ETV Bharat / state

ISL-কে দেশের এক নম্বর লিগ হিসেবে কার্যত মেনে নিল ফেডারেশন - kolkata

দেশের এক নম্বর লিগ ISL । কার্যত মেনে নিল ফেডারেশন । নয়াদিল্লির ফুটবল হাউজ়ে গতকাল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় ।

ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক
author img

By

Published : Jul 10, 2019, 3:33 AM IST

কলকাতা, 10 জুলাই : ISL-কে কার্যত দেশের এক নম্বর লিগ হিসেবে তুলে ধরার উদ্যোগ নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । নয়াদিল্লির ফুটবল হাউজ়ে গতকাল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় । AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলার অধিকার ISL চ্যাম্পিয়ন দলকে দেওয়ার জন্য আবেদন পাঠানো হবে । সেই আবেদনে সবুজ সংকেত দিলে আই লিগ নয়, ISL দেশের একনম্বর লিগ হিসেবে উঠে আসবে ।

বৈঠকে ফেডারেশনের কার্যকরী কমিটি FSDL-এর সঙ্গে তাদের বাণিজ্যিক চুক্তির শর্ত নিয়ে পর্যালোচনা করে । পর্যালোচনার পর তাদের মনে হয়েছে গত পাঁচ বছরে ভারতের জাতীয় দলের সিংহভাগ ফুটবলার ISL-এর ফ্র্যাঞ্চাইজ়িতে খেলছে । ISL-এর টিভি দর্শক সংখ্যা ও মাঠে দর্শকের উপস্থিতি আই লিগের মত বাড়ছে। ISL-এর ফ্র্যাঞ্চাইজ়িগুলো AFC -র গাইড লাইন মেনে লাইসেন্সিং ও তৃণমূলস্তর থেকে ফুটবল পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। আই লিগ ও ISL-এর সংযুক্তিকরণে একটি যৌথ লিগ করার বিষয়টি সময়ের গর্ভে ঠেলে দেওয়ার ইঙ্গিত ফেডারেশনের বক্তব্যে । ISL-কে এক নম্বর লিগের তকমা দেওয়ার ক্ষেত্রে ফেডারেশন জেনেরাল সেক্রেটারি দাতো উইন্ডসরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল পাঠিয়ে AFC-কে অবস্থা পর্যালোচনার অনুরোধ করেছে । একই সঙ্গে আই লিগের ক্লাবজোটের অবস্থানের সমালোচনা করা হয়েছে ।

তিন জুলাই প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সঙ্গে বৈঠকের পরেও ক্লাব জোটের অবস্থানে ক্ষুব্ধ ফেডারেশন। এই অবস্থায় AFC -কে এই বিষয়টির সমাধানের অনুরোধও করা হয়েছে। AFC সাধারণত AIFF-কে সিদ্ধান্ত বদলের নির্দেশ দেবে না। ফলে অনুমতি নেওয়ার কুমিরছানা দেখিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে ফেডারেশন সেরা লিগ খেলার সুযোগ দিল না ।

কলকাতা, 10 জুলাই : ISL-কে কার্যত দেশের এক নম্বর লিগ হিসেবে তুলে ধরার উদ্যোগ নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । নয়াদিল্লির ফুটবল হাউজ়ে গতকাল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় । AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলার অধিকার ISL চ্যাম্পিয়ন দলকে দেওয়ার জন্য আবেদন পাঠানো হবে । সেই আবেদনে সবুজ সংকেত দিলে আই লিগ নয়, ISL দেশের একনম্বর লিগ হিসেবে উঠে আসবে ।

বৈঠকে ফেডারেশনের কার্যকরী কমিটি FSDL-এর সঙ্গে তাদের বাণিজ্যিক চুক্তির শর্ত নিয়ে পর্যালোচনা করে । পর্যালোচনার পর তাদের মনে হয়েছে গত পাঁচ বছরে ভারতের জাতীয় দলের সিংহভাগ ফুটবলার ISL-এর ফ্র্যাঞ্চাইজ়িতে খেলছে । ISL-এর টিভি দর্শক সংখ্যা ও মাঠে দর্শকের উপস্থিতি আই লিগের মত বাড়ছে। ISL-এর ফ্র্যাঞ্চাইজ়িগুলো AFC -র গাইড লাইন মেনে লাইসেন্সিং ও তৃণমূলস্তর থেকে ফুটবল পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। আই লিগ ও ISL-এর সংযুক্তিকরণে একটি যৌথ লিগ করার বিষয়টি সময়ের গর্ভে ঠেলে দেওয়ার ইঙ্গিত ফেডারেশনের বক্তব্যে । ISL-কে এক নম্বর লিগের তকমা দেওয়ার ক্ষেত্রে ফেডারেশন জেনেরাল সেক্রেটারি দাতো উইন্ডসরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল পাঠিয়ে AFC-কে অবস্থা পর্যালোচনার অনুরোধ করেছে । একই সঙ্গে আই লিগের ক্লাবজোটের অবস্থানের সমালোচনা করা হয়েছে ।

তিন জুলাই প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সঙ্গে বৈঠকের পরেও ক্লাব জোটের অবস্থানে ক্ষুব্ধ ফেডারেশন। এই অবস্থায় AFC -কে এই বিষয়টির সমাধানের অনুরোধও করা হয়েছে। AFC সাধারণত AIFF-কে সিদ্ধান্ত বদলের নির্দেশ দেবে না। ফলে অনুমতি নেওয়ার কুমিরছানা দেখিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে ফেডারেশন সেরা লিগ খেলার সুযোগ দিল না ।

Intro:দেশের একনম্বর লিগ এখন আইএসএল

কলকাতা,৯জুলাইঃ আইএসএলকে দেশের এক নম্বর লিগ কার্যত ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। নয়াদিল্লির ফুটবল হাউজে আয়োজিত ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার অধিকার আইএসএল চ্যাম্পিয়ন দলকে দেওয়া হোক বলে আবেদন এএফসির কাছে পাঠাচ্ছে। এই আবেদনে সবুজ সংকেত দিলে আই লিগ নয় আইএসএলদেশের একনম্বর লিগে পরিগনিত হবে। ফেডারেশনের কার্যকরী কমিটি এফএসডিএলের সঙ্গে তাদের বাণিজ্যিক চুক্তির শর্ত নিয়ে পর্যালোচনা করে। তা থেকে তাদের মনে হয়েছে গত পাঁচ বছরে ভারতের জাতীয় দলের সিংহভাগ ফুটবলার আইএসএলের ফ্র্যাঞ্চাইজিতে খেলছে। আইএসএলের টিভি দর্শক সংখ্যা ও মাঠে দর্শক উপস্থিতি আই লিগের খেলার মত বাড়ছে। আইএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো এএফসির গাইড লাইন মেনে লাইসেন্সিং ও তৃণমুলস্তর থেকে ফুটবল পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। আই লিগ ও আইএসএলের সংযুক্তিকরনে একটি যৌথ লিগ করার বিষয়টি সময়ের গর্ভে ঠেলে দেওয়ার ইঙ্গিত ফেডারেশনের বক্তব্যে। আইএসএল এর গায়ে এক নম্বর লিগের তকমা কার্যত তুলে দেওয়ার পরে ফেডারেশন এএফসিকে জেনারেল সেক্রেটারি দাতো উইন্ডসরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ে দল পাঠিয়ে অবস্থা পর্যালোচনার অনুরোধ করেছে। একই সঙ্গে আই লিগের ক্লাবজোটের অবস্থানের সমালোচনা করা হয়েছে। তিন জুলাই প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সঙ্গে বৈঠকের পরেও ক্লাব জোটের অবস্থানে ক্ষুব্ধ ফেডারেশন। এই অবস্থায় এএফসিকে এই বিষয়টির সমাধানের অনুরোধও করা হয়েছে। এএফসি সাধারনত এআইএফএফকে সিদ্ধান্ত বদলের নির্দেশ দেবে না। ফলে অনুমতি নেওয়ার কুমিরছানা দেখিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে ফেডারেশন সেরা লিগ খেলার সুযোগ দিল না।Body:IslConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.