ETV Bharat / state

পিছিয়ে গেল রাজীব কুমার মামলার শুনানি

পিছিয়ে গেল হাইকোর্টে রাজীব কুমার মামলার শুনানি । আগামী 2 জুলাই বিচারপতি আশা অরোরার সিংগল বেঞ্চে হবে এই মামলার শুনানি ।

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By

Published : Jun 12, 2019, 9:39 PM IST

কলকাতা, 12 জুন : পিছিয়ে গেল হাইকোর্টে রাজীব কুমার মামলার শুনানি । আগামী 2 জুলাই বিচারপতি আশা অরোরার সিংগল বেঞ্চে হবে এই মামলার শুনানি । বিচারপতি আশা অরোরা আগামী দু'সপ্তাহের জন্য সার্কিট বেঞ্চে যাচ্ছেন । তাই পিছিয়ে গেল শুনানি । প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ মত আগামী 12 জুলাই পর্যন্ত রাজীব কুমারের সুরক্ষা কবচ থাকছে । তাঁকে গ্রেপ্তার করতে পারবে না CBI ।

আজ মামলাটির শুনানির হওয়ার কথা ছিল । কিন্ত আজ সকালে রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখার্জি এবং CBI-র তরফে আইনজীবী ওয়াই জেড দস্তুর আশা অরোরার সিংগল বেঞ্চকে বলেন, "হাইকোর্টের ভেকেশন বেঞ্চে বিষয়টি উঠেছিল। বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির সিংগল বেঞ্চ আপনার বেঞ্চে শুনানির জন্য নির্দেশ দিয়েছিলেন আজ । কিন্ত আপনি যেহেতু সার্কিট বেঞ্চে যাচ্ছেন তাই 2 জুলাই শুনানির জন্য রাখা হোক মামলাটি ।" বিচারপতি আশা অরোরা বিষয়টি শোনার পর তাতে সম্মতি দেন।

পাশাপাশি রাজ্যে BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার সিটি সেশন কোর্টে যে মানহানির মামলা দায়ের করেছিলেন তার শুনানির উপর আগামী 8 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিলেন বিচারপতি আশা অরোরা।

রাজীব কুমার গত 2017 সালের 18 ফেব্রুয়ারি কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে সিটি সেশন কোর্টে মানহানির মামলা দায়ের করেন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলায় CBI গ্রেপ্তার করার পর বিজয়বর্গীয় মন্তব্য করেন যে, রাজীব কুমার চিটফান্ড মামলার নথিপত্র লোপাট করেছেন । তারপরই রাজীব কুমার সিটি সেশন কোর্টে মানহানির মামলা দায়ের করেন । এই মামলার শুনানির উপর স্থগিতাদেশ চেয়ে কৈলাস বিজয়বর্গীয় চলতি বছরের শুরুতে হাইকোর্টের দ্বারস্থ হন । আজ মামলাটি বিচারপতি আশা অরোরার সিংগল বেঞ্চে শুনানি হয় । বিচারপতি দু'পক্ষের বক্তব্য শোনার পর আগামী 8 সপ্তাহের জন্য নিম্ন আদালতে বিচারাধীন মামলাটির শুনানির উপর স্থগিতাদেশ জারি করেন ।

কলকাতা, 12 জুন : পিছিয়ে গেল হাইকোর্টে রাজীব কুমার মামলার শুনানি । আগামী 2 জুলাই বিচারপতি আশা অরোরার সিংগল বেঞ্চে হবে এই মামলার শুনানি । বিচারপতি আশা অরোরা আগামী দু'সপ্তাহের জন্য সার্কিট বেঞ্চে যাচ্ছেন । তাই পিছিয়ে গেল শুনানি । প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ মত আগামী 12 জুলাই পর্যন্ত রাজীব কুমারের সুরক্ষা কবচ থাকছে । তাঁকে গ্রেপ্তার করতে পারবে না CBI ।

আজ মামলাটির শুনানির হওয়ার কথা ছিল । কিন্ত আজ সকালে রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখার্জি এবং CBI-র তরফে আইনজীবী ওয়াই জেড দস্তুর আশা অরোরার সিংগল বেঞ্চকে বলেন, "হাইকোর্টের ভেকেশন বেঞ্চে বিষয়টি উঠেছিল। বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির সিংগল বেঞ্চ আপনার বেঞ্চে শুনানির জন্য নির্দেশ দিয়েছিলেন আজ । কিন্ত আপনি যেহেতু সার্কিট বেঞ্চে যাচ্ছেন তাই 2 জুলাই শুনানির জন্য রাখা হোক মামলাটি ।" বিচারপতি আশা অরোরা বিষয়টি শোনার পর তাতে সম্মতি দেন।

পাশাপাশি রাজ্যে BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার সিটি সেশন কোর্টে যে মানহানির মামলা দায়ের করেছিলেন তার শুনানির উপর আগামী 8 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিলেন বিচারপতি আশা অরোরা।

রাজীব কুমার গত 2017 সালের 18 ফেব্রুয়ারি কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে সিটি সেশন কোর্টে মানহানির মামলা দায়ের করেন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলায় CBI গ্রেপ্তার করার পর বিজয়বর্গীয় মন্তব্য করেন যে, রাজীব কুমার চিটফান্ড মামলার নথিপত্র লোপাট করেছেন । তারপরই রাজীব কুমার সিটি সেশন কোর্টে মানহানির মামলা দায়ের করেন । এই মামলার শুনানির উপর স্থগিতাদেশ চেয়ে কৈলাস বিজয়বর্গীয় চলতি বছরের শুরুতে হাইকোর্টের দ্বারস্থ হন । আজ মামলাটি বিচারপতি আশা অরোরার সিংগল বেঞ্চে শুনানি হয় । বিচারপতি দু'পক্ষের বক্তব্য শোনার পর আগামী 8 সপ্তাহের জন্য নিম্ন আদালতে বিচারাধীন মামলাটির শুনানির উপর স্থগিতাদেশ জারি করেন ।

Intro:আবার সুরক্ষা কবচ পেলেন রাজীব কুমার Body:
মানস নস্কর---

রাজীব কুমারকে আপাতত গ্রেপ্তার করতে পারবে না সিবিআই, নির্দেশ হাইকোর্টের

কলকাতা ৩০ মে ঃ
আপাতত আগামী একমাস অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই। তবে সারদা চিটফান্ড মামলার তদন্তে সিবিআইয়ের সাথে রাজীব কুমারকে পূর্ন সহজোগিতা করতে হবে নির্দেশ হাইকোর্টের। হাইকোর্ট আরো জানিয়েছে, ইতিমধ্যে তিনি বিদেশ যেতে পারবেন না।পাসপোর্ট সিবিআই অফিসে জমা রাখতে হবে। প্রতিদিন সিবিআই অফিসারের সামনে হাজিরা দিতে হবে।কলকাতার একটি স্থায়ী ঠিকানায় থাকতে হবে।সেই ঠিকানা সিবিআইকে জানাতে হবে।সিবিআই এর কোন অফিসার প্রতিদিন বিকেলে তার বাড়িতে গিয়ে হাজিরা নিয়ে আসবেন।এই মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টের রেগুলার বেঞ্চে আগামী ১২ই জুন।তার মধ্যে দু'পক্ষই হলফনামার আকারে তাদের বক্তব্য জানাবে।

গত ১৭ মে সুপ্রিমকোর্ট রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ তুলে নেয়।কারন সিবিআইয়ের তরফে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়ে বলা হয়েছিল সুপ্রিমকোর্টের নির্দেশমত রাজীব কুমার শিলং গিয়ে সিবিআই অফিসার দের মুখোমুখি হলেও অনেক কিছু গোপন করেছেন, এড়িয়ে গিয়েছেন।ফলে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে।এই আবেদনে সাড়া দিতেই সুপ্রিমকোর্ট রাজীব কুমারের উপর যে রক্ষাকবচ ছিল সেটা তুলে নেয়।তবে সুপ্রিমকোর্ট তাদের নির্দেশে একই সঙ্গে জানায় যে রাজীব কুমারকে সাতদিন সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে তিনি নিম্নয়াদালতে গিয়ে পুনরায় তার সুরক্ষার আবেদন জানাতে পারেন।কিন্ত সেই সময় রাজ্যের আদালতে কর্মবিরতি চলায় কোন আইনজীবী রাজীবের হয়ে মামলা লড়তে চাননি।তা সত্তেও তিনি এর মধ্যে বারাসাত জেলা আদালতে গিয়ে তার আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্ত মামলায় ত্রুটি থাকায় বিচারক সেই মামলা খারিজ করেদেন। ইতিমধ্যে গত ২৬ মে বিকেলে রাজীব কুমারকে আবার সমন পাঠায় সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চেয়ে। এই সমন খারিজের আবেদন নিয়ে আজ তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির সিংগল বেঞ্চে আবেদন জানান সকালে।সিংগল বেঞ্চ মামলাটি বেলা দুটোর সময় শুনবে বলে জানায়।

শুনানি প্রথমেই সিবিআই তরফের আইনজীবী ওয়াই দস্তুর জানান, "বিষয়টি এখন শুনানি না হলে ভালো হয়। সিবিআইয়ের বিশেষজ্ঞ আইনজীবী যারা আছেন তারা হাজির হতে পারছেন না।" কিন্ত রাজীব কুমারের তরফের আইনজীবী সুদীপ্ত মৈত্র জানান, "তিনি সিবিআই কতৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।" তখন বিচারপতি সুদীপ্ত মৈত্রকে তার বক্তব্য জানানোর অনুমতি দেন।সুদীপ্ত মৈত্র জানান,"রাজীব কুমারকে ১৬০ ধারায় যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে রাজীব কুমার যে সারদা চিটফান্ড মামলার একজন অন্যতম সাক্ষী সেটার পর্যন্ত উল্লেখ নেই।এরপর সুপ্রিমকোর্টের নির্দেশে সিবিআই তাকে শিলং এ নিয়ে গিয়ে টানা ৩৯ঘন্টা ৪৫ মিনিট জেরা করেছে। এরপরও বলছে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দরকার।সিবিআই সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিল রাজীবের উপর যে সুরক্ষাকবচ ছিল সেটা জাতে প্রত্যাহার করে নেওয়া হয়।কেন?সিবিআই একাধিক বার সারদা চিটফান্ড মামলায় চার্জশিট দিয়েছে। কিন্ত কোথাও বলা নেই রাজীব কুমার একজন অভিজুক্ত। তিনি শুধুমাত্র সারদা চিটফান্ড মামলার তদন্তকারী দলে ছিলেন।"এর পাল্টআ সিবিআইএর আইজীবী ওয়াই দস্তুর বলেন,"এটা ঠিক যে সুপ্রিমকোর্ট সিবিআইয়ের সাথে ওনাকে সহজোগিতা করার নির্দেশ দিয়েছিলেন।কিন্ত উনি শিলং এ সমস্ত প্রশ্নই এড়িয়ে গিয়েছেন।যখন উনি পুলিশ কমিশনার ছিলেন মন্ত্রী এমএলএ দের টাকা নেওয়া সংক্রান্ত তথ্য ছিল যে ডাইরিতে সেই ডাইরি লোপাট করেছেন রাজীব কুমার। সেই জন্যই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দরকার মনে করেছে সিবিআই। "
দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি নির্দেশ দেন, "সিবিআইয়ের সাথে তদন্তের কাজে পুর্ন সহজোগিতা করতে হবে রাজীব কুমারকে।তবে তাকে আপাতত গ্রেপ্তার করা যাবে না। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.