কলকাতা, ৪ জানুয়ারি : মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে এলেন RJD নেতা তেজস্বী যাদব ও DMK নেত্রী কানিমোঝি। গতকালই মমতাকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধি, অখিলেশ যাদব, চন্দ্রবাবু নাইডুসহ একাধিক নেতা। আজ মেট্রো চ্যানেলে ইউনাইটেড ইন্ডিয়ার ধরনা মঞ্চে দেখা গেল তেজস্বী যাদব ও কানিমোঝিকে। দুজনেই অভিযোগ করেন, "সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার চেষ্টা করছে মোদি সরকার।"
আজ কলকাতা বিমানবন্দরে নেমেই কানিমোঝি মমতার আন্দোলনে পাশে থাকার আশ্বাস দেন। বলেন, "আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে এসেছি। কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে বিরোধীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। স্টালিনের নেতৃত্বে DMK-এর সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। মোদির প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।"
"সত্যের পক্ষে লড়াই করলে নরেন্দ্র মোদির সরকার মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয়। এই নীতি দেশ বিরোধী। এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা।" ধরনা মঞ্চে একথা বলেন তেজস্বী। তিনি প্রশংসা করেন মমতার লড়াইয়ের। বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ করেছেন, তাতে সবার সমর্থন দেওয়া উচিত। আমার নিজের পরিবারও BJP সরকারের প্রতিহিংসার শিকার। আমার বাবা লালুপ্রসাদ কখনওই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সমঝোতা করেননি, তাই তাঁকে আজ জেলে থাকতে হচ্ছে। আমাদের পরিবারের সবার বিরুদ্ধে CBI-ED লাগিয়ে দিয়েছে BJP। দেশ তখনই বাঁচবে, যখন BJP-কে তাড়ানো যাবে।"