কলকাতা, 10 জুলাই : ISL-কে কার্যত দেশের এক নম্বর লিগ হিসেবে তুলে ধরার উদ্যোগ নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । নয়াদিল্লির ফুটবল হাউজ়ে গতকাল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় । AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলার অধিকার ISL চ্যাম্পিয়ন দলকে দেওয়ার জন্য আবেদন পাঠানো হবে । সেই আবেদনে সবুজ সংকেত দিলে আই লিগ নয়, ISL দেশের একনম্বর লিগ হিসেবে উঠে আসবে ।
বৈঠকে ফেডারেশনের কার্যকরী কমিটি FSDL-এর সঙ্গে তাদের বাণিজ্যিক চুক্তির শর্ত নিয়ে পর্যালোচনা করে । পর্যালোচনার পর তাদের মনে হয়েছে গত পাঁচ বছরে ভারতের জাতীয় দলের সিংহভাগ ফুটবলার ISL-এর ফ্র্যাঞ্চাইজ়িতে খেলছে । ISL-এর টিভি দর্শক সংখ্যা ও মাঠে দর্শকের উপস্থিতি আই লিগের মত বাড়ছে। ISL-এর ফ্র্যাঞ্চাইজ়িগুলো AFC -র গাইড লাইন মেনে লাইসেন্সিং ও তৃণমূলস্তর থেকে ফুটবল পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। আই লিগ ও ISL-এর সংযুক্তিকরণে একটি যৌথ লিগ করার বিষয়টি সময়ের গর্ভে ঠেলে দেওয়ার ইঙ্গিত ফেডারেশনের বক্তব্যে । ISL-কে এক নম্বর লিগের তকমা দেওয়ার ক্ষেত্রে ফেডারেশন জেনেরাল সেক্রেটারি দাতো উইন্ডসরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল পাঠিয়ে AFC-কে অবস্থা পর্যালোচনার অনুরোধ করেছে । একই সঙ্গে আই লিগের ক্লাবজোটের অবস্থানের সমালোচনা করা হয়েছে ।
তিন জুলাই প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সঙ্গে বৈঠকের পরেও ক্লাব জোটের অবস্থানে ক্ষুব্ধ ফেডারেশন। এই অবস্থায় AFC -কে এই বিষয়টির সমাধানের অনুরোধও করা হয়েছে। AFC সাধারণত AIFF-কে সিদ্ধান্ত বদলের নির্দেশ দেবে না। ফলে অনুমতি নেওয়ার কুমিরছানা দেখিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে ফেডারেশন সেরা লিগ খেলার সুযোগ দিল না ।