. The first look of the flick was unveiled in 2018. This movie is directed by Rohit Jugraj. The film marks Kriti and Diljit's first collaboration together. 'Arjun Patiala' is being co-produced by T-Series honcho Bhushan Kumar and Dinesh Vijan of Maddock Films.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.